17/11/2025
১৭ নভেম্বর, ২০২৫ ✌️ আমার জীবনের Wishlist এর আরেকটা মাইলফলক আল্লাহর অশেষ রহমতে অর্জন হয়েছে |
এস এস সি স্তরের ফিজিক্স এর মূল বই লিখেছি | ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ৭ টা অধ্যায়ের উপর লেখা এই বইটি লিখতে প্রায় ১০ মাস সময় লাগলো | সোনালি, সামিয়া, নাফিসা এই তিনজন আমার ২৪/২৫ ব্যাচের স্টুডেন্ট , পান্ডুলিপি লেখার শুরুতে ওরা যথেষ্ট সহযোগিতা করেছে! মাহফুজ, নাসিব, রাদ আর রাজীব বইয়ের প্রতিটি অধ্যায়ের আমি যেভাবে বলেছি সেভাবেই কন্টেন্ট যুক্ত করেছে |
টপিক অনুসারে, প্রতিটি ব্যাখ্যা লিখতে গিয়ে বারবার কেটেছি, ম্যাথ গুলো এড করার সময় অনেকবার ভেবেছি | ফিজিক্সের ২০১২ সালের বই এর হেল্প নিয়েছি |
এর পর ফয়সাল ও রেজাউলের হাত ধরে বইয়ের প্রতিটি লাইন এবং ছবিগুলো জীবন্ত হয়ে উঠলো | পেইজের পর পেইজ প্রিন্ট দিয়ে আবার প্রুফ রিড করেছে ইমরান আর নেওয়াজ | অর্কি আর উচ্ছাস FT'র দুইজন ফিজিক্স মেন্টর, বইটা প্রুফ রিড করে দিলো |
ফাইনালি ওস্তাদ রঞ্জন দা'র সাথে রাতের পর রাত জেগে জেগে বইয়ের ফরম্যাটিং ফাইনাল হলো | ফরম্যাটিং ফাইনাল করেও আবার কন্টেন্ট (+/-) করে আবারো ফরম্যাট ঠিক করতে করতে বইটা প্রেসে গেলো এবং গতকাল রাতেই আমাদের অফিসে এসে পৌছেছে | আজকে থেকে অনলাইন ডেলিভারি শুরু |
আমার বন্ধু হোসাইন এর সাথেও FT এর যাত্রা শুরু| দেশের প্রতিটি প্রান্তরে, লাইব্রেরিতে চলে যাবে আমাদের বই | আমার বায়োলজি বইটা যারা পেয়েছে, তারা জানো যে, আমার কন্টেন্ট এর মাত্রা (১০০% সবার পছন্দ না-ও হতে পারে) |
আমি চেষ্টা করেছি, করে যাবো | ২০২৬ সালে যারা ক্লাস ৯ ও ১০ এ উঠবে, তাদের জন্য ফুল সিলেবাসে মূল বই নিয়ে আসছি | এখনকার যে বোর্ড বই, এইটা আসলেই কোন কাজের না | ফিজিক্সের টিচারদের কাছে অনুরোধ থাকবে, আপ্নারা আমার বইটা কে নিয়ে চূলচেড়া বিশ্লেষন করবেন, ফিডব্যাক দিবেন (ভূলত্রুটি ১ম সংস্করণ -এ থাকবে), ক্ষমা করবেন | আর আমার সাথে ভবিষ্যতে কাজ করতে চাইলে ইমেইল করবেন ([email protected]) ✌️
আমার যাত্রা মাত্র শুরু ✊
যোগাযোগ : 01601 92 92 44