27/04/2025
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের (উচ্চমাধ্যমিক স্তর) এডহক কমিটির মাধ্যমে নিয়মিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। রোববার (২৭ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেক প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও এডহক কমিটির সভাপতি হঠাৎ এ সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে যোগাযোগ করেছেন।
তথ্যানুসন্ধানে জানা গেছে, গত ২৫ এপ্রিল “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির প্রবিধানমালা, ২০২৪” প্রণীত হয়, যেখানে নিয়মিত কমিটির সভাপতির জন্য ন্যূনতম যোগ্যতা এইচএসসি বা সমমান নির্ধারণ করা হয়। কিন্তু গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে এডহক কমিটি গঠনের প্রজ্ঞাপনে সভাপতির যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর ও স্কুলের ক্ষেত্রে স্নাতক নির্ধারণ করা হয়। ফলে নিয়মিত কমিটি গঠনে প্রবিধানমালার সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন নির্দেশনা প্রয়োজন, যা এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে।
আরও জানা গেছে, সরকার বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধান নিয়োগের দায়িত্ব এনটিআরসিএ এবং কর্মচারী নিয়োগের দায়িত্ব ডিসি বা আঞ্চলিক শিক্ষা কার্যালয়ের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রবিধানমালা সংশোধন না করে নিয়মিত কমিটি গঠন করলে নিয়োগ কার্যক্রমে সমস্যা হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আগামী দশ কর্মদিবসের মধ্যে সংশোধিত প্রবিধানমালার খসড়া প্রস্তুত হবে এবং এক মাসের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের আদেশ দেওয়া হতে পারে। নতুন কমিটিতে ডিসির প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা চলছে।