Raisat jahan jerin

Raisat jahan jerin everything

আমার পরিবার ❤️।গত বছর এই দিনে আমার বাবাই টাকে কোলে নিয়ে গুরতাম র আজ মাশাআল্লাহ আমার বাবাইর আলাদা একটা বসার জায়গা লাগে।...
20/09/2025

আমার পরিবার ❤️।গত বছর এই দিনে আমার বাবাই টাকে কোলে নিয়ে গুরতাম র আজ মাশাআল্লাহ আমার বাবাইর আলাদা একটা বসার জায়গা লাগে। সময় কত তাড়াতাড়ি চলে জায় তাই না সেই ছোট্ট বাবাই আমার আজ আমাকে মা মা বলে ডাকে র পিছন পিছন হেঁটে বেড়ায়। আমাকে নারী হিসেবে পূর্ণতা দিয়েছে আল্লাহ। আমার পরিবারে সবার জন্যে দোয়া করবেন যেন আমার r আমার বাবাই একটা বড় ছায়া আমার হাজব্যান্ড সে জেনো সব সময় আমাদের মাথার উপর এইভাবেই থাকতে পারে। আমিন 🤲

Moments in life that are priceless 🥰
18/09/2025

Moments in life that are priceless 🥰

তুমি আমার মানে পৃথিবীর সকল নারী তোমার জন্য নিষিদ্ধ 💙
14/09/2025

তুমি আমার মানে পৃথিবীর সকল নারী তোমার জন্য নিষিদ্ধ 💙

বেশ কিছুদিন ধরেই খেয়াল করছি আমার হাজব্যান্ড বাসায় আসার সময় আমার জন্য গোলাপ ফুল নিয়ে আসতেসে 💐 ব্যাপারটা খুবই ভালো লাগ...
12/09/2025

বেশ কিছুদিন ধরেই খেয়াল করছি আমার হাজব্যান্ড বাসায় আসার সময় আমার জন্য গোলাপ ফুল নিয়ে আসতেসে 💐 ব্যাপারটা খুবই ভালো লাগছে আমার। Thank you jaan Rahul Hasan

আমার চেঁচামেচি বেকার😒
12/09/2025

আমার চেঁচামেচি বেকার😒

রাগী মা হওয়ার জন্য দুঃখিত 🥺মা হওয়া যতটা সুখের, ততটাই কঠিন। নতুন মা হিসেবে আমরা অনেক স্বপ্ন দেখি—সবসময় হাসি মুখে সন্তা...
12/09/2025

রাগী মা হওয়ার জন্য দুঃখিত 🥺

মা হওয়া যতটা সুখের, ততটাই কঠিন। নতুন মা হিসেবে আমরা অনেক স্বপ্ন দেখি—সবসময় হাসি মুখে সন্তানের পাশে থাকব, তার প্রতিটি কান্নায় তাকে জড়িয়ে ধরব, প্রতিটি মুহূর্তকে ভালোবাসায় ভরিয়ে তুলব। কিন্তু বাস্তবতা সবসময় এতটা কোমল হয় না।

কখনও ঘুমহীন রাত, কখনও শরীরের অবসাদ, কখনও চারপাশের চাপ—সবকিছু মিলে একসময় ক্লান্তি এসে ভর করে। তখন হয়তো ছোট্ট একটি দুষ্টুমিতে রাগ বেরিয়ে যায়, হয়তো অযথা একটু উচ্চস্বরে কথা বলে ফেলি। আর পরে যখন তোমার শান্ত চোখে তাকাই, তখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে।

প্রিয় সন্তান, তুমি তো দোষ করোনি। তুমি কেবল আমাকে ভালোবাসা শিখিয়ে যাচ্ছিলে, অথচ আমি মাঝে মাঝে সেই ভালোবাসাকে ক্লান্তির আড়ালে ঢেকে ফেলেছি। আমি রাগী মা হওয়ার জন্য দুঃখিত।

তুমি যখন আমার আঙুল চেপে ধরো, তখন বুঝি—তুমি রাগ মনে রাখো না, তুমি কেবল মায়ের ভালোবাসা খুঁজে পাও। আর আমি প্রতিজ্ঞা করি, আগামীকাল আরও ধৈর্যশীল হবো, আরও কোমল হবো। কারণ মা হওয়া মানেই নিখুঁত হওয়া নয়—মা হওয়া মানে প্রতিদিন শেখা, বদলানো, আর তোমার সঙ্গে সঙ্গে বড় হওয়া।

-নারী নিজেকে তখনই ভাগ্যবান মনে করে যখন তার সখের পুরুষ শুধু তার প্রতি আসক্ত!🤍✨😌
08/09/2025

-নারী নিজেকে তখনই ভাগ্যবান মনে করে যখন তার সখের পুরুষ শুধু তার প্রতি আসক্ত!🤍✨😌

ছুটির দিনে বাবুকে নিয়ে একটু বের না হইলে দিনটাই মাটি মনে হয়।Rahul Hasan    Hasan
04/09/2025

ছুটির দিনে বাবুকে নিয়ে একটু বের না হইলে দিনটাই মাটি মনে হয়।
Rahul Hasan Hasan

02/09/2025
12/01/2025

এক শব্দে নিজেকে বর্ণনা করুন!😊

09/01/2025

শুধুমাত্র গরীব রা হাহা দিন! 🙂

My Son, you know you are my happiness my motivation in life.💞
07/01/2025

My Son, you know you are my happiness my motivation in life.💞

Address

Mirpur 1
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raisat jahan jerin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raisat jahan jerin:

Share