09/12/2024
Hello, ভবিষ্যৎ চিকিৎসক গণ (HSC 2024 batch)
মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ গতকাল প্রকাশিত হলো! এবছর বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখযোগ্য পরিবর্তনও এসেছে..
পরীক্ষার আছে আর ১ মাস- জিকে তে ইন্টারন্যাশনাল, সেকেন্ড টাইমার, ইম্প্রোভমেন্ট, জিপিএ সব মিলিয়ে পরীক্ষার আগে হঠাৎ-ই তুমি ভীত? ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি কিন্তু একা না। বিজ্ঞপ্তিতে প্রকাশিত সিদ্ধান্তগুলো সবার জন্যই নতুন, তোমার জন্য কঠিন হলে বেশিরভাগ পরীক্ষার্থীদের জন্যই কঠিন.... তাই এই মুহুর্তে যখন তোমার পড়াশোনার গতি আগের তুলনায় দ্বিগুণ, তিনগুণ, চারগুণ কিংবা দশগুণ হওয়ার কথা সেই ভয়াবহ সময়ে তোমার হাতে যা নেই তা নিয়ে হতাশ হয়ে যাওয়া একদমই উচিত হবে না, বরং তোমার এখন দরকার গোছানো, সুন্দর একটা প্রস্তুতি!
আর তাই ৮০% ছাড়ে তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের FT Medical Blaster 1.0 কর্তৃক আয়োজিত মডেল টেস্ট প্রোগ্রামে। যেখানে আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পেপার ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট যা চলবে মেডিকেল ভর্তি পরীক্ষার এক সপ্তাহ আগ পর্যন্ত! এছাড়াও থাকছে প্রতিটি বিষয়ের পেপার ফাইনাল ও সাবজেক্ট ফাইনাল, ডেডিকেটেড GK ও ইংরেজি বিষয়ের পরীক্ষা এবং পূর্ববর্তী সকল লাইভ ডেইলি-উইকলি-মান্থলি পরীক্ষাগুলোও প্র্যাক্টিস এক্সাম হিসেবে পেয়ে যাবে। যা একইসাথে তোমার প্রস্তুতি সম্পর্কে ধারণা দিবে এবং পরীক্ষাভীতি দূর করবে। তোমাদের সুবিধার জন্য আমাদের এই প্রোগ্রামের রুটিনটি সংযুক্ত করা হলো।
নিরবচ্ছিন্ন পরীক্ষার মাধ্যমে বারবার নিজেকে যাচাই করে তোমার বর্তমান প্রস্তুতিকে আরো ধারালো করার মাধ্যমেই তুমি নিজের সেরাটা যেমন দিতে পারবে তেমনই বারংবার এবং প্রতিদিন এক্সাম দেয়ার মাধ্যমেই তোমার ভিতরের অনিশ্চয়তা দূর করা সম্ভব❤️
শুভকামনা সকলের জন্য!
শেষটা সুন্দর হোক তোমাদের এই প্রত্যাশা