12/09/2025
রাগী মা হওয়ার জন্য দুঃখিত 🥺
মা হওয়া যতটা সুখের, ততটাই কঠিন। নতুন মা হিসেবে আমরা অনেক স্বপ্ন দেখি—সবসময় হাসি মুখে সন্তানের পাশে থাকব, তার প্রতিটি কান্নায় তাকে জড়িয়ে ধরব, প্রতিটি মুহূর্তকে ভালোবাসায় ভরিয়ে তুলব। কিন্তু বাস্তবতা সবসময় এতটা কোমল হয় না।
কখনও ঘুমহীন রাত, কখনও শরীরের অবসাদ, কখনও চারপাশের চাপ—সবকিছু মিলে একসময় ক্লান্তি এসে ভর করে। তখন হয়তো ছোট্ট একটি দুষ্টুমিতে রাগ বেরিয়ে যায়, হয়তো অযথা একটু উচ্চস্বরে কথা বলে ফেলি। আর পরে যখন তোমার শান্ত চোখে তাকাই, তখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে।
প্রিয় সন্তান, তুমি তো দোষ করোনি। তুমি কেবল আমাকে ভালোবাসা শিখিয়ে যাচ্ছিলে, অথচ আমি মাঝে মাঝে সেই ভালোবাসাকে ক্লান্তির আড়ালে ঢেকে ফেলেছি। আমি রাগী মা হওয়ার জন্য দুঃখিত।
তুমি যখন আমার আঙুল চেপে ধরো, তখন বুঝি—তুমি রাগ মনে রাখো না, তুমি কেবল মায়ের ভালোবাসা খুঁজে পাও। আর আমি প্রতিজ্ঞা করি, আগামীকাল আরও ধৈর্যশীল হবো, আরও কোমল হবো। কারণ মা হওয়া মানেই নিখুঁত হওয়া নয়—মা হওয়া মানে প্রতিদিন শেখা, বদলানো, আর তোমার সঙ্গে সঙ্গে বড় হওয়া।