Justify Media News

Justify Media News Every word about Bangladesh today and in the future. You can also publish information on our page.

Send pictures, videos by email from different parts of Bangladesh, and provide various types of information.

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে " বাল্যবিবাহ নয় চাই শিক্ষার আলো ও নিরাপদ কৈশোর"এই প্রতিপাদ্য সামনে রেখে “ বিতর্ক ও কুইজ প্রতি...
19/09/2025

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে " বাল্যবিবাহ নয় চাই শিক্ষার আলো ও নিরাপদ কৈশোর"এই প্রতিপাদ্য সামনে রেখে “ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ ২০২৫

বুধবার (১৭ তারিখ ) ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের 'চাইল্ড নট ব্রাইড' (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় উপজেলার ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি তাসলিমা সিদ্দিকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ মকবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা , মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা, বিচার মন্ডলী এ এস খোকন মডারেটর ইলিয়াস আলী টেকনিক্যাল অফিসার সিএনবি প্রকল্প, মুভমেন্ট ফর ভার্চুয়ালিটির কোঅর্ডিনেটর মো:মতিয়ার রহমান মুরাদ, আরিফুল ইসলাম সভাপতি উপজেলা ইয়ুথ প্ল্যাটফর্ম ভূরুঙ্গামারী, সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর জেসমিন আক্তার ও ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল হোসেন,
শারমিন আক্তার স্বর্ণা, আয়েশা ইসলাম আনিকা প্রমূখ।

বেলাল হোসেন ও মিলন চন্দ্র বর্মনের পরিচালনায় দিন ব্যাপী বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ ২০২৫ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

এ সময় ভূরুঙ্গামারী উপজেলার দশটি ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা, যুব প্লাটফর্মের সদস্যগণ, অভিভাবক সহ প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বগুড়ার চকসুত্রাপুরে সুইপার কলোনীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার...বিশেষ প্রতিনিধি আলমাস ইসলাম সাগরচকসূত্...
17/09/2025

বগুড়ার চকসুত্রাপুরে সুইপার কলোনীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার...

বিশেষ প্রতিনিধি আলমাস ইসলাম সাগর

চকসূত্রাপুর হরিজন কলোনী বগুড়া জেলা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে ১৬০ বোতল কেরু, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৪টি ওজন মাপার মেশিন ও নগদ ৩০ হাজার টাকাসহ ২ আসামি গ্রেফতার করে।

আসামি ১। শ্রী হরিজন, (৩৫), পিতা- শ্রী বিল্টু হরিজন, ২। শ্রী শান্ত বাসফোর (২৫), পিতা- শ্রী বাদল বাসফোর উভয় সাং- চক সূত্রাপুর হরিজন কলোনি, থানা ও জেলা- বগুড়া'দ্বয়কে গ্রেফতার করা হয়। আসামী'দ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বগুড়ায় বিউটি পার্লার থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ গ্রেফতার, ২ নারী !! বিশেষ প্রতিনিধি : আলমাস ইসলাম সাগরব...
17/09/2025

বগুড়ায় বিউটি পার্লার থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ গ্রেফতার, ২ নারী !!

বিশেষ প্রতিনিধি : আলমাস ইসলাম সাগর

বগুড়ায় বিউটি পার্লারের কাজের অন্তরালে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন দুই নারী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ভাড়াবাসায় তল্লাশি চালিয়ে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস।

সোমবার (১৫ সেপ্টম্বর) সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকার মনসুর রহমানের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরতলীর কৈচড় এলাকা থেকে আরেক সহযোগীকে আবু দারদা ওরফে সজিবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন– আর্জিনা বেগম (৩৫), রিমা খাতুন (২৮) ও আবু দারদা ওরফে সজিব (৩১)।

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস।নিউজ ডেক্স ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে ...
17/09/2025

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস।

নিউজ ডেক্স

ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। তবে বৃষ্টি হলেও বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সূত্রে কাল বেলা

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন রহমতুল বারী।সিরাজগঞ্জ প্রতিনিধি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত বিলাঞ্চল পং...
17/09/2025

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন রহমতুল বারী।

সিরাজগঞ্জ প্রতিনিধি।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত বিলাঞ্চল পংখারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে. এম. রহমতুল বারী ২০২৫ সালের সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।

