Md. Al Amin Khan

Md. Al Amin Khan One of the top growing men’s wear online shop in BD. 🔗 www.blueidentic.com.bd

🧵কিভাবে কাপড়ের ওজন (GSM) বের করা হয়?GSM = Grams per Square Meter। বাংলা করে বললে — “প্রতি বর্গ মিটার কাপড়ের ওজন (গ্রামে)...
30/10/2025

🧵কিভাবে কাপড়ের ওজন (GSM) বের করা হয়?

GSM = Grams per Square Meter। বাংলা করে বললে — “প্রতি বর্গ মিটার কাপড়ের ওজন (গ্রামে)”, এটা বলে দেয় কাপড় পাতলা না মোটা, হালকা না ভারি — উদাহরণ: 150 GSM হলে সেটা পাতলা কাপড়, 300 GSM হলে সেটি মোটা কাপড় বুঝায়।

এটা বের করার জন্য কাপড় ল্যাবে বা ফ্যাক্টরিতে GSM Cutter আর GSM Machine (ওজন মেশিন) – এই দুইটা জিনিস একসাথে ব্যবহার করা হয়।

⚙️ ধাপে ধাপে পুরো প্রক্রিয়া:

▪️কাপড় কাটা (GSM Cutter দিয়ে):
• প্রথমে কাপড়ের একটা নির্দিষ্ট অংশ GSM Cutter দিয়ে কাটা হয়।
• এই কাটার দিয়ে সাধারণত 100 cm² (মানে 10cm × 10cm) সাইজের গোল টুকরা কাটা হয়।
• Cutter টা এমনভাবে বানানো, যাতে প্রতিবার একদম একই সাইজের কাপড় কাটা যায় — ফলে মাপ একদম সঠিক হয়।



▪️কাটা কাপড় GSM Machine এ দেওয়া:
• এখন কাটা কাপড়টা GSM Machine (আসলে এটা খুব সেনসিটিভ ডিজিটাল ওজন মেশিন বা ব্যালান্স) এর উপর রাখা হয়।
• এই মেশিনের সেন্সর খুব সংবেদনশীল, তাই ছোট ছোট ফ্যাব্রিকের টুকরার ওজনও ঠিকভাবে মাপতে পারে (যেমন 0.001 গ্রাম পর্যন্ত)।



▪️মেশিন থেকে ওজন নেয়া:
• ম্যানুয়াল মেশিনে কাপড় রাখার পর ডিসপ্লেতে তার ওজন গ্রামে (g) দেখায়। যেমন: 3.25 g
এখন এই ওজনকে ১০০ দিয়ে গুণ করতে হয়। যেমন: 3.25 g × 100 = 325 GSM

• আধুনিক GSM মেশিনে (Automatic GSM Tester) ওজন নেওয়ার পর মেশিন নিজে থেকেই GSM Value হিসাব করে স্ক্রিনে দেখায় (সেক্ষেত্রে ১০০ দিয়ে গুণ করার দরকার হয়না)

🧪 সংক্ষেপে প্রক্রিয়াটা এমন:

1️⃣ GSM Cutter দিয়ে নির্দিষ্ট সাইজের কাপড় কাটা হয়
2️⃣ সেই কাপড় GSM Machine (ওজন মেশিন) এ রাখা হয়
3️⃣ মেশিন ওজন নেয়
4️⃣ মেশিন (অটো হলে) সরাসরি GSM দেখায়, না হলে হাতে হিসাব করে বের করা হয়।

©Md. Al-Amin Khan

Address

52/1/A, Shah Ali Bagh (Near To IFIC Bank Dhan Kheter Mor Branch), Mirpur-1, Dhaka
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Md. Al Amin Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Al Amin Khan:

Share