The Daily Glow

The Daily Glow ✨ Everyday isn’t perfect, but there’s beauty in the little things.

Catch the glow in my daily life — one vlog at a time. 🌸
🎥 Follow The Daily Glow and be part of my journey.

27/09/2025
আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন। আপনার রিজিক হতে পারে দেরিতে...
27/09/2025

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া— যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া— যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।

আপনার রিজিক হতে পারে একাকীত্ব — যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন।

Collected

20/09/2025

'নরম স্বভাব' নিয়ে বাঁচতে গেলে জীবনে বারবার ধাক্কা খেতে হয়। তখন ভিতরে ভিতরে আমরা বদলে যেতে শুরু করি। আগের সেই সহজ-সরল রূপটা ধরে রাখা যায় না। মনে একটা আতঙ্ক কাজ করে।
তাই কখনো কখনো অপ্রয়োজনীয়ভাবে কঠোর হয়ে উঠি, আবার কখনো দরকারের সময়েও নরম থাকি। এই ভারসাম্যহীনতা আমাদের মনোজগতে একটা অস্থিরতার জায়গা দেয়। জীবনে যেন এক অদ্ভুত দোলাচলে কেটে যায়, আর এই দোলাচলের মাঝেই মাঝেই আমরা নিজের ছায়াকেও চিনতে পারি না।
" কেনো কিছু মানুষ আমাদের সরলতাকে নষ্ট করে দেয়.? "

নাইট কুইন ফুল রাত ১০ টায় ফুটেছে
14/09/2025

নাইট কুইন ফুল রাত ১০ টায় ফুটেছে

বুদ্ধিমানের জন্য একটা ইশারায় যথেষ্ট 😉
12/09/2025

বুদ্ধিমানের জন্য একটা ইশারায় যথেষ্ট 😉

কেউ যদি কিনে দেয় মাইন্ড করবো না🫣😀
10/09/2025

কেউ যদি কিনে দেয় মাইন্ড করবো না🫣😀

কেনো যে তোমার সাথে মনের এতো টান...কথা হয়নাই দেখেছি শুধু তবুও  কিসের অভিমান 🥀💔
07/09/2025

কেনো যে তোমার সাথে মনের এতো টান...
কথা হয়নাই দেখেছি শুধু তবুও কিসের অভিমান 🥀💔

🌍 দূরত্ব শুধু মানচিত্রে, হৃদয়ের মাঝে নয়…
05/09/2025

🌍 দূরত্ব শুধু মানচিত্রে, হৃদয়ের মাঝে নয়…

05/09/2025

জীবনে সঞ্চয়ের গুরুত্ব অনেক বেশি। সঠিক সময়ে সঞ্চয় করা মানে শুধু টাকা জমানো নয়, বরং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা। ✨

🔹 জীবনে সঞ্চয়ের গুরুত্বঃ

1. ভবিষ্যতের নিরাপত্তা – অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেমন অসুস্থতা, দুর্ঘটনা বা চাকরি হারানো – এসব সময় সঞ্চয় ভরসা হয়ে দাঁড়ায়।

2. অর্থনৈতিক স্বাধীনতা – অন্যের উপর নির্ভর না করে নিজের খরচ মেটাতে সাহায্য করে।

3. স্বপ্ন পূরণে সহায়ক – বাড়ি তৈরি, ব্যবসা শুরু, সন্তানদের পড়াশোনা কিংবা ভ্রমণ – সবকিছুর জন্য সঞ্চয় বড় সহায়।

4. মানসিক শান্তি – হাতে কিছু সঞ্চয় থাকলে দুশ্চিন্তা কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে।

5. অবসর জীবনের প্রস্তুতি – বয়সের শেষ দিকে নিয়মিত আয় কমে যায়, তখন সঞ্চয়ই হয় প্রধান ভরসা।

👉 তাই যতই আয় হোক না কেন, আয় থেকে একটি অংশ অবশ্যই সঞ্চয়ের জন্য আলাদা রাখা উচিত।

03/09/2025

কথার ক্ষুধা ভাতে মিটলে
মানুষ আর কারও অপেক্ষা করতো না🙂💔

27/01/2024

Address

Rupnagar Road
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Glow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily Glow:

Share