Umme Fatema Tuz Zohra

Umme Fatema Tuz Zohra I'm a professional Digital marketer.Im ready to give you full computer skills & freelancing service.

কী করব??! কি হবে আমার ভবিষ্যৎ!!  এসব চিন্তা থেকেই প্রথমে যে কথাটি মাথায় আসে তা হচ্ছে লক্ষ্য /Ambition/ Goal.জীবনে লক্ষ্য...
20/01/2023

কী করব??! কি হবে আমার ভবিষ্যৎ!!
এসব চিন্তা থেকেই প্রথমে যে কথাটি মাথায় আসে তা হচ্ছে লক্ষ্য /Ambition/ Goal.
জীবনে লক্ষ্য নিশ্চিত করতে, সামনের দিন গুলোতে কোন পথে এগিয়ে যাবো তা নিশ্চিত করতে "লক্ষ্য নির্বাচন বা Goal Setup" অত্যন্ত জরুরি।
কেননা কি কাজ করব, ভবিষ্যত কি হবে এসব চিন্তা থেকে একসময় দুশ্চিন্তায় রূপ নেয় এবং তা একসময় হতাশার কারণ হয়।
তাই নিজের লক্ষ্যে নিশ্চিত হওয়াটা খুব জরুরি। সেই উপলক্ষ্য কে কেন্দ্রের করে শুরু হয়েছিল "Goal Setup Meeting " টানা তিনদিন ধরে চলা এই সেশনে অনেক কিছু জানতে পেরেছি। এরপরেই শুরু হবে "Skill Test". নিজেকে যাচাই করার, নিজের আরেকটু অভিজ্ঞ করতে এবং নিজের স্কিল সম্পর্কে অবগত করার জন্যই মূলত এই আয়োজন।
আলহামদুলিল্লাহ যতটুকু জানতে ও শিখতে পেরেছি এগিয়ে যেতে হবে সেটুকু ধরেই। এজন্য সকলের কাছেই দোয়া প্রার্থী। জীবনে এই যাত্রায় সফল হওয়ার গ্গল্প লিখতে চাই....

Hello everyone 😇😇Here's some of my work 🥰1.logo2.YouTube thumbnail 3. Use of elements to make a design Still I'm learnin...
01/01/2023

Hello everyone 😇😇
Here's some of my work 🥰
1.logo
2.YouTube thumbnail
3. Use of elements to make a design
Still I'm learning, try to doing my best 🖤

Content writingContent writing is writing of 200-300 words or more based on a specific topic for an online or offline au...
29/12/2022

Content writing
Content writing is writing of 200-300 words or more based on a specific topic for an online or offline audience.

Content writing can take many forms. For example:
> Website writing
> Product reviews
> Product description
> Research writing
> Academic writing
> E-book writing
> CV writing
>SEO Content Writing
> Affiliate content writting etc

Benefits of content writing:
>Content writing is another name for possibility in today's age. Many people are unemployed at home after studying. Then by making ourselves more qualified, if we join the work of content writing at home, on the one hand, as we can be prosperous, on the other hand, unemployment will also be reduced.

>Also those who have writing skills. Those who are fluent in Bengali and English can easily establish themselves as content writers.

> To do content writing you need to acquire a lot of knowledge and study. It is never possible to inform others without knowing the reason. In this case, you can increase your knowledge and learn about new things.

There are many of us who love to write. If we turn that choice or hobby into a profession. Then we can be self-reliant by utilizing our free time sitting at home.
And for girls, it can be a great possibility to handle everything at home and earn income through content writing.

Umme Fatema Tuz Zohra

কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিষয়বস্তুর উপর ভিত্তি করে ২০০-৩০০ বা ততোধিক শব্দের লেখনী যা কি...
29/12/2022

কন্টেন্ট রাইটিং
কন্টেন্ট রাইটিং হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিষয়বস্তুর উপর ভিত্তি করে ২০০-৩০০ বা ততোধিক শব্দের লেখনী যা কিনা অনলাইন বা অফলাইন পাঠকপাঠিকার উদ্দেশ্যে লেখা হয়।

কন্টেন্ট রাইটিং বিভিন্নধরনের হতে পারে। যেমনঃ
>ওয়েবসাইট রাইটিং
>পণ্যের রিভিউ
>পণ্যের বর্ননা
>গবেষণার লেখা
>একাডেমিক রাইটিং
>ই-বুক রাইটিং
>সিভি রাইটিং
>এসইও কন্টেন্ট রাইটিং
>অ্যাফিলিয়েট কন্টেন্ট রাইটিং ইত্যাদি

কন্টেন্ট রাইটিং এর সুবিধাঃ
>কন্টেন্ট রাইটিং এখনকার যুগে সম্ভবনার আরেক নাম। লেখাপড়া করে অনেকেই ঘরে বেকার বসে থাকি। তখন নিজেকে আরো যোগ্য করে যদি আমরা ঘরে বসেই কন্টেন্ট রাইটিং এর কাজে যুক্ত হই একদিক থেকে যেমন নিজে সচ্ছল হতে পারব অন্য দিকে বেকারত্বও কমবে।

>এছাড়াও যাদের লেখার দক্ষতা আছে। যারা বাংলা ও ইংরেজিতে পারদর্শী তারা সহজেই কনটেন্ট রাইটার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন।

> কনটেন্ট রাইটিং করতে হলে আপনাকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে এবং পড়াশোনা করতে হবে। কারণ না জেনে অন্যকে জানানো কখনই সম্ভব নয়। এই ক্ষেত্রে, আপনি আপনার জ্ঞান বৃদ্ধি এবং নতুন জিনিস সম্পর্কে জানতে পারেন.

আমরা অনেকেই আছি যারা লিখালেখি করতে পছন্দ করি। সেই পছন্দ বা শখ কে যদি আমরা পেশা হিসেবে পরিণত করি। তাহলে ঘরে বসেই অবসর সময়কে কাজে লাগিয়ে আমরা স্বাবলম্বী হতে পারি।
আর মেয়েদের জন্য এটি হতে পারে অপার সম্ভাবনা ঘর সংসার সবকিছু সামলিয়ে কাজ করে ইনকাম করতে পারি কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে।

বাসের মধ্যে আমার পাশের সিটে একজন লুঙ্গি পরা লোক এসে বসলেন (লুঙ্গি নিয়ে আমার কোন সমস্যা নেই,আমি শুধু উনার বর্ণনা দিতে গিয়...
27/12/2022

বাসের মধ্যে আমার পাশের সিটে একজন লুঙ্গি পরা লোক এসে বসলেন (লুঙ্গি নিয়ে আমার কোন সমস্যা নেই,আমি শুধু উনার বর্ণনা দিতে গিয়ে এভাবে লিখলাম)

দেখেই কেমন যেনো লাগতেছিলো, কারন উনার গা থেকে তীব্র একটা ঘামের গন্ধ আসছিলো।আমার জায়গায় আপনি থাকলেও কিছুটা অস্বস্তি লাগতো।কেমন যেনো দেখতে অপরিষ্কার, আর ঘামে ভিজে চুপচুপা আলাভোলা কিছিমের মানুষ উনি।

আমার মাথায় বারবার কাজ করছিলো যে, প্যান্ট শার্ট পরা ভদ্রলোকেরাই বাসে উঠলে মেয়েদের গুতা মারে উনি না জানি কি করে। আলাভোলা বলার কারন বাসে যে কোন মুরুব্বি ঢকের মানুষ উঠে উনার পাশ কাটিয়ে গেলেই উনি তাকে সালাম দিচ্ছিলেন। এই বৈশিষ্ট্যটা অবশ্য আমার জড়তাটা অনেকাংশেই কমিয়ে দিচ্ছিলো❤

প্রথমে ভেবেছিলাম উনি হয়তো চিনেই সালাম দিচ্ছেন কিন্তু পরে বুঝলাম উনি না চিনে এমনিতেই দিচ্ছেন!
আমি খুবই অবাক দৃষ্টি নিয়ে উনার কান্ড কারখানা দেখছিলাম, হঠাৎই খেয়াল করলাম উনি আমার সাথে যথেষ্ট গ্যাপ দিয়েই বসে আছেন আর আমার গায়ের সাথে যেন তার হাতও না লাগে সেজন্য অনেকটাই কাঁচুমাচু হয়ে আছেন। এইবার আমার মায়া হলো..

আমিঃ আঙ্কেল আপনিতো পড়ে যাচ্ছেন,এদিকে চেপে বসেন।

- না মা, আমি এভাবেই বসি,তার কথা যথেষ্ট শুদ্ধ এবং মার্জিত।

- আজকাল অনেকেই এমনভাবে বসে,দেখা যায় কনুই মারতে মারতে বাসের জানালা দিয়ে ফেলে দেয়ার অবস্থা

- কি দরকার এসবের,এগুলি ভুল জীবন কিছুইনা। ২ দিনের আমরাও মেয়ে আছে বৌ আছে। আজকে আমি কারোর মেয়ের সাথে কিছু করলে,কেউ না কেউ আমার মেয়ের সাথে ও করবে!

- আপনি খুব ভালো আঙ্কেল, এমন খুব কমই দেখা যায়।

- সেদিন আমার বৌ বলছিলো যে, তাকে নাকি বাসে একজন নিজের সিট ছেড়ে দিয়ে উঠে,তাকে বসতে দিছে। তো আমি তাকে বললাম, আমি মানুষের বৌ মেয়েকে সম্মান করি বলেই তোমাকও কেউ একজন সম্মান করেছে। প্রতিফল আজ না হয় কাল পাওয়াই যায়। ভালোর প্রতিফল ভালো হয়, আর মন্দের সাথে মন্দ।

- আলহামদুলিল্লাহ বলে উঠলাম।

- আমি সবজি বিক্রি করি মা, আমার একটা মেয়ে আছে নাম সালমা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। উনার নেমে যাওয়ার সময় হয়ে এলো।

উনে নেমে যাওয়ার সময় আমিও উনাকে সালাম দিলাম!

উনার মধ্যে স্মার্টনেসের "স" না থাকলেও সভ্যতার "স" ঠিকই আছে। সত্যিকারের স্মার্ট তো উনিই। হেটস অফ আঙ্কেল।

নিজের চিন্তা ভাবনার জন্য মনে মনে প্রচন্ড লজ্জিত ও অনুতপ্ত হলাম।

# আত্ম_উপলব্ধি
©আফরিন সাদাত

নতুন কিছু শেখার এবং জানার আগ্রহটা আমার সবসময়ের। নিজেকে আরেকটু দক্ষ করতেই মূলত এই পথে পারি জমালাম। আলহামদুলিল্লাহ শেখা এব...
11/12/2022

নতুন কিছু শেখার এবং জানার আগ্রহটা আমার সবসময়ের। নিজেকে আরেকটু দক্ষ করতেই মূলত এই পথে পারি জমালাম।
আলহামদুলিল্লাহ শেখা এবং জানার প্রথম ধাপে পা দিলাম। আশা করি সবার সহযোগিতায় এগিয়ে যেতে পারব নিজের লক্ষ্যে।

ধন্যবাদ
Umme Fatema Tuz Zohra

29/11/2022

আজকে বহুল আলোচিত এসএসসির রেসাল্ট প্রকাশিত হয়েছে। সবাইকে রেসাল্ট এর জন্য অনেক শুভকামনা। যারা জিপিএ-৫ পেয়েছে কিংবা যারা পায় নি এবং যারা আশানুরূপ ফলাফল করতে পারেনি সবাইকে।
কারন জীবন কখনো নাম্বার এর উপর ভিত্তি করে থেমে থাকে না বা থাকতে পারে না।

ধন্যবাদ
Umme Fatema Tuz Zohra

অনলাইন ক্যারিয়ার কী?আসুন জেনে নেওয়া যাক, অনলাইন বলতে বুঝি ইন্টারন সংযোগ থাকবে এমন এমন ভার্চুয়াল দুনিয়া এবং সংযোগ দেওয়ার ...
29/11/2022

অনলাইন ক্যারিয়ার কী?
আসুন জেনে নেওয়া যাক,
অনলাইন বলতে বুঝি ইন্টারন সংযোগ থাকবে এমন এমন ভার্চুয়াল দুনিয়া এবং সংযোগ দেওয়ার জন্য অবশ্যই প্রয়োজন হবে মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ এমন কিছুর।
এখন অনলাইন এ ক্যারিয়ার বলতে বোঝায় ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইন ভিত্তিক কোনো প্রতিষ্ঠান, অফিস বা কোনো মানুষের অধীনে নিজের সময় বা একটা নির্ধারিত সময় মত কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করা। আমরা যে কাজুই করি না কেন তাতে সম্পুর্ণ মনোযোগ এবং পরিশ্রম দিয়ে কাজ করি তাহলে সেখানে সাফল্য আসবেই। সেরকম অনলাইনে ক্যারিয়ার গড়তে হলেও আমাদের ঠিক ততটাই পরিশ্রম ও লেগে থাকতে হবে তাহলেই সেখানে ক্যারিয়ার সুনিশ্চিত হবে।
অনলাইন এ কাজ করে ক্যারিয়ার গড়তে হলে অবশ্যই তা নিয়ে পড়াশুনাও করতে হবে। কেননা যে কাজ করব তার সর্বোচ্চ ধারণা থাকলে তবেই কাজটি সহজ হবে এবং যেকোনো সমস্যাও সমাধান করা যাবে। তারসাথে কাজের প্রতি ভালোবাসাও থাকতে হবে তাহলেই কাজে সাফল্য আসবে।

ধন্যবাদ

Freelancing কি?ফ্রিল্যান্সিং কথার মাঝেই আসলে উত্তরটা রয়েছে!  কীভাবে? আসন জেনে নেওয়া যাক। freelancing শব্দে free যার অর্থ...
27/11/2022

Freelancing কি?

ফ্রিল্যান্সিং কথার মাঝেই আসলে উত্তরটা রয়েছে! কীভাবে? আসন জেনে নেওয়া যাক। freelancing শব্দে free যার অর্থ স্বাধীন এবং lanching যার অর্থ শুরু করা। অর্থাৎ স্বাধীনভাবে করা যায় এমন কাজ।

অনলাইন ভিত্তিক প্লাটফর্মে নিজের ইচ্ছানুযায়ী সময়ে করা যায় এমন কাজই হচ্ছে ফ্রিল্যান্সিং। ধরা বাধা কোনো সময় নয় বা কারো অধীনে কাজ না করে নিজের ফ্রি সময় কে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের একমাত্র প্লাটফর্ম "ফ্রিল্যান্সিং বা Freelancing "।

এবার ফ্রিল্যান্সিং শরু করলেই যে আমাদের ইনকাম শুরু হয়ে যাবে তা কিন্তু নয়। যেকোনো কাজে সফল হওয়ার জন্য প্রয়োজন পরিশ্রম, অধ্যাবসায় এবং ধৈর্য্য। ধৈর্য্য ধারণ করে লেগে থাকতে পারলেই আসবে সফলতা। তাই সফল হওয়ার জন্য অবশ্যই পরিশ্রম ও ধৈর্য্য ধারন করে কাজটি করে যেতে হবে।

ধন্যবাদ
Umme Fatema Tuz Zohra

Address

Mirpur, Dhaka
Mirpur
1216

Telephone

+8801629801368

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Fatema Tuz Zohra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Umme Fatema Tuz Zohra:

Share