19/05/2025
এখন যারা ক্লাস ১ থেকে ক্লাস ১০ এ পড়ে, বাংলাদেশের নর্মাল স্কুল থেকে স্বনামধন্য স্কুলগুলো পর্যন্ত, তাদের সামনে একটা ভয়াবহ ভবিষ্যত অপেক্ষা করছে। এবং এর মূলে আছে extreme permissive parenting, বা indulgent parenting.
আমাদের এই জেনারেশনের একটা বিশাল অংশ অসম্ভব স্ট্রিক্ট প্যারেন্টিংএর মধ্যে দিয়ে বড় হয়েছে। অর্থাৎ, boomers parenting এর মূলমন্ত্র ছিলো, “আমার ছেলে/মেয়ের নামে কেন বাইরের কেউ কম্পলেইন করবে? আজকে আমি আমার ছেলে/মেয়ে কে মেরেই ফেলবো।"
এটার সদব্যবহার করেছে বাইরের কিছু বাজে মানুষ। নিজের দোষ/নিজের বাচ্চার দোষ ঢাকতে গিয়ে আরেকজনের বাচ্চার নামে কম্পলেইন করেছে। ফলে বাবা মা বাসায় গিয়ে বিনা বিচারে নিজের বাচ্চাকে মেরেছে, ধমকেছে। Not fair. Absolutely not fair.
Boomer parenting এর দিন শেষ। এরাই এখন দাদা দাদী নানা নানী হয়ে নাতির জন্য জান দিয়ে দেয়। নিজের ছেলেকে/মেয়েকে আটকায়, যাতে বাচ্চাকে না বকা দেয়া হয়। Talk about the irony.
কিন্তু মাঝখানের একটা জেনারেশন ট্রমাটাইজড হয়ে গিয়েছে। এবং as parents, তারা ঠিক করে ফেলেছে, "আমরা আমাদের বাচ্চাদের কিছুই বলবো না। না, না, না!"
এটা বাচ্চাকে বিনা বিচারে, বিনা কারনে মার দেয়ার মতই ভয়ংকর একটা ব্যাপার।
Children don’t know anything from birth.
Children test their limits.
Parents need to determine the boundary.
এক বছরের বাচ্চাকে কোলে নিলেন, সে আপনাকে একটা থাপ্পর লাগিয়ে দিলো। "It’s so cute" বলে আপনি মাটিতে হাসতে হাসতে পড়ে গেলেন। বাচ্চা দেখলো আপনি মজা পাচ্ছেন। সে আরো করলো। এই বাচ্চাকে বুঝিয়ে লাভ নেই। বাচ্চা তো... কি বুঝবে?
একই কাজ আপনার ৮ বছরের বাচ্চাকে আপনি করতে দিবেন? একটা সময়ে তো তাকে বোঝাতে হবে কোনটা ঠিক না, কোনটা খারাপ কাজ, কোনটা socially acceptable কাজ।
৮-৯ বছরের ক্লাস ২ এ পড়া আপনার বাচ্চা যদি না বুঝে যে জোর করে আরেকজনের টিফিন খেয়ে ফেলা অন্যায়, কাউকে কারন ছাড়া মারা অন্যায়, কারো পেন্সিল বক্স থেকে না বলে পেন্সিল নিয়ে যাওয়া অন্যায়, ব্যার্থতাটা বাবা মায়ের। তারা লিমিট বোঝাতে পারে নি। এই বয়সের বাচ্চাদের মোটামুটি বোঝা উচিত তারা কোনটা করতে পারবে, কোনটা অপরাধের মধ্যে পড়ে।
তারপরও বুঝলাম, তারা এখনও বাচ্চা। ভুল করবেই। আমরাই তো ভুল করি, বাচ্চারা করবে না? ভুল থেকেই তো শিখবে।
একই অন্যায় - বা ভুল, যেটা বলতে চান - কিছু বাচ্চা প্রতিদিন করে যাচ্ছে। So, what’s the next logical step?
বাবা মা কে ডেকে এনে কম্পলেইন করা, তাই না?
