01/10/2025
Aviform এর মেডিসিন ব্যাবহার করছি গত ৪ বছর ধরে। এই কোম্পানির মেডিসিন গুলো বেশ ভাল। ইউকের কবুতর রেসিং এ যে কবুতর গুলো প্রথম হয় বা প্রথম দিকে থাকে তারা Aviform এর মেডিসিন ব্যাবহার করে। প্রতিবছরই তারা তাদের মেডিসিন আপডেট করে তাই এক বছরের মেডিসিনের সাথে আরেক বছরের কিছুটা পার্থক্য থাকে। সর্বপ্রথম ১০০০০ টাকা দিয়ে ১ বোতল মেডিসিন কিনেছিলাম, আর এখন কত যে খাওয়াই তার হিসাব জানি না। এখন প্রায় সারাবছর ই এই কোম্পানির মেডিসিন খাওয়াই।