Sumaiya Shemu

Sumaiya Shemu Shine bright like a diamond �

17/07/2024

ছাত্ররা তাদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে। তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলো।
অধিকার চাওয়ায় কেনো তাদের রাজাকার বলে সম্বোধন করা হলো,,,?
একটি দেশের প্রধানমন্ত্রী কখোনো এভাবে কথা বলতে পারে না।
কেনো ছাত্রলীগ তাদের উপর চড়াও হলো,,,?
তিনি এই পরিস্থিতি তৈরি করলো কেনো,,,?

তাদের এই অধিকার কে দিলো,,,?
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও যথেষ্ট প্রশ্নবিদ্ধ,,, কেনো তাদের দ্বিমুখী আচরণ,,,,?
কেন তারা শিক্ষার্থীগুলোকে হত্যা করলে,,,,????

16/07/2024

প্রশ্ন: রাজাকার কারা?
উত্তর: যারা অধিকার আদায়ের জন্য আন্দোলন করে তারাই রাজাকার।
প্রশ্ন: মুক্তিযোদ্ধা কারা?
উত্তর: যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে তারাই মুক্তিযোদ্ধা।

16/07/2024

সাইদ, আসিফ, রাফি, ওয়াসিম, আদনান, মিতা !

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন 🖤😥

16/07/2024

স্বাধীনতার ৫৩ বছর পর দেশের সকলের সমান সুযোগ পাওয়া অধিকার দেয়ার পক্ষে আমি, তাই আমি সকল ধরণের কোটার বিপক্ষে ( শুধু প্রতিবন্ধী কোটার পক্ষে )। আপনাদের মতামত কি?
সেই সাথে সকল ধরণের প্রশ্নপত্র ফাঁস হয়ে পরীক্ষা দিয়ে সরকারের নানা দপ্তরে যারা কাজ করছেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা উচিত।
পিএসসি সকল দুর্নীতিবাজদের খুঁজে বের করতে তদন্ত ও শাস্তি ব্যবস্হা নিস্চিত করার দাবি জানাচ্ছি।

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
28/06/2024

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

02/04/2024

আপনাদের কি মনে হয় এটা কিভাবে হয়েছে?

মানুষ কতটা নিকৃষ্ট পানির টাংকিতে কেউ এগুলো ফেলে 😡😡😡
01/04/2024

মানুষ কতটা নিকৃষ্ট পানির টাংকিতে কেউ এগুলো ফেলে 😡😡😡

01/04/2024

আচ্ছা প্রথম পিকচারটা যারা দেখেছেন তাদের মনে হয়েছে না যে আমি হয়তো কাপড় চোপড় ধুয়ে রেখেছি সেই পানিটা এমন ফেনা হয়ে আছে??

কিন্তু পরে যখন এই ভিডিওটা দেখবেন তখন আপনাদের ধারণাটাই পাল্টে যাবে। মানুষ কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করতে পারে তাও আবার এই রমজান মাসে।
কেউ আমাদের বাসার পানির ট্যাংকের মধ্যে হুইল পাউডার ফেলে দিয়েছে, তবে অল্প একটু না ধারণা করা যাচ্ছে কম করে হলেও চার থেকে পাঁচ কেজি হবে কারণ এত বড় একটা ট্যাংকিতে এক কেজিতে এমন অবস্থা হবে না আমাদের পাঁচতলা বাসায় 14 টা ফ্যামিলি থাকে ১৪ টা ফ্যামিলিতে এই অবস্থা যেই কল ছাড়ছে তার বাসাতেই এমন ফেনা যুক্ত পানি পড়তেছে।
আচ্ছা বলুন তো মানুষ কেন এমন এই রমজানে কেন মানুষ এমন করে কি লাভ তাদের ইফতারের পর থেকে রান্নার কোন কাজ করতে পারলাম না অপেক্ষায় বসে আছি কখন পানি ঠিক হবে। বাড়িওয়ালা কাজ চালাচ্ছে পরিষ্কার করার জন্য এই রাতের বেলা 😔😔 মানুষের ক্ষতি করে মানুষ কি পায় জানিনা এই 14 টা ফ্যামিলি ইফতারির পর থেকে হয়তো কষ্ট করতেছে 😔😔😔😔
আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন আমীন।

পিকচারটা দেখে কি মনে হচ্ছে নিশ্চয়ই কাপড়চোপড় ধুয়ে পানি রেখেছি?
01/04/2024

পিকচারটা দেখে কি মনে হচ্ছে নিশ্চয়ই কাপড়চোপড় ধুয়ে পানি রেখেছি?

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya Shemu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category