Taif & Tashfeen's Vlog

Taif & Tashfeen's Vlog Life is beautiful

03/08/2025

আমার মত কে কে এখন অপু বিশ্বাস এর পোস্ট এর অপেক্ষায় আছেন???🤣🤣

দুপুরে ঘুমিয়ে রাতে ঘুম না আসা it's normal but দুপুরে না ঘুমিয়েও রাতে ঘুম না আসা uff  International পেঁচা এই যেমন ধরেন ...
01/08/2025

দুপুরে ঘুমিয়ে রাতে ঘুম না আসা it's normal
but দুপুরে না ঘুমিয়েও রাতে ঘুম না আসা uff International পেঁচা এই যেমন ধরেন আমি 🤣

আজকে স্কুল ছুটি 💞
01/08/2025

আজকে স্কুল ছুটি
💞

21/07/2025

Pray For Milestone 💔
Life is so unpredictable 💔

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা না করলে বয়স ত্রিশের পর এক হাতে সার্টিফিকেট অন্য হাতে প্রেসক্রিপশন থাকে!     ゚viralシfypシ゚viral...
20/07/2025

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা না করলে বয়স ত্রিশের পর এক হাতে সার্টিফিকেট অন্য হাতে প্রেসক্রিপশন থাকে!
゚viralシfypシ゚viralシalシ

মানুষের চোখে পৃথিবীতে সবচেয়ে ভালো প্রাণী হচ্ছে গাধা। তাকে পোষ মানানো সহজ, তাকে  দিয়ে নিজের বোঝা টানানো সহজ। গাধা প্রশ্ন ...
20/07/2025

মানুষের চোখে পৃথিবীতে সবচেয়ে ভালো প্রাণী হচ্ছে গাধা। তাকে পোষ মানানো সহজ, তাকে দিয়ে নিজের বোঝা টানানো সহজ। গাধা প্রশ্ন করতে জানেনা, ক্যালকুলেট করতে জানেনা। গাধা কখনো, কোনো পয়েন্টে গিয়ে ভাবেনা "আমি কেন দিনের পর দিন অন্যের বোঝা টেনে যাচ্ছি।"
গাধা একসময় ক্লান্ত হয়ে যায়। সেদিন সে ইনিয়েবিনিয়ে বোঝানোর চেষ্টা করে তাকে দিয়ে আর সম্ভব হচ্ছেনা। তখন মানুষ সেই গাধাকে ডিসকার্ড করে অন্য গাধা খুঁজে নেয়৷ কারণ, গাধার মুখে প্রশ্ন বেমানান। যুক্তি অকাম্য। যেই মুহূর্তে গাধা বুঝতে পারে All along, he has been only support, গাধার নিজেকে দেয়ার জন্য কিছুই অবশিষ্ট থাকেনা।

কবরের পাশে বসে থাকা মেয়েটি আর কেউ নয়- সে আমার একমাত্র বোন, খাদিজা আক্তার (হুমায়রা)।গত ৪ জুলাই আমার বোনের স্বামী এক সড়ক দ...
19/07/2025

কবরের পাশে বসে থাকা মেয়েটি আর কেউ নয়- সে আমার একমাত্র বোন, খাদিজা আক্তার (হুমায়রা)।

গত ৪ জুলাই আমার বোনের স্বামী এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তিনি জামায়াতে ইসলামীর একটি থানার সেক্রেটারি ছিলেন। দুর্ঘটনার দিন তিনি নিজের থানার এক রুকন ভাইকে রক্ষা করতে গিয়ে নিজেই প্রাণ হারান।

আমার বোন তার এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না। স্বামীর মৃত্যুসংবাদ শুনে সে আট ঘণ্টার বেশি সময় অচেতন ছিল। দাফনের পরদিন সন্ধ্যায় কাউকে না জানিয়ে, গোপনে কবরে চলে যায়। স্বামীর কবরের সমস্ত মাটি সরিয়ে, মৃতদেহ উঠিয়ে বুকে জড়িয়ে ধরে সে কান্নাকাটি করতে করতে ভেঙে পড়ে। এলাকাবাসী কান্নার আওয়াজ শুনে দৌড়ে গিয়ে এই হৃদয়বিদারক দৃশ্য দেখতে পান। আমরা খবর পেয়ে গিয়ে বোনকে জোর পূর্বক নিয়ে আসি, আবার ইমামকে ডেকে এনে দাফনের ব্যবস্থা করি। এরপর থেকে বোনকে সর্বক্ষণ চোখে চোখে রাখি। প্রতিদিন ফজরের পর তাকে নিয়ে যাই স্বামীর কবর জিয়ারতে, যেখানে সে ইচ্ছেমতো কান্না করে, দোয়া করে।

কিন্তু ওই দিন কবর থেকে ফিরে আসার পর থেকে আজ পর্যন্ত বোন আমাদের সঙ্গে আর একটা কথাও বলেনি।
সে শুধু নামাজ পড়ে সিজদায় দু'হাত তুলে একটি দোয়া করত "হে আল্লাহ, আমি আত্মহত্যা করতে চাই না, কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারছি না। আপনি যদি সত্যিই রহমান হন, আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান।"

আজ ভোর ৫:১৫ সেই সিজদার মধ্যেই আল্লাহ তাঁর দোয়া কবুল করেছেন। আমার বোন চলে গেছেন রবের জিম্মায়।

এই মৃত্যু আমাদের পরিবারের জন্য এক অপূরণীয় শোক, অসহনীয় শূন্যতা। আমার বোন একজন আদর্শ স্ত্রী ছিলেন।
স্বামী বাসায় না ফিরা পর্যন্ত কখনো একগ্রাস খাবার মুখে তোলেনি। স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করত না।
কোনো পুরুষের সঙ্গে দেখা বা কথাও বলত না।
আজ রাত ১১:৩০টায় বোনের জানাজা ও দাফন সম্পন্ন করব, ঢাকার সমাবেশ শেষে আমি নিজে উপস্থিত থাকব ইনশাআল্লাহ।

আমার প্রিয় বোনের জন্য সবাই দোয়া করবেন।

বিঃদ্রঃ তার হৃদয়াবেগ ব্যাথা,আর পরপারে পাড়ি জমানো তো এই বুঝায়..
যে স্বামী নামক মানুষটা তার কাছে কি ছিলো।
নিঃসন্দেহে স্বামীও স্ত্রীর সন্তোষভাজ সার্টিফিকেট অর্জন করেছেন।

আল্লাহ দুজনকে সেই সু-সজ্য জান্নাতে মিলিত করুন।
আমিন🥀 ©

゚viralシfypシ゚viralシalシ

19/07/2025

আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে কত কি
সমালোচনা হয় তাহলে হয়তো আপনি অনেকের সাথেই হাসিমুখে কথা বলা বন্ধ করে দিতেন
゚viralシfypシ゚viralシalシ

19/07/2025

আমার ওয়াই-ফাই আছে, আমার ১ জিবি এমবি লাগবো না..কোনো ভাবে কি আমারে এমবির টাকা টা দেয়া যায় না🙂

Miss you re 😭💔        #মানিকগঞ্জ
19/07/2025

Miss you re 😭💔
#মানিকগঞ্জ

09/06/2025

রাসূলুল্লাহ (সা.) বলেন:

"إذا رأى أحدكم من أخيه ما يعجبه، فليدع له بالبركة"
“তোমাদের কেউ যদি তার ভাইয়ের কোনো কিছু দেখে যা তাকে ভালো লাগে, তাহলে সে যেন তার জন্য বরকতের দোয়া করে।”
— মুয়াত্তা মালিক, হাদিস: ১৮১১

অর্থাৎ: "বারাকাল্লাহু ফিক" বা "আল্লাহ তোমাকে বরকত দান করুন" বলা উচিত, যাতে বদনজর না লাগে।

রাসূলুল্লাহ (সা.) আরও বলেন:

"لو كان شيء سابق القدر لسبقته العين"
“যদি কদরের আগে কোনো কিছু ঘটতে পারতো, তবে বদনজরই কদরের আগে ঘটত।”
— সহিহ মুসলিম: ২১৮৮

Address

Mirpur

Telephone

+8801710395634

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taif & Tashfeen's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category