16/11/2025
#প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের সহযোদ্ধা
#জনাব_ফাতেমা_আক্তার( #শিক্ষক,) #ঝিনাইয়া_সরকারি_প্রাথমিক_বিদ্যালয়ের_শিক্ষক
্তর_চাঁদপরের মৃত্যুজনিত কারণে
#জনাব_লিপি_ম্যাডাম (শিক্ষক,কেন্দ্রীয় নেত্রী দশমগ্রেড সমন্বয়ে পরিষদ ) ওনার প্রতিনিধি দল পরিবারের খোঁজ খবর নেন এবং জানাজায় অংশগ্রহণ করেন।
#প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক স্যার মুঠোফোনে মরহুমের পরিবার এবং আত্মীয়-স্বজনের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব সরকারি যত পাওনা বুঝিয়ে দেওয়া ও পেনশনের ব্যবস্থা করা।
#পেনশনের ব্যাপারে মরহুমের পরিবার যেন হয়রানির শিকার না হন, এ বিষয়ে তিনি আশ্বস্ত করেন।