06/07/2024
কলকাতা এমনিতেও একটা প্রতিহিংসা পরায়ণ মূলক দেশ অর্থাৎ উক্ত দেশের লোকগুলোর মন-মানসিকতা অত্যন্ত প্রতিহিংসা মূলক!! যার জন্য এপার বাংলার ছবিগুলো অপার বাংলাতে ওরা খুব একটা মূল্যায়ন করবে না,আর না করাটাই স্বাভাবিক! কেননা উনাদের ইগো বলে একটা কথা আছে! অন্যদিকে দ্বিতীয় কারণ হচ্ছে ওরা টাকা পয়সা খরচের দিক থেকে আমাদের এপার বাংলার মানুষদের মতো অতটা সৌখিন না, অর্থাৎ এখনো হতে পারেনি আদৌ হতে পারে কিনা সন্দেহ! অর্থাৎ এ ক্ষেত্রে তারা যথেষ্ট কৃপন এটা তাদের বাপ-দাদার পৈত্রিক সূত্র থেকে পাওয়া স্বভাব গত অতিত ঐতিহ্য! একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে মূলত প্রতিহিংসাটা বা ইগুগত প্রবলেম টাই এখানে সবচেয়ে বেশি অর্থাৎ যত ভালো ছবিই হোক না কেন, এপার বাংলার ছবিকে কখনোই ওরা এপিসোড করবে না। কেননা তাতে করে ওপার বাংলার সুপারস্টারদের ভাটা পড়ে যাবে, ঢালিউড টলিউড এমন কি বলিউডে তাদের নায়কদের মান ক্ষুন্ন হবে।
আমি যদিও রিসেন্টলি তেমন একটা ছবি দেখি না বাট তুফান ছবির যতটুকু ছোট ছোট রিলস ভিডিও দেখেছি তাতে করে বুঝতে পারলাম ছবিটির মান অনেক উন্নত। সুতরাং কে এটা কে প্রতিহিংসা বা ইগুর জন্য সাপোর্ট করল বা না করল তাতে এপার বাংলার কোন যায় আসে না।
সুতরাং সে ক্ষেত্রে কলকাতা তাদেরই হিংসাত্মক মনোভাবের জন্য সেটাকে একসেপ্ট করতে পারছে না তা সম্পূর্ণ তাদের ব্যর্থতা আর এতে করে রায়হান রাফি, শাকিব খান, বা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিজের কোন ক্ষতিসাধন হবে বলে আমার মনে হয় না,বা এটার কোন বিরূপ প্রতিক্রিয়া তাদের উপর পড়বে বলেও আমার মনে হয় না।
সর্বোপরি তারা তাদের স্বভাবজাতক চরিত্র কে লালন করুক আর এপার বাংলার সাধারণ মানুষগুলো যেন তাদের কোন মন্তব্যে কর্ণপাত না, বরঞ্চ এটা ভাবে যে, ওদের এখনো পর্যন্ত ভালো মন্দ যাচাই করার সেই যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়নি,,,,
বিঃদ্রঃ কলকাতার দাদারা আমার এই