30/10/2025
🧵কিভাবে কাপড়ের ওজন (GSM) বের করা হয়?
GSM = Grams per Square Meter। বাংলা করে বললে — “প্রতি বর্গ মিটার কাপড়ের ওজন (গ্রামে)”, এটা বলে দেয় কাপড় পাতলা না মোটা, হালকা না ভারি — উদাহরণ: 150 GSM হলে সেটা পাতলা কাপড়, 300 GSM হলে সেটি মোটা কাপড় বুঝায়।
এটা বের করার জন্য কাপড় ল্যাবে বা ফ্যাক্টরিতে GSM Cutter আর GSM Machine (ওজন মেশিন) – এই দুইটা জিনিস একসাথে ব্যবহার করা হয়।
⚙️ ধাপে ধাপে পুরো প্রক্রিয়া:
▪️কাপড় কাটা (GSM Cutter দিয়ে):
• প্রথমে কাপড়ের একটা নির্দিষ্ট অংশ GSM Cutter দিয়ে কাটা হয়।
• এই কাটার দিয়ে সাধারণত 100 cm² (মানে 10cm × 10cm) সাইজের গোল টুকরা কাটা হয়।
• Cutter টা এমনভাবে বানানো, যাতে প্রতিবার একদম একই সাইজের কাপড় কাটা যায় — ফলে মাপ একদম সঠিক হয়।
⸻
▪️কাটা কাপড় GSM Machine এ দেওয়া:
• এখন কাটা কাপড়টা GSM Machine (আসলে এটা খুব সেনসিটিভ ডিজিটাল ওজন মেশিন বা ব্যালান্স) এর উপর রাখা হয়।
• এই মেশিনের সেন্সর খুব সংবেদনশীল, তাই ছোট ছোট ফ্যাব্রিকের টুকরার ওজনও ঠিকভাবে মাপতে পারে (যেমন 0.001 গ্রাম পর্যন্ত)।
⸻
▪️মেশিন থেকে ওজন নেয়া:
• ম্যানুয়াল মেশিনে কাপড় রাখার পর ডিসপ্লেতে তার ওজন গ্রামে (g) দেখায়। যেমন: 3.25 g
এখন এই ওজনকে ১০০ দিয়ে গুণ করতে হয়। যেমন: 3.25 g × 100 = 325 GSM
• আধুনিক GSM মেশিনে (Automatic GSM Tester) ওজন নেওয়ার পর মেশিন নিজে থেকেই GSM Value হিসাব করে স্ক্রিনে দেখায় (সেক্ষেত্রে ১০০ দিয়ে গুণ করার দরকার হয়না)
🧪 সংক্ষেপে প্রক্রিয়াটা এমন:
1️⃣ GSM Cutter দিয়ে নির্দিষ্ট সাইজের কাপড় কাটা হয়
2️⃣ সেই কাপড় GSM Machine (ওজন মেশিন) এ রাখা হয়
3️⃣ মেশিন ওজন নেয়
4️⃣ মেশিন (অটো হলে) সরাসরি GSM দেখায়, না হলে হাতে হিসাব করে বের করা হয়।
©Md. Al-Amin Khan