
10/02/2025
একটা সময় পোশাক শিল্পের কিছুই বুঝতাম না। গার্মেন্টসে কিভাবে পোশাক তৈরি হয়, ফ্যাক্টরির কার্যপ্রণালী কেমন—এসবের বিন্দুমাত্র ধারণা ছিল না।
তখন জানতাম না যে, গার্মেন্টস সাধারণত ২৪ পিস অর্ডার নেয় না। কারণ, প্রথমবারের মতো যখন নিজের ব্র্যান্ডের জন্য ২৪ পিস টি-শার্ট বানাতে চেয়েছিলাম, তখনই বুঝতে পারলাম বাস্তবতা ভিন্ন।
আজ, সময় বদলেছে! আলহামদুলিল্লাহ, এখন বিভিন্ন গার্মেন্টস ও ফ্যাক্টরি থেকে ইনভাইটেশন পাই, তাদের প্রোডাকশন ইউনিট ভিজিট করার জন্য। প্রতিটি ভিজিট থেকে নতুন কিছু শিখছি, নতুন অভিজ্ঞতা অর্জন করছি, যা আমার ব্র্যান্ডকে সামনে এগিয়ে নিতে সাহায্য করছে।
আজ গাজীপুরে অবস্থিত 𝐀𝐭𝐭𝐢𝐫𝐞 𝐆𝐚𝐫𝐝𝐞𝐧 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 (𝐀𝐆𝐋) নামে একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড সোয়েটার ফ্যাক্টরি ভিজিট করি। আধুনিক প্রযুক্তি ও বিশ্বমানের প্রোডাকশন সিস্টেম দেখে মুগ্ধ হয়েছি। আমাদের দেশের গার্মেন্টস সেক্টর যে কতটা উন্নত, তা বাস্তবে দেখলে সত্যিই গর্ব হয়।
আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় সামনের পথচলা আরও দীর্ঘ হোক। দোয়া করবেন, যেন এভাবেই আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে পারি বহুদূর! ❤️