বিদ্যালয়টি একসময় ছনের ঘরে যাত্রা শুরু করলেও আজ এটি শিক্ষার আলো ছড়ানো এক আধুনিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাস, আইসিটির ব্যবহার, নিয়মিত সমাবেশ, স্কাউটিং, খেলাধুলাসহ নানা কার্যক্রমে শিক্ষার্থীরা নিয়মিত অংশ নিচ্ছে। বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ ও শৃঙ্খলা আজ সারা এলাকার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আর এই পরিবর্তনের পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন প্রধান শিক্ষক কে. এম. রহমতুল বারী।

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, রহমতুল বারী সিরাজগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি এখন বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবেন।

উল্লাপাড়া উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, আমার উপজেলা থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন রহমতুল বারী। যা এই উপজেলার শিক্ষার মানোন্নয়ন এর ধারাকে আরও তুরান্বিত করবে। তিনি আরও বলেন, আজকের এই সম্মাননা কেবল একজন শিক্ষকের ব্যক্তিগত সাফল্য নয়, বরং আমাদের জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য গৌরবের বিষয়। এই শিক্ষকের জন্য সবার কাছে দোয়া চাই।

২০০৩ সালে চৈত্রহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি জীবন শুরু করেন রহমতুল বারী। পরে ২০১৮ সালে পংখারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উল্লাপাড়া উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও পরে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

তিনি গয়হাট্টা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শাহজাদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, সরকারি আকবর আলী কলেজ থেকে স্নাতক এবং টাঙ্গাইল শাহাদত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পারিবারিকভাবেও শিক্ষা পেশার সঙ্গে তার সম্পর্ক রয়েছে—তার বাবা কে. এম. সিরাজুল ইসলামও শিক্ষক ছিলেন এবং সম্প্রতি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন।

অসংখ্য প্রতিকূলতার মাঝেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া পংখারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ জেলার সেরা প্রতিষ্ঠানগুলোর একটি। আর সেই বিদ্যালয় থেকেই উঠে এলেন সিরাজগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক রহমতুল বারী।

এনসিপির সেই নেত্রীকে দলের সব পদ থেকে অব্যাহতিনরসিংদী প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব...
17/09/2025

এনসিপির সেই নেত্রীকে দলের সব পদ থেকে অব্যাহতি
নরসিংদী প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া দলের সংগঠক অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে এবার দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

এতে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। ওই নোটিশ প্রদানের পর আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের আরেকটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তা আমাদের নিকট প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।

এমতাবস্থায়, আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

একই সঙ্গে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাড. আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
এর আগে রোববার অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। নোটিশে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার করা কিছু মন্তব্য আমাদের গোচরে এসেছে এবং সেসব মন্তব্য অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।

এ ব্যাপারে আপনার ব্যাখ্যা এবং কেন আপনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শৃঙ্খলা কমিটির নিকট লিখিতভাবে জমা দিতে বলা হলো।
# # #
মো: খায়রুল ইসলাম
নরসিংদী।

তেরখাদার জোবায়দা বেগম মহিলা টেকনিক্যাল কলেজে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিততেরখাদা সংবাদদাতা:তেরখাদা উপজেলার জোবায়...
17/09/2025

তেরখাদার জোবায়দা বেগম মহিলা টেকনিক্যাল কলেজে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

তেরখাদা সংবাদদাতা:
তেরখাদা উপজেলার জোবায়দা বেগম মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানাকে সংবর্ধনা জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবাগত ছাত্রীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়া একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানাকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেলা সুলতানা নিজেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য দায়িত্ব গ্রহণকারী উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইকবাল হোসেন, সমাজসেবক মোল্যা মো. ইখতিয়ার উদ্দিন এবং কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মুক্তার হোসেন। তার নেতৃত্বে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে নবীন ছাত্রীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

পুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা সাতক্...
17/09/2025

পুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপার

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা

সাতক্ষীরায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় পুলিশ ‍সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হোসেন খানসহ অন্যন্য কর্মকর্তা ও জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু কেউ যদি অপপ্রচার, গুজব বা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ড চালায় কিংবা পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ দমন, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ডাকাতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। সাইবার বুলিং প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশি সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

সাংবাদিকদের নামে মামলা প্রত্যাহার দাবিতে স্মারকলিপি প্রদানহাসানুজ্জামান হাসান,লালমনিরহাট:সড়ক সংস্কারকাজ দখল সংক্রান্ত এক...
17/09/2025

সাংবাদিকদের নামে মামলা প্রত্যাহার দাবিতে স্মারকলিপি প্রদান

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট:

সড়ক সংস্কারকাজ দখল সংক্রান্ত একাধিক সংবাদ প্রকাশ করায় লালমনিরহাটে সাংবাদিক খোরশেদ আলম সাগরসহ অপর সাংবাদিকদের নামে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরাপত্তা দাবিতে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা। এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে পূর্ব ঘোষিত মানববন্ধন একদিনের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা।

গভীর উদ্বেগের কথা উল্লেখ করে

স্মারকলিপিতে বলা হয়, 'সম্প্রতি সুর্নিদিষ্ট অভিযোগ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে একটি চক্র ওই পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের উপর ক্ষুদ্ধ হয়। এরই জেরে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলায় সাংবাদিক সাগরকে আসামী করে হয়রানীর অপচেষ্টা চলছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক বলে আমরা মনে করি।' এছাড়া সম্প্রতি পাটগ্রাম থানার একটি হত্যা মামলায় দৈনিক ইত্তেফাকের পাটগ্রাম প্রতিনিধি আজিজুল হক দুলাল এবং সমকাল পত্রিকার প্রতিনিধি মামুন হোসেন সরকারকে আসামী করা হয়েছে।

স্মারকলিপিতে তিন সাংবাদিক 'সম্পূর্ণ নির্দোষ বলে নির্মোহভাবে প্রমাণিত হবে' উল্লেখ করে আইনগত প্রক্রিয়ায় দ্রুত তাদের মামলা থেকে অব্যহতি প্রদানের দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণ শেষে পুলিশ সুপার আন্তরিকতার সাথে সাংবাদিকদের দাবি দ্রুত সময়ের মধ্যে আইনী প্রক্রিয়ায় সমাধানের আশ্বাস প্রদান করেন।

এদিকে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘোষিত মানববন্ধন স্থগিত করা হয়েছে। আদিতমারী প্রেসক্লাব এ মানবন্ধনের ডাক দিয়েছিল। সেখানে যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা শহরে কর্মরত অনেক গণমাধ্যমকর্মী হাজির হন। তবে এ কর্মসূচি শুরুর প্রাকাল্লে জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ দলটির একটি প্রতিনিধি দল সেখানে গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনে আলোচনার প্রস্তাব দিলে একদিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়।

সাংবাদিকদের মানববন্ধন কর্মসুচির প্রধান সমন্বয়ক আদিতমারী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সুলতান হোসেন বলেন, বিএনপি'র শীর্ষ পর্যয়ের নির্দেশে আসা প্রতিনিধি দল সাংবাদিকদের মামলাসহ চলমান সংকট সমাধানে বৈঠকে বসার আশ্বাস দিলে মানববন্ধন স্থগিত করা হয়েছে।

বিএনপি'র প্রতিনিধি দলের প্রধান একেএম মমিনুল হক বলেন, 'সাংবিদকরা আমাদের প্রতিপক্ষ নয়। তাই আলোচনার মাধ্যমে আমরা অবশ্যই সমস্যার সমাধান করবো।'

সাতক্ষীরা তালার কুমিরা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা মঙ্গলবার বিকাল ৪টায় সাতক্...
17/09/2025

সাতক্ষীরা তালার কুমিরা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা

মঙ্গলবার বিকাল ৪টায় সাতক্ষীরা তালার ৪নং কুমিরা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বিশোষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাসান হাদি, তালা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর হোসেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী, দলুয়া শহীদ জিয়াউর রহমান, ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি মনিরুজ্জামান, জেলা কৃষকদলের আহবায়ক আলি হোসেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশিদুল হক রাজু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, যুবদল নেতা মির্জা আতিয়ার রহমান, সাইদুর রহমান সাইদ, যুবদল নেতা মোস্তফা হোসেন মন্টু, ছাত্রদল নেতা রিজভি আহমেদ, তালা উপজেলার মহিলা দলের নেত্রী মেহেরুনেছা মিলিসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। তবে বিশেষ কারনে কমিটি ঘোষণা ছাড়াই সভার মূলতুবি করা হয়।

বুড়িমারী স্থলবন্দরে বাংলাদেশী দুই টাকার জব্দহাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ডে পরিত...
13/09/2025

