Asif Bhai

Asif Bhai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asif Bhai, Digital creator, Mirpur.
(1)

My Blood Group: B+(ve)
জরুরী রক্তের প্রয়োজনে যোগাযোগ করুন।
(Only Available for WhatsApp- +8801600168003)
For Sponsorship and Brand Collaboration
contact at- [email protected]

Yamaha 🩶 FZS V4
06/12/2025

Yamaha 🩶 FZS V4

27/11/2025

নতুন ককপিট 🤟

"বিদায়" ভালোবাসার Fazer v2 ♥️
24/11/2025

"বিদায়" ভালোবাসার Fazer v2 ♥️

ড্রাইভার ছাড়া কিনলে, দাম কম রাখা হবে। 😃
20/11/2025

ড্রাইভার ছাড়া কিনলে, দাম কম রাখা হবে। 😃

ড্রাইভার সহ মোটর সাইকেল টি বিক্রি করা হবে।😐0️⃣1️⃣6️⃣0️⃣0️⃣1️⃣6️⃣8️⃣0️⃣0️⃣3️⃣বিস্তারিত জানতে কল করুন
Location মীরপুর ১২
সিরিয়াস পোস্ট 🤨

07/11/2025

৭১ হাজার টাকা বাঁচলো, সুপার ফ্রেশ কন্ডিশনের TVS Apache 4V (ABS) কিনে 😀||Asif Bhai

24/10/2025

Yamaha FZ ভার্সন-2 এর দামে কিনে ফেললাম, নতুনের মত Yamaha FZ ভার্সন-3😀||Asif Bhai

18/10/2025

মোটর বাইক চু*রির সিসি ক্যামেরা ফুটেজ। ভিডিও টি শেয়ার করে চো*রকে ধরতে সহযোগিতা করুন 🙏Asif Bhai

♥️
16/10/2025

♥️

রক্তের না হলেও,সম্পর্কটা রক্তের থেকেও গভীর Asif Bhai ♥️

  🛑আপনারা যারা এই ভিডিওটিতে ইতোমধ্যে কমেন্ট করেছেন, তাদের মধ্যে বেশির ভাগই ভিডিওটির আসল ঘটনা না বুঝেই উল্টো মন্তব্য করেছ...
15/10/2025

🛑
আপনারা যারা এই ভিডিওটিতে ইতোমধ্যে কমেন্ট করেছেন, তাদের মধ্যে বেশির ভাগই ভিডিওটির আসল ঘটনা না বুঝেই উল্টো মন্তব্য করেছেন এবং কিছু কিছু কমেন্ট তো মুখে উচ্চারণ করে পড়ার মতোও না।

যাই হোক, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা না বলে পারলাম না......
প্রথমেই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিও টি ভালো মতো দেখে তারপর আপনার মূল্যবান মন্তব্যটি করবেন।
*আপনারা হয়তো অনেকেই খেয়াল করেননি, ভিডিওর ১ মিনিট ২ সেকেন্ডর সময় ওই নীল টিশার্ট পড়া লোকটি আসিফ সহ বাকি দুই জনকে উদ্দেশ্য করে হঠাৎ উচ্চ স্বরে এবং কর্কশ গলায় "এই ভাই..এই এই" বলে এগিয়ে আসে (যা একজন অপরিচিত লোকের কাছ থেকে কেউই আশা করে না এবং এভাবে একজনকে উদ্যেশ্য করে ডাক দেওয়াটাও অভদ্রতার সমান)। তখন আসিফের সাথে থাকা দুই জনের মধ্যে একজন, নরম সুরেই নীল টিশার্ট পড়া লোকটির উদ্দেশ্যে বলেন, উনি আমাদের নিজেদের লোক, এটি রাইড শেয়ার বা বাইক ভাড়া করার মত কোন কিছু নয়।
আপনারা অবশ্যই ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন, আসিফ তখন চুপ থেকে উনাদের কথা পাত্তা না দিয়ে বিযষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলো, এমনকি একবার নীল টিশার্ট পড়া লোকটির দিকে তাকিয়েও নজর ফিরিয়ে আনে এবং মোবাইলে নিজের কাজে ব্যাস্ত থাকে ।

ঘটনা এখানেই শেষ হতে পারত। কিন্তু নীল টিশার্ট পড়া লোকটি তখন ফিরে না গিয়ে , ওখানেই দাঁড়িয়ে থাকে এবং এদের তিনজনের আলাপচারিতা শুনতে থাকে। যা খুবই বিব্রতকর । তখন আসিফ এবং বাকি দুই জনের স্বাভাবিক কথা বার্তায় বিঘ্ন সৃষ্টি হয়। যখন আসিফ বুঝতে পাড়ে যে, এই লোকটি এখানেই দাঁড়িয়ে থেকে তাদের তিন জনের ব্যক্তিগত কথা বার্তা শুনছে ,তখন আসিফ খুবই নরম সুরে এই নীল টিশার্ট পড়া লোকটিকে জিজ্ঞেস করে, "কি বলবেন ভাই ?" তখন নীল টিশার্ট পড়া লোকটি সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে এক হাত এগিয়ে দিয়ে পাল্টা প্রশ্ন করে," আপনার নিজের লোক ?" । আপনারা ওই লোকের এই পাল্টা প্রশ্ন করার সময় ভিডিওটি খেয়াল করে দেখবেন, উনি প্রশ্ন করার সময় উনার শরীর এবং মুখের ভঙ্গি ছিলো জেরা করার মতো ( অবশ্যই একটি অপরিচিত লোক এসে হঠাৎ এমন ভাবে প্রশ্ন করলে যেকারো কাছেই খারাপ লাগবে, আর তা ছাড়া এই প্রশ্নের উত্তর তো আগেই উনাকে একজন দিয়েছে । তাহলে কেন আসিফের মুখ থেকেই উনার শুনতে হবে? এর পরেও তিনি একই ভঙ্গিতে আবারো আসিফকে প্রশ্ন করেছে যে , "রাইড শেয়ার করেন?"। আপনারাই খেয়াল করে দেখবেন, ওই নীল টিশার্ট পড়া লোকটির প্রশ্ন গুলোর মধ্যে কোনো রকম নম্রতার ছাপ ছিলো কিনা ) তার মানে নীল টিশার্ট পড়া লোকটির উদ্দেশ্য হচ্ছে ওখানে আধিপত্য দেখানো এবং ওইখানে যদি কোনো বাইকার আসে, তাহলে তাকে বাইকে যাত্রী তুলতে না দেওয়া। যা একধরনের সিন্ডিকেট'বাজি এবং যা কিনা অন্য বাইকার দের প্রতি জুলুমের সমতুল্য।

একজন বাইকার হিসেবে আসিফ তার পূর্ব অভিজ্ঞতা থেকে এই নীল টিশার্ট পড়া লোকটির উদ্দেশ্য প্রথমেই বুঝতে পেরে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু, শুধু মাত্র ওই নীল টিশার্ট পড়া লোকের প্রত্যেকটি জেরার মত প্রশ্নের কারনেই আসিফ তার মেজাজ হারায়। এবং সামগ্রিক বিষয়গুলোর প্রতিবাদ করে। শুধু তাই নয়, এটি ছিলো একজন সচেতন নাগরিক হিসেবে সিন্ডিকেট বা জুলুমকারীদের প্রতি আসিফের প্রতিবাদ।

আমি আসিফের স্ত্রী হিসেবে জানি,আসিফ ব্যক্তি হিসেবে কতটা ধৈর্যশীল এবং শান্ত মেজাজের মানুষ।

আরেকটি কথা,,
আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন,
"এখানে যদি এই নীল টিশার্ট পড়া লোকটির কোনো দোষ না থাকতো, আর যদি আসিফের নিজের কোনো ভুল থাকতো" তাহলে কি আসিফ এই ভিডিওটি পোস্ট করতো ? অথচ, আপনারা সকলেই দেখেছেন ভিডিও টি সম্পুর্ন "আনকাট" অবস্থায় পোস্ট করা হয়েছে। তারমানে, আসিফের পূর্ণ আত্মবিশ্বাস আছে এটি নিয়ে,যে আসিফ এখানে কোনো ভুল কিছু বলেনি।

দয়া করে বিবেক দিয়ে চিন্তা করবেন, আবেগ দিয়ে নয়।

"সকলের প্রতি সম্মান রেখেই কথা গুলো লিখলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।"

15/10/2025

সিন্ডিকেট!!! মেজাজ হারালাম এই লোকের আচরণে, তার জেরার মুখে পড়ে মনে হচ্ছিল আমি যেন তার অধীনস্ত !!!||Asif Bhai

14/10/2025

সুপার*ফ্রেশ কন্ডিশনের Gixxer Monotone কিনে দিয়ে ৫০*হাজার টাকা বাঁচিয়ে দিলাম সিরাজগঞ্জের ভাইয়ের😀||Asif Bhai

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Asif Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asif Bhai:

Share