19/06/2022
ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন
আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের টিম সদস্যরা। ট্রলার নিয়ে একদম ভেতরের অঞ্চলে আটকে পরা মানুষ খুঁজে খুঁজে বঞ্চিতদের হাতে পৌঁছে দিয়েছে শুকনো খাবার।
আগামীকাল যথাসাধ্য কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জ কাজ করবে আমাদের টিম ইনশাআল্লাহ। ১হাজার খাবার প্যাকেজ, মোমবাতি, ম্যাচ ও শিশুদের খাবার।
পরশুদিন খাবারের পাশাপাশি থাকবে ওরস্যালাইন এন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ন্যাপকিন ও জরুরি সামগ্রি ইনশাআল্লাহ।
আপনার অনুদানও পাঠাতে পারেন আমাদের তহবিলে
যদি আমাদের আমানতদার মনে করেন তবেই
নিবেদক
মুফতী হাবিবুর রহমান মিছবাহ [কুয়াকাটা]
সমন্বয়ক : ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন