Amena Akter

Amena Akter Amena Akter is ready to give you full computer skill and freelancing service.

পরিশ্রম করার ইচ্ছে না থাকলে অযথা বড় কিছু করার স্বপ্ন দেখবেন না। কারণ পরিশ্রম ছাড়া আপনার কোনো স্বপ্নই পূরণ হবে না। আর তখন...
05/06/2023

পরিশ্রম করার ইচ্ছে না থাকলে অযথা বড় কিছু করার স্বপ্ন দেখবেন না। কারণ পরিশ্রম ছাড়া আপনার কোনো স্বপ্নই পূরণ হবে না। আর তখন সমাজে আপনিই একটা নেগেটিভ এক্সাম্পল দাঁড় করিয়ে দিবেন, ''মানুষ তার স্বপ্নের সমান বড়" কথাটি সত্য নয়। অথচ আপনি এটা কখনোই স্বীকার করবেন না, আপনার যতটুকু পরিশ্রম করার দরকার ছিল, যতটুকু ইফোর্ট দেয়ার প্রয়োজন ছিল আপনি ততটুকু দেননি।

জীবন কোনো লটারি না যে, আপনি যা চান তা কোনো কাজ ছাড়াই পেয়ে যাবেন। দুনিয়ার মানুষ এত এত পরিশ্রম করেই যেখানে তার লাইফকে স্ট্যাবলিশ করতে হিমশিম খাচ্ছে, সেখানে আপনি কোনো কিছু করা ছাড়াই অনেক কিছু হয়ে যাবেন? নো বস, এখানে কোনো মোটিভেশান কাজ করবে না। জীবন তো একটাই। ইয়াং বয়সে হেসে খেলে মজা মাস্তি করে, শেষ বয়সে এসে আফসোস করার চেয়ে বরং ইয়াং বয়সে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আজীবন আরাম আয়েশে কাটান। লাইফটা সিম্পল ক্যালকুলেশনে চলে। এখানে উচ্চতর গণিতের ক্যালকুলাস, বলবিদ্যা কিংবা বিচ্ছিন্ন গণিতের সূত্র এনে লাভ নেই। হয় স্বপ্নপূরণে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে কাজ করুন। নয়তো স্বপ্ন দেখাটাই বন্ধ করুন।
..... তথ্য সুত্র____
Freelancer Rubayet Sir

Assalamualaikum. Welcome to my page.
14/04/2023

Assalamualaikum.
Welcome to my page.

🍀বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীদের কাজের পরিমাণ। কারণ, বেশির ভাগ উন্নত দেশেই স্থায়ী কর্মীর বদলে...
23/02/2023

🍀বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীদের কাজের পরিমাণ। কারণ, বেশির ভাগ উন্নত দেশেই স্থায়ী কর্মীর বদলে আউটসোর্সের মাধ্যমে কাজ করানোর বিষয়টি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। 🤜🤛
এর কারন হচ্ছে,,,আউটসোর্স করলে প্রতিষ্ঠানের পরিচালনা খরচ কম হওয়ায় লাভের পরিমাণ বেশি হয়। ❤️❤️
এ জন্য উন্নত বিশ্বের অনেক প্রতিষ্ঠানই বর্তমানে তাদের কাজের কিছু অংশ নিয়মিত আউটসোর্স করে। ফলে অনলাইন মার্কেটপ্লেসে কাজের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীদের চাহিদাও বাড়ছে।

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amena Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amena Akter:

Share