মাগুরা অনলাইন সেবা

মাগুরা অনলাইন সেবা TEMPATRAHASIAJEPEKU.

17/09/2024
আশেপাশে থাকলে যোগদান করার জন্য অনুরোধ করা হলো
12/09/2024

আশেপাশে থাকলে যোগদান করার জন্য অনুরোধ করা হলো

05/09/2024

মাসুদ সাঈদী বলেন, ‘ক্ষমা’ শব্দ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিলেন! আমরা তা সংক্ষেপে বিশ্লেষণ করছি।

১. জামায়াতে ইসলামীর পরম উদারতার স্নিগ্ধতায় উন্নত চিন্তার মানুষদের মন জুড়িয়ে দিলেন।

২. আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের মাত্রা উন্মোচিত করে দিলেন।

৩. নিজ দলের নেতাকর্মীদের প্রকৃত মান যাচাই করে নিলেন।

৪. বিএনপি এবং অপরাপর দলের সমর্থকদের ভবিষ্যৎ রাজনীতির হালহকিকত কী হতে পারে, তা দেখে নিলেন এবং প্রতিশোধের ভয় দেখিয়ে চাঁদাবাজির পথ রুদ্ধ করে দিলেন।

৫. ভিকটিমদের মামলা করার জন্য সংকেত দিলেন।

৬. আন্তর্জাতিক বিশ্বকে নিরপেক্ষভাবে ন্যায় বিচার করা হবে মর্মে সংকেত দিলেন।

৭. সাধারণত জনগণকে সংকেত দিলেন, জামায়াতের উপরে আস্থা রাখুন। তারা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি করবেও না। এটি ছিল ১৬ বছরের আওয়ামী অপপ্রচারের জবাব।

৮. বর্তমান সরকারকে সংকেত দিলেন, জামায়াত আপনাদের জন্য অস্বস্তি সৃষ্টি হওয়ার মতো কোনো কাজ করবে না। আপনারা জাতির প্রত্যাশা নিয়ে কাজ করে যান।

৯. আওয়ামী লীগের সমর্থকদের সংকেত দিলেন, বাঁচার জন্য প্রতিবিপ্লবের চেষ্টা করে নতুন করে বিপদ ডেকে এনো না। তোমার অপরাধী নেতাদের বিচার হবে, তাদের জেল হবে এবং ফাঁসিও হবে। তোমরা বরং নিজেদের ব্যবসা-বাণিজ্য ও কাজকর্মে মনোযোগ দাও। এ সংকেতটি এ মুহূর্তে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার প্রচেষ্টাকে নিশ্চিতভাবে দুর্বল করে দিবে।

১০. জামায়াত কর্মীদের স্মরণ করিয়ে দিলেন, জামায়াত আসলেই একটি ইসলামী কাফেলা। এখানে জাহিলি মানসিকতা চলে না। জাহেলি যুগের প্রতিশোধ জেনারেশন টু জেনারেশন চলতে থাকত!

১১. বিপ্লবোত্তর সময়েও আইনের প্রতি শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন, যা হবে আইন অনুযায়ী হবে। যা করার রাষ্ট্র করবে। তোমরা কেউ আইন হাতে তুলে নিও না। তোমরা মামলা করো, আমরা মামলায় সহযোগিতা করব।

কী অসাধারণ রাজনৈতিক বয়ান। কী গভীর চিন্তা! কী সূক্ষ্ম ম্যাসেজ! এগুলো বুঝতে হলেও বুঝ লাগে। জামায়াত নেতারা যেটি আজকে বুঝে, অন্যরা সেটি ৫০ বছর পরে বুঝে!!!

সম্প্রতি এক অনুষ্ঠানে আওয়ামী লীগকে ক্ষমার ঘোষণা দেন জামায়াত আমির। তিনি বলেন, দল হিসেবে জামায়াতে ইসলামীর ওপর যে নির্যাতন করা হয়েছে তা আমরা ক্ষমা করে দিয়েছি। এ সময় তিনি কোনো ভিকটিম জামায়াতের সহযোগিতা চাইলে তাদেরও সহযোগিতা করা হবে বলেও জানান।

27/08/2024

আলহামদুলিল্লাহ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল

22/08/2024

ভয়াবহ বন্যায় জীবন বিপর্যস্ত
বন্যার্তদের পাশে দাড়ান।
নিজের অবস্থান থেকে যে যা পারেন।

ভয়াবহ বন্যায় জীবন বিপর্যস্তবন্যার্তদের পাশে দাড়ান। নিজের অবস্থান থেকে যে যা পারেন।  #আসসুন্নাহফাউন্ডেশন
22/08/2024

ভয়াবহ বন্যায় জীবন বিপর্যস্ত
বন্যার্তদের পাশে দাড়ান।
নিজের অবস্থান থেকে যে যা পারেন।


#আসসুন্নাহফাউন্ডেশন

ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহির রজিউনআপনার মৃত্যুতে মুসলিম বিশ্বের যে ক্ষতি হয়েছে তা পূরন হবার নাআল্লাহ আপনাকে জান্নাতুল ...
20/05/2024

ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহির রজিউন
আপনার মৃত্যুতে মুসলিম বিশ্বের যে ক্ষতি হয়েছে তা পূরন হবার না
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক ❤❤

২ দিন ব্যাপী,ঐতিহ্যবাহী আবালপুর ৫৬ তম বার্ষিকী সিদ্দীকীয়া ইছালে ছওয়াব ও তাফসীরুল কুরআন মাহফিল। তারিখঃ ৪ ও ৫ ই ফাল্গুন ১৪...
10/02/2024

২ দিন ব্যাপী,ঐতিহ্যবাহী আবালপুর ৫৬ তম বার্ষিকী সিদ্দীকীয়া ইছালে ছওয়াব ও তাফসীরুল কুরআন মাহফিল।

তারিখঃ ৪ ও ৫ ই ফাল্গুন ১৪৩০ বাংলা,, ১৭ ও ১৮ই ফেব্রুয়ারী ২০২৪ ইং।

রোজঃ শনিবার ও রবিবার।

স্থানঃ আবালপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ।
সময়ঃ বাদ আসর হতে।

আরোজ গোজারঃ আবালপুর গ্রামবাসী।

আপনারা সবাই আমন্ত্রিত।

Address

I/33 Ciramic Road
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when মাগুরা অনলাইন সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share