Ariyan Ahmed Sohan

Ariyan Ahmed Sohan ❤️‍🔥কখনো যদি পথের মাঝে দেখা হয় জানতে চেও না আমি কেমন আছি 😍🙏

এই লজ্জা কার? রাষ্ট্রের? নাকি আমাদের বিবেকের?একজন মানুষ—পরিশ্রমী, নিরীহ। রাজনীতির ময়দানে নয়, জীবিকার তাগিদে দিনরাত ব্যস্...
12/07/2025

এই লজ্জা কার? রাষ্ট্রের? নাকি আমাদের বিবেকের?
একজন মানুষ—পরিশ্রমী, নিরীহ। রাজনীতির ময়দানে নয়, জীবিকার তাগিদে দিনরাত ব্যস্ত ছিলেন।
কিন্তু তার অপরাধ?
সে জুলুমকারীর চাঁদা দেয়নি। তাই দিনের আলোয়, সবার সামনে, রাস্তার মাঝখানে তাকে কুপিয়ে হত্যা করা হলো।

হায়!
যে জাতি "লা ইলাহা ইল্লাল্লাহ" বলে শুরু করেছিল স্বাধীনতার সংগ্রাম,
আজ সে জাতি নিস্তব্ধ দাঁড়িয়ে দেখে, এক মুসলমান ভাই আরেক ভাইয়ের রক্তে হাত রাঙায়।
আর কেউ প্রতিবাদ করে না। কেউ রুখে দাঁড়ায় না।

নবীজী (সা.) বলেছিলেন:
"তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখে, তবে সে যেন তা নিজ হাতে প্রতিহত করে; যদি না পারে, তবে মুখে প্রতিবাদ করুক; তাও না পারলে অন্তরে ঘৃণা করুক, আর এটাই ঈমানের সর্বনিম্ন স্তর।"
— (সহীহ মুসলিম)

তবে আজ আমরা কোন স্তরে আছি?
হৃদয়ে কি আর ঘৃণা জন্মায়?
নাকি সে হৃদয়ও মরে গেছে?

খুনি যখন লাশের উপর দাঁড়িয়ে নাচে,
তখন জানি, এ শুধু একজনের মৃত্যু নয়—
এ জাতির আত্মার মৃত্যু।
ন্যায়বিচারের মৃত্যু।
উম্মাহর বন্ধনের মৃত্যু।

রাষ্ট্র চুপ, সমাজ চুপ, আর আমরা—আমরা মুখ ফিরিয়ে নেই।
এই নীরবতা কি কিয়ামতের দিন আমাদের জন্য সাক্ষ্য দেবে না?

হে আল্লাহ! আমাদের হিদায়াত দিন।
জুলুমের বিরুদ্ধে দাঁড়াবার সাহস দিন।
এই অন্ধকারে সত্যের দীপ্ত আলো জ্বালানোর তৌফিক দিন।
কারণ আপনি ন্যায়ের মালিক, আর আপনার কাছেই আমাদের ফিরে যেতে হবে। :- মইনুল মাতুব্বর।

11/07/2025

🥺🥀

11/07/2025

#তুমি_কতটা_নিষ্ঠুর_একটা_মানুষ🥀🥺

আমি মরি নাই  আছি'''কিন্তু আশেপাশের কিছু মানুষকে চিনা রাখছি😡
22/06/2025

আমি মরি নাই
আছি'''
কিন্তু আশেপাশের কিছু মানুষকে চিনা রাখছি😡

"এতদিন গল্প শুনতাম। আজ নিজের চোখে দেখলাম।যাচ্ছিলাম মিরপুর। আরামবাগ থেকে উঠে গুলিস্তান জিপিও আসার পরই ড্রাইভারের একটা কল ...
21/02/2025

"এতদিন গল্প শুনতাম। আজ নিজের চোখে দেখলাম।
যাচ্ছিলাম মিরপুর। আরামবাগ থেকে উঠে গুলিস্তান জিপিও আসার পরই ড্রাইভারের একটা কল আসলো। সাথে সাথে ড্রাইভার কান্না করা শুরু করে দিলো। একটু পরেই সিগন্যাল ছেড়ে দিলো। খুব সুন্দর করে চোখ মুছে আবার বাস চালানো শুরু করলো।
স্টাফ পরে জিজ্ঞাসা করলো 'ওস্তাদ যাত্রী তুলমু?'
সুন্দর করে বললো 'তুল। মা মরসে আমার। মালিকের কি দোষ'
After listening this, Even I couldn’t control my emotions! 💔
এই অবস্থাতেও সেই ড্রাইভার মিরপুর পর্যন্ত আসছে কোনো অভিযোগ ছাড়াই। কাকে অভিযোগ দিবে?💔

আহারে জীবন 😅

কি লাভ হইলো এক মরারে আবার মারিলা🥲✅
20/02/2025

কি লাভ হইলো এক মরারে আবার মারিলা🥲✅

⚊"ফুল পছন্দ করা মানুষ গুলোর জীবন ফুলের মতোই সুন্দর হোক! ❯ 🦋🩷🪽
14/11/2024

⚊"ফুল পছন্দ করা মানুষ গুলোর জীবন ফুলের মতোই সুন্দর হোক! ❯ 🦋🩷🪽

তুমি নেই আজ আমার পাশে '' 🙂
14/11/2024

তুমি নেই আজ আমার পাশে '' 🙂

Sorry বলতে বলতে এমন পর্যায়ে চলে আসছি, এখন খাম্বার সাথে ধা'ক্কা খাইলেও Sorry বলি! 🙂
13/11/2024

Sorry বলতে বলতে এমন পর্যায়ে চলে আসছি,
এখন খাম্বার সাথে ধা'ক্কা খাইলেও Sorry বলি! 🙂

বড় বড় ডিগ্রী অর্জন করে কি হবে, মন আর বিবেক টা যদি অশিক্ষিত থাকে!
13/11/2024

বড় বড় ডিগ্রী অর্জন করে কি হবে, মন আর বিবেক টা যদি অশিক্ষিত থাকে!

12/11/2024

এই দেশে,
জনসংখ্যা বেশি' কিন্তু মানুষ কম💔

ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি প্রয়োজন!
10/11/2024

ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি প্রয়োজন!

Address

Mirpur

Telephone

+8801781142847

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ariyan Ahmed Sohan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ariyan Ahmed Sohan:

Share