না, এটা করাই যাবে না!
কারন indulgent parents, যারা ঠিক করে ফেলেছে যে বাচ্চাকে তারা কিছুই বলবে না, তখন এসে আপনার উপর চড়াও হবে। কেন কমপ্লেইন করলাম? এত বড় সাহস কেন আমার?
এখন চিন্তা করেন ব্যাপারটা। আপনার বাচ্চা প্রতিদিন স্কুলে মার খেয়ে আসছে, আপনি ৩-৪ মাস অপেক্ষা করলেন, তারপর কমপ্লেইন করলেন।
ফলাফল, এখন এই বাচ্চার বাবা মা আপনার উপর চড়াও হবে।
- আমার বাচ্চা এতকিছু বুঝে না। মাত্র ৯ বছর বয়স ওর, মনে আপনার মত প্যাচ নেই।
- না, আমার বাচ্চা এরকম কিছু করে নি। আমি মা/বাবা, আমি জানি।
- না, আমি কারো কথা বিশ্বাস করি না। আমার বাচ্চা বলেছে করে নি, তো করে নি।
- আপনার বাচ্চা মিথ্যা কথা বলে। আমার বাচ্চা কক্ষনো বলে না।
- টিচার আমার বাচ্চাকে পছন্দ করে না। টিচার বানিয়ে বানিয়ে বলছে।
(Trust me, these are actual quotes)
প্রতি ক্লাসে ২/৩ টা বাচ্চার নামে ৯৫% কম্পলেইন যায়, তারপরও তাদের বাবা মা কোন মতেই বিশ্বাস করবে না। মানুষ কমপ্লেইন করা ছেড়ে দেয়।
বাচ্চারা কি message পাচ্ছে এখানে?
"আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি যা ইচ্ছা তাই করতে পারবো।"
Absolutely no accountability.
Absolutely total independence.
আমাদের আগের জেনারেশন ভুল করেছে। অনেকে ট্রমা নিয়ে, রাগ নিয়ে, অভিমান নিয়ে আমরা বড় হয়েছি। এটা স্বাভাবিক।
কিন্তু এখনকার কিছু parents আরো বড় ভুল করছে। আমরা যারা 90s kid, strict and rigid parenting এর মধ্যে বড় হয়েছি, আমাদের বাচ্চারা এখন Generation Alpha, তারাই ক্লাস ১ থেকে ১০ এ পড়ে। এখন যদি একেবারেই ছেড়ে দেয়া হয়, এর পরিনতি খুব বেশি রকমের খারাপ হবে, যেটার আলামত প্রায় প্রতিদিনই আমরা খবরে দেখছি।
Children test their limits… ছোট বাচ্চা দেখবেন আপনার গালে একটা থাপ্পর দিয়ে আগে আপনার রিয়েকশন দেখবে। আপনি হাসলে সে মজা পেয়ে আরো করবে। করতেই থাকবে।
School going বাচ্চারা দুস্টামি করবে, তারপর আপনার রিয়েকশন দেখবে। আপনি তাকে কিছুই বললেন না, উল্টা কম্পলেইনকারীর, টিচারের উপর ঝাড়লেন, আপনার বাচ্চা লাইসেন্স পেয়ে গেলো। এখন আর তাকে কেউ আটকাতে পারবে না।
বাচ্চাফা ভুল করবেই। ছোট, ছোট ভুল। ভুল ধরিয়ে দেয়া মানেই না যে আপনি খুব খারাপ parent হয়ে যাচ্ছেন। কিন্তু ছোট ভুলগুলোকে এভাবে overlook করে গেলে পরে বড় ভুলগুলো আর সামলাতে পারবেন না।
পরে কেদে কেটে বলতে হবে, "আমার বাচ্চাকে আমি কত আদর করে বড় করলাম, এরকম কেন হলো?"
কারন, আপনি শুধু আদরটাই করেছেন, কিন্তু যে শাসনটা তার দরকার ছিলো, সেটা করতে পারেন নি।
゚viralシfypシ゚viralシalシ