
05/06/2023
পরিশ্রম করার ইচ্ছে না থাকলে অযথা বড় কিছু করার স্বপ্ন দেখবেন না। কারণ পরিশ্রম ছাড়া আপনার কোনো স্বপ্নই পূরণ হবে না। আর তখন সমাজে আপনিই একটা নেগেটিভ এক্সাম্পল দাঁড় করিয়ে দিবেন, ''মানুষ তার স্বপ্নের সমান বড়" কথাটি সত্য নয়। অথচ আপনি এটা কখনোই স্বীকার করবেন না, আপনার যতটুকু পরিশ্রম করার দরকার ছিল, যতটুকু ইফোর্ট দেয়ার প্রয়োজন ছিল আপনি ততটুকু দেননি।
জীবন কোনো লটারি না যে, আপনি যা চান তা কোনো কাজ ছাড়াই পেয়ে যাবেন। দুনিয়ার মানুষ এত এত পরিশ্রম করেই যেখানে তার লাইফকে স্ট্যাবলিশ করতে হিমশিম খাচ্ছে, সেখানে আপনি কোনো কিছু করা ছাড়াই অনেক কিছু হয়ে যাবেন? নো বস, এখানে কোনো মোটিভেশান কাজ করবে না। জীবন তো একটাই। ইয়াং বয়সে হেসে খেলে মজা মাস্তি করে, শেষ বয়সে এসে আফসোস করার চেয়ে বরং ইয়াং বয়সে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আজীবন আরাম আয়েশে কাটান। লাইফটা সিম্পল ক্যালকুলেশনে চলে। এখানে উচ্চতর গণিতের ক্যালকুলাস, বলবিদ্যা কিংবা বিচ্ছিন্ন গণিতের সূত্র এনে লাভ নেই। হয় স্বপ্নপূরণে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে কাজ করুন। নয়তো স্বপ্ন দেখাটাই বন্ধ করুন।
..... তথ্য সুত্র____
Freelancer Rubayet Sir