সালাফিয়্যাহ - Salafiyyah

সালাফিয়্যাহ - Salafiyyah সালাফি আকিদা এবং মানহাজ শেখা, বুঝা এবং সেই অনুযায়ী জীবন গড়ার চেষ্টায় আছি সর্বদিক থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চাই। আল্লাহ যেন সাহায্য করেন। আমীন।

19/10/2023

জাজিরাতুল আরবের জ্বিনেরাও ইবনে বায রাহিমাহুল্লাহ'কে ভয় পেত.............

14/10/2023

ইহুদী-খ্রিষ্টানদের জন্য বদদু‘আ “কুনুতে নাযেলা”

🎙️শায়খ ড. মুযাফফর বিন মুহসিন (হাফিজাহুল্লাহ)

14/10/2023

মসজিদ আল-আকসা বিজয় হচ্ছেনা কেন? কিভাবে বিজয় আসবে?

🎙️ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক (হাফিজাহুল্লাহ)

14/10/2023

হামাস ও শিয়াদের নিয়ে তথ্য দিলেন।

🎙️শাইখ সাইফুদ্দিন বেল্লাল মাদানী (হাফিজাহুল্লাহ)

(কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেগুলো না জানার কারনে অধিকাংশ বাঙালি যুবক ইরান তথা শিয়াদের ভালোবাসে এবং সৌদিদের বিরোধিতা করে।
অবশ্য এরা বধির। সত্য প্রকাশ পাওয়ার পরও তারা বিরোধিতা করবেই।)

14/10/2023

ফুটপাতের মুহাড্ডিস জাহমি আলি হাসান ওসামা ও
দাজ্জাল খুড়ে বের করা আবু ত্বহা মূ*র্খ ও ইউটিউবের গুহাবাসী গ্রাফিক্স ডিজাইনার খারেজীদের পীরসাপ তামিম আল খারেজি কি এবার অন্যের বউ অটো তালাক দানকারী আব্বাসি সাহেবকেও পেট্রোডলার খোর বলবে???
আর এই খারেজীরা ফিলিস্তিন যাচ্ছে তো???
এদের তো আবার শাসকের অনুমতি লাগেনা!!!!!

#ফিলিস্তিন #সৌদি #মুসলিম #ইসলাম #জিহাদ

11/10/2023

সমাজে কোনো যুবক ছেলে যখন কুফুরি মার্কা, র্শিক মার্কা দাঁড়ি রাখে তখন বলে ছেলে ঠিক আছে! আর যখন লম্বা দাঁড়ি রাখে তখন বলে ছেলেটা ন*ষ্ট হয়ে গেছে........

🎙️ড. মোহাম্মাদ ইমাম হোসাইন (হাফিযাহুল্লাহ্‌)
-(পিএইচডি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)
-(সহকারী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর)

10/10/2023

ফিলিস্তিন নিয়ে আপনার হ্যাশট্যাগ কোনো কাজে আসবে না যদি....!

🎙️মাহমুদ বিন কাসিম (হাফিযাহুল্লাহ)

#ফিলিস্তিন

09/10/2023

মৃত ব্যক্তিকে কেন্দ্র করে সমাজে প্রচলিত কিছু বিদআত (সুন্নাহ্ বিরোধী আমল/কাজ)।

🎙️শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (হাফিজাহুল্লাহ)

28/09/2023

ইনশাআল্লাহ, উপকার পাবেন।

28/09/2023

Prophet Muhammad ﷺ - The greatest man in history.

28/09/2023

তাবলীগ জামাত এবং তাদের চিল্লা বা তিন দিনের জামাতে যাওয়ার ব্যাপারে...........

🎙️তাওসীফ উর রাহমান (হাফিজাহুল্লাহ)

27/09/2023

সালাফিয়্যাত এর মধ্যে যেসব বিষয় সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান রাখতেই হবে।

🎙️ নাজিম এ খান (হাফিজাহুল্লাহ)

27/09/2023

আমি কেন আলী হাসান উসামাকে খারেজী বলেছি?

🎙️আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (হাফেজাহুল্লাহ)

26/09/2023

জাতি গঠনে বা জাতির কল্যাণে আলেমদের অবদান।

🎙️ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)

26/09/2023

অন্তরে বক্রতা না রেখে/নিরপেক্ষ থেকে/হকের তালাশ করে যখন কেউ হাদিস নিয়ে যাচাই-বাছাই করা শুরু করবে তখন সে আহলে হাদিস হবে এটাই সত্য। আলহামদুলিল্লাহ।

26/09/2023

হানাফিরা আহলে হাদিস সম্পর্কে যেসব মিথ্যাচার করে তা কা*ফের-মুশ*রিকরাও করেনা......

🎙️ইমাম হোসাইন (হাফিজাহুল্লাহ)

25/09/2023

তানজিম সাকিব কি ক্ষমা চেয়েছে নাকি ক্ষমা চাওয়ানো হয়েছে?
আয়মান সাদিকরা হি*পো*ক্রে*সি করলে তাদের ধরা হবেনা, কিন্তু তানজিন সাকিবদের ঠিকই ধরা হবে!

Rifat Ratul (copied from)

25/09/2023

নিজেকে মুসলিম পরিচয় না দিয়ে আহলে হাদিস কেনো বলেন?

25/09/2023

Tanzim Hasan Sakib ....তানজিম হাসান সাকিবকে নিয়ে কথা বললেন।

🎙️শায়েখ মুজাফফর বিন মুহসিন (হাফিজাহুল্লাহ)

22/09/2023

দ্বীন/ধর্ম সম্পর্কে সাহাবীদের থেকে বেশি বুঝতে যাবেন না.......!

🎙️শায়েখ ইমাম হোসাইন (হাফিজাহুল্লাহ)

21/09/2023

তথাকথিত নারীবাদ/হলুদ মিডিয়া/শাহাবাগীদের দাঁতভাঙ্গা জবাব।

🎙️ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (হাফিজাহুল্লাহ)

20/09/2023

কেউ যদি মাজারে এক টাকা দান করে তাহলে তাকে জাহান্নাম থেকে কখনো বের করা যাবে না! তাওবা করে এই পথ থেকে ফিরে আসতে হবে।

19/09/2023

বউ বলবে যে তোমার ইনকাম তোমার ভাইকে কেনো দেও?
তো তোমাকে কেনো দিবে?
সে বলবে আমিতো তোমার স্ত্রী!
তো, ওতো ওর ভাই/বোন।

🎙️জামসেদ মজুমদার (হাফিজাহুল্লাহ)

18/09/2023

হাদিস ২০০ বছর পর লিপিবদ্ধ হলে কিভাবে আমরা তা বিশ্বাস করতে পারি?

🎙️মুহাদ্দিস যুবায়ের আলী যাঈ (রহিমাহুল্লাহ)

18/09/2023

আহলে হাদিসদের সংখ্যা দিনদিন কেন বেড়ে চলেছে?

🎙️পাকিস্তানের একজন হানাফি আলেম।

14/09/2023

সালাতে ইমামের পিছনে সুরাহ ফাতিহা পড়ার ব্যাপারে আরিফ বিন হাবিব কুরআনের আয়াতের অপব্যাখ্যা এবং দুর্বল হাদিস পেশ করেছেন........

সূরা আরাফের ২০৪ নাম্বার আয়াতের অপব্যাখ্যার
জবাব দিচ্ছেন যুক্তি ও দলিল দিয়ে।
🎙️ব্রাদার রাহুল হোসেন

14/09/2023

জনৈক আলেম বলেছে হাদিস মানা হারাম!
হাদিস মানলে নাকি নবীকে অপমান করা হয় (নাউজুবিল্লাহ)!
আসলেই কি তাই? চলুন দেখি সত্যটা কী........

🎙️ ব্রাদার রাহুল হুসাইন–রুহুল আমিন

11/09/2023

❝আমাদের দ্বীন আবেগের উপর নির্ভর করে না এবং ইচ্ছার উপর নির্ভর করে না এবং অমুক–তমুক মতের উপরও নির্ভর করে না।
আমাদের দ্বীন নির্ভর করে হলোঃ আল্লাহ বলেছেন, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন... এবং আমরা বলি, ‘আমরা শুনি এবং মান্য করি’।❞

🎙️ফাদ্বীলাতুশ শাইখ সুলাইমান বিন সলিমুল্লাহ্ আর রুহাইলী হাফিয্বাহুল্লাহ...
[ মসজিদে নববীর নিয়মিত মুদাররিস , ইসলামের প্রথম মসজিদঃ মসজিদে কূবার ইমাম ও খত্বীব এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ]

02/09/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কু*লাঙ্গার শিক্ষকের হিজাব বিরোধী কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে..........

29/08/2023

কুরআন মাজীদ যদি কোন কারণে নষ্ট হয়ে যায় তাহলে কি করণীয়?

🎙️ শাইখ মতিউর রহমান মাদানী (হাফিজাহুল্লাহ)

28/08/2023

আদনান গোষ্ঠীর ফাদ়ীলাতুল গুহাবাসী আবু ত্বহা আদনান হাদাহুল্লাহু মান দ়াল্লা এর নতুন ফেতনা - -
"হু লিমান হামিদা" আবার কি জিনিস???!!!

সঠিক শিক্ষা লাভ না করে স্টেইজে উঠে গেলে যা হয় আর কী!!!
ইমরান নাযিরের নূরানী মুরীদ; দর্শন ও জিওপলিটিক্স শেষ করে এবার এসেছে আরাবি শিখাতে -
হু লিমান আবার কি!!!?

প্রশ্নের জবাবে..........
🎙️শায়খ মতিউর রহমান মাদানী (হাফিজাহুল্লাহ)

28/08/2023

যখন গান-বাজনা বেড়ে যাবে তখন আল্লাহর হুকুমে পৃথিবীতে ভূকম্পন হবে.........

27/08/2023

শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (হাফিজাহুল্লাহ) সম্পর্কে তারই সুযোগ্য ছাত্র আবদুল্লাহ রাসেল ভাইয়ের অগ্নিঝরা বক্তব্য......

26/08/2023

গ্রন্থঃ সহীহ মুসলিম (হাঃ একাডেমী)
অধ্যায়ঃ ১২। জানাযাহ সম্পর্কিত (كتاب الجنائز)
হাদিস নম্বরঃ ২১৩৩

কবর সমান করার নির্দেশ প্রসঙ্গে.......

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বকর ইবনু আবূ শায়বাহ ও যুহারর ইবনু হারব (রহঃ) ...... আবূল হাইয়্যাজ আল আসাদী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ’আলী (রাযিঃ) বলেন, আমি কি তোমাকে এমনভাবে পাঠাব না, যে কাজে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? তা হচ্ছে কোন (জীবের) প্রতিকৃতি বা ছবি দেখলে তা চূর্ণ-বিচূর্ণ করে দিবে এবং কোন উঁচু কবর দেখলে তা ভেঙ্গে দিবে। (ইসলামী ফাউন্ডেশন ২১১২, ইসলামীক সেন্টার ২১১৫)

باب الأَمْرِ بِتَسْوِيَةِ الْقَبْرِ ‏‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي، الْهَيَّاجِ الأَسَدِيِّ قَالَ قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَلاَّ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ تَدَعَ تِمْثَالاً إِلاَّ طَمَسْتَهُ وَلاَ قَبْرًا مُشْرِفًا إِلاَّ سَوَّيْتَهُ

গ্রন্থঃ সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
অধ্যায়ঃ ১৫/ জানাযা (كتاب الجنائز)
হাদিস নম্বরঃ ৩২১৮ (সহিহ)

কবর সমতল করা...........

আবু হাইয়ায আল-আসাদী (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আলী (রাঃ) আমাকে পাঠালেন এবং বললেন, আমি কি তোমাকে এমন কাজে প্রেরণ করবো যে কাজে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন? তা হলোঃ আমি যেন কোনো উঁচু কবর দেখলে তা সমতল করা ব্যতীত এবং কোনো মূর্তি দেখলে চূর্ণ-বিচূর্ণ না করে নিভৃত না হই।[1]

بَابٌ فِي تَسْوِيَةِ الْقَبْرِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي هَيَّاجٍ الْأَسَدِيِّ، قَالَ: بَعَثَنِي عَلِيٌّ، قَالَ لِي: أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنْ لَا أَدَعَ قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتُهُ، وَلَا تِمْثَالًا إِلَّا طَمَسْتُهُ صحيح [1].

গ্রন্থঃ রিয়াযুস স্বা-লিহীন
অধ্যায়ঃ ১৭/ নিষিদ্ধ বিষয়াবলী (كتاب الأمور المنهي عنها)
হাদিস নম্বরঃ ১৬৯৬ (সহিহ)

পাথর, দেওয়াল, ছাদ, মুদ্রা ইত্যাদিতে প্রাণীর মূর্তি খোদাই করা হারাম। অনুরূপভাবে দেওয়াল, ছাদ, বিছানা, বালিশ, পর্দা, পাগড়ী, কাপড় ইত্যাদিতে প্রাণীর চিত্র অঙ্কন করা হারাম এবং মূর্তি ছবি নষ্ট করার..........

আবুল হাইয়াজ হাইয়ান ইবনে হুসাইন হতে বর্ণিত, তিনি বলেন, একদা আলী ইবনে আবী তালেব রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, ‘তোমাকে সে কাজের জন্য পাঠাব না কি, যে কাজের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? [তা হচ্ছে এই যে,] কোন [প্রাণীর] ছবি বা মূর্তি দেখলেই তা নিশ্চিহ্ন করে দেবে এবং কোন উঁচু কবর দেখলে তা সমান করে দেবে।’ (মুসলিম) [1]

بَابُ تَحْرِيْمِ تَصْوِيْرِ الْحَيَوَانِ فِيْ بِسَاطٍ أَوْحَجَرٍ أَوْ ثَوْبٍ أَوْ دِرْهَمٍ أَوْ مُخَدَّةٍ أَوْ دِيْنَارٍ أَوْ وِسَادَةٍ وَغَيْرِ ذٰلِكَ وَتَحْرِيْمِ اِتِّخَاذِ الصُّوْرَةِ فِيْ حَائِطٍ وَسَقْفٍ وَسِتْرٍ وَعِمَامَةٍ وَثَوْبٍ وَنَحْوِهَا وَالْأَمْرُ بِإِتْلَافِ الصُّوَرِ وَعَنْ أبي الهَيَّاجِ حَيَّانَ بِن حُصَيْنٍ، قَالَ: قَالَ لِيْ عَليُّ بنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عنه: أَلاَ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُول اللهِ صلى الله عليه وسلم ؟ أَنْ لاَ تَدَعَ صُورَةً إِلاَّ طَمَسْتَهَا، وَلاَ قَبْراً مُشْرَفاً إِلاَّ سَوَّيْتَهُ. رواه مسلم

[1] মুসলিম ৯৬৯, তিরমিযী ১০৪৯, নাসায়ী ২০৩১, আবূ দাউদ ৩১১৮, আহমাদ ৬৮৫, ৭৪৩, ৮৯১, ১০৬৭, ১১৭৪, ১১৭৯, ১২৪৩, ১২৮৬

25/08/2023

কেউ যদি ভোট কারচুপি করে অথবা অন্য কোন অবৈধ পন্থা গ্রহণের মাধ্যমে সরকার গঠন করে অথবা শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে সেক্ষেত্রে ইসলামী শরিয়া অনুযায়ী জনগণের কী করনীয়?

🎙️ শাইখ সুলাইমান আর রুহাইলি (হাফিজাহুল্লাহ)

24/08/2023

মুকাল্লিদদের জবাবে....
🎙️আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ

22/07/2023

সৌদি আরব, সৌদি আরবের শাসক ও মক্কা মদিনা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা।
🎙ড. ইমাম হোসাইন
#সৌদি #মক্কা #মদিনা #ইসলাম #ঈমান #তাওহীদ #আকিদা #শির্ক #বিদআত #মানহাজ #সুন্নাহ

18/07/2023

ধর্ম ব্যবসায় যাদের ধ্বস নেমেছে তারাই সালাফিদের প্রতি বিদ্বেষ পোষণ করে ||

🎙মুফতি ইমাম হোসাইন হাফিযাহুল্লাহ্‌

পিএইচডি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
সহকারী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর
খতিব, নদ্দা সরকারবাড়ী মসজিদ ও উত্তরা বায়তুন নূর জামে মসজিদ......

08/10/2022

আমার সবটুকু বিশ্বাস
যে দিয়েছে ভেঙ্গে
তাকে কৃতজ্ঞতা জানাই
সে দিয়েছে আমার
অন্ধ চোখে আলো
যার বিশালতার মাঝে
আমি একটুকু পাই নি ঠাঁই
তাকে কৃতজ্ঞতা জানাই
সে যে দিয়েছে আমায়
মহাশূন্যে আশ্রয়
আমার সব অপূর্ণতাই যেন হয়
আমার শূন্য পথের প্রতি
শ্রেয়তম আশীর্বাদ

যখন স্বর্গদ্বারে একা
দাঁড়াবো তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে, অনুতপ্ত
জানি, তখনও সে আমার
হবে না তবুও
এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত

আজ কোনো অনুভূতির
গভীরে যেতে চাই না আর কখনো
যেখানে
নিঃশব্দ কান্নায় স্বরচিত হয়
একান্ত শোক।
যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি
নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর, আর
যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয়
নির্ভুল সুরের জন্ম
তাকে আমার কাব্যে মেশাই
যেন হয় এক বিশুদ্ধ গান
আমার এই গানই আজ উৎসর্গ হোক
তার প্রতি আমার তীব্র ঘৃণা

তবু স্বর্গদ্বারে একা
থাকব তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত
জানি তখনও কিছুই আমার
হবে না তবুও
এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিপূর্ণ........

21/05/2022

আমি কোথায় যেন দূরে - থাকি পাশে বসে, সঙ্গী হয়ে নয় কবু শুধু সঙ্গ হয়ে!

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when সালাফিয়্যাহ - Salafiyyah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creators in Mirpur

Show All