বুড়িমারী স্থলবন্দরে বাংলাদেশী দুই টাকার জব্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় বাংলাদেশী দুই টাকার নতুন নোট এ মোট ১ লক্ষ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের নিরাপত্তা প্রহরী খোলা ইয়ার্ডে নতুন টাকার নোট দেখতে পেয়ে বন্দর কর্তৃপক্ষকে অবগত করে। খবর পেয়ে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ বুড়িমারী চেকপোস্ট বিজিবি সদস্যদের সাথে নিয়ে বাংলাদেশী দুই টাকার নতুন নোট যা মোট ১ লক্ষ টাকা জব্দ করে।

নতুন নোটের বিষয়ে কোন একটি চক্র মাদক সেবনের উদ্দেশ্য ব্যাংকের নতুন নোট চোরাচালানের উদ্দেশ্যে বন্দর এ নিয়ে আসে, চেকপোস্ট এ তল্লাশির খবর পেয়ে ২ টাকার নোটগুলো রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, বন্দরের নিরাপত্তা প্রহরী বাংলাদেশী ২ টাকার নতুন নোট পরিত্যক্ত অবস্থায় খোলা ইয়ার্ডে দেখতে পেয়ে বন্দর কর্তৃপক্ষকে তাৎক্ষণিক জানালে বিজিবি, কাস্টমস ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে বাংলাদেশী ২ টাকার নতুন নোট যা মোট ১ লক্ষ টাকা জব্দ করা হয়।

বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম বলেন, পণ্য খালাসবাহী ট্রাকে করে চোরাচালান হতে পারে এমন খবর পেয়ে চেকপোস্ট এ তল্লাশির এক পর্যায়ে বন্দর ইয়ার্ড থেকে খবর আসে পরিত্যক্ত অবস্থায় ১ লক্ষ টাকা নিরাপত্তা প্রহরীরা উদ্ধার করে। পরে বন্দর কর্তৃপক্ষ ও বিজিবি কর্তৃক নতুন দুই টাকার নোটগুলো জব্দ করা হয়। জব্দকৃত টাকা বর্তমানে ৬১- বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটপাড়ায় ক্লাসরুমে ঘুমাচ্ছেন শিক্ষক, যা জানা গেল- ফয়সাল চৌধুরী,  নেত্রকোণা সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এ...
13/09/2025

আটপাড়ায় ক্লাসরুমে ঘুমাচ্ছেন শিক্ষক, যা জানা গেল-

ফয়সাল চৌধুরী, নেত্রকোণা

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়—পরীক্ষার সময় শ্রেণিকক্ষে ঘুমাচ্ছেন এক শিক্ষক। তবে ঘটনাটির পেছনে ভিন্ন বাস্তবতা রয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সঞ্জু দীর্ঘদিন ধরে অসুস্থ। ৭ সেপ্টেম্বর অসুস্থতার কারণে ছুটিতেও ছিলেন তিনি। কিন্তু পরদিন ৮ সেপ্টেম্বর শিক্ষক সংকট দেখা দিলে প্রধান শিক্ষকের নির্দেশে তাকে পরীক্ষার ডিউটিতে পাঠানো হয়।

ডিউটির সময় শারীরিক অবস্থার অবনতি হলে তিনি কিছুক্ষণের জন্য চেয়ারে বসে টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে বিশ্রাম নেন। ঠিক এসময় বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এতে শিক্ষক সঞ্জু এবং বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

এ ব্যাপারে সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সঞ্জু বলেন,

“আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। সেদিনও অসুস্থ ছিলাম। কিন্তু স্কুলে শিক্ষক স্বল্পতার কারণে আমাকে ডিউটিতে যেতে হয়। শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে কিছু সময় মাথা নিচু করে বিশ্রাম নিচ্ছিলাম। সেটিই ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে আমার ব্যক্তিগত সম্মান এবং স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমি শিক্ষকতা পেশাকে শ্রদ্ধা করি, কখনো দায়িত্ব এড়িয়ে যাইনি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার নাসরিন বলেন, “শিক্ষক স্বল্পতার কারণে অসুস্থ সহকারী শিক্ষককে পরীক্ষার ডিউটিতে পাঠাতে হয়েছিল। যে মুহূর্তটি ভিডিও করে ছড়ানো হয়েছে তা কাম্য নয়। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।”

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী ওই শিক্ষককে শোকজ করা হয়েছে এবং তার কাছ থেকে সন্তোষজনক জবাবও পাওয়া গেছে।

-

Address

Mirpur

Website

https://www.youtube.com/@JustifyMediaNews6274

Alerts

Be the first to know and let us send you an email when Justify Media News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Justify Media News:

Share