Beauty Touch

Beauty Touch Wellness First, Beauty Always !! From Care to Cure – Beauty & Health Together !!
(1)

07/07/2025

আলুর সাহায্যে চোখের চারপাশের কালো দাগ দূর করুন

05/07/2025
03/07/2025
20/06/2025
যে গরম রে বাবা, সবাই একটু সবার সাথে সাবধানে কথা বলবেন। 🥴গরমে সবার মাথা ই গরম থাকে🫣 আর মাথা গরমে ভুল করে ফেললে এই কথা বলত...
12/06/2025

যে গরম রে বাবা, সবাই একটু সবার সাথে সাবধানে কথা বলবেন। 🥴

গরমে সবার মাথা ই গরম থাকে🫣

আর মাথা গরমে ভুল করে ফেললে এই কথা বলতে ভুলবেন না🤣🤣

স্বাস্থ্যকর উপায়ে মাংস খেতে চাইলে এইসব মেনে চলুন-
05/06/2025

স্বাস্থ্যকর উপায়ে মাংস খেতে চাইলে এইসব মেনে চলুন-

নিম্নোক্ত ব্যক্তি ও রোগীরা কোরবানির মাংস খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন
05/06/2025

নিম্নোক্ত ব্যক্তি ও রোগীরা কোরবানির মাংস খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন

কলা একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে ফর্সা, টানটান ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। একটি পাকা কলা ভালো করে চটকে তাতে ১ চা...
05/06/2025

কলা একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে ফর্সা, টানটান ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। একটি পাকা কলা ভালো করে চটকে তাতে ১ চা চামচ কাঁচা দুধ ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। এই প্যাকটি মুখে ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কলার পটাশিয়াম ও ভিটামিন A ত্বককে হাইড্রেট করে, দাগ ছোপ হালকা করে এবং ত্বকের নমনীয়তা বজায় রাখে। এই প্যাকটি সপ্তাহে ২–৩ বার ব্যবহার করলে মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে এবং ত্বক হয় মসৃণ ও টানটান।

গ্রামে থাকার একটা প্লাস পয়েন্ট এগুলো ☺️ধানের জমি গুলো তে পানি জমার ফলে প্রচুর মাছ হয়েছে,  আর আমার সাহেব কে বলে এসব মাছ ধ...
05/06/2025

গ্রামে থাকার একটা প্লাস পয়েন্ট এগুলো ☺️

ধানের জমি গুলো তে পানি জমার ফলে প্রচুর মাছ হয়েছে, আর আমার সাহেব কে বলে এসব মাছ ধরার বায়না করিয়েছি।

দেশিয় এই মাছ গুলোর পুষ্টিগুন এর পাশাপাশি এর স্বাদ ও সেই🥹

এখানে মাছের সাথে দিয়েছিলাম কচুর লতি আর কুচি করা আলু 😁

কে কে এই দেশি মাছ গুলো খেতে পছন্দ
করেন....!!!!

আলু প্রাকৃতিকভাবে ত্বকের দাগ দূর করতে সাহায্য করে। একটি মাঝারি সাইজের কাঁচা আলু গ্রেট করে তার রস বের করুন। এরপর এতে সামা...
05/06/2025

আলু প্রাকৃতিকভাবে ত্বকের দাগ দূর করতে সাহায্য করে। একটি মাঝারি সাইজের কাঁচা আলু গ্রেট করে তার রস বের করুন। এরপর এতে সামান্য লেবুর রস ও গোলাপজল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে ভালোভাবে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ব্রণের দাগ, রোদে পোড়া দাগ ও ত্বকের কালচেভাব অনেকটাই হালকা হয়ে যায়। আলুতে থাকা ভিটামিন C ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে তোলে এবং দাগহীন করে।

আপনার এলাকায় এই মাছ কি নামে পরিচিত কি সুন্দর এর রঙ তাই না। আমাদের দেশি মাছ
04/06/2025

আপনার এলাকায় এই মাছ কি নামে পরিচিত
কি সুন্দর এর রঙ তাই না।
আমাদের দেশি মাছ

প্রথমে আধা কাপ নারকেল তেলে একটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে দিন এবং তাতে ১ চা চামচ মেথি বীজ যোগ করুন। এবার মিশ্রণটি হ...
03/06/2025

প্রথমে আধা কাপ নারকেল তেলে একটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে দিন এবং তাতে ১ চা চামচ মেথি বীজ যোগ করুন। এবার মিশ্রণটি হালকা আঁচে ৫–৭ মিনিট জ্বাল দিন, যতক্ষণ না পেঁয়াজ বাদামি রং ধারণ করে। এরপর তেল ঠান্ডা করে ছেঁকে পরিষ্কার কাচের বোতলে সংরক্ষণ করুন। সপ্তাহে ২–৩ বার এই তেল চুলে ভালোভাবে ম্যাসাজ করলে চুল পড়া কমে, নতুন চুল গজায়, খুশকি দূর হয় এবং চুল মসৃণ ও ঘন দেখায়। এই প্রাকৃতিক উপাদানসমূহ চুলের গোড়া মজবুত করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে।

Address

Mirpur 6, Dhaka
Mirpur

Telephone

+8801894072032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beauty Touch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beauty Touch:

Share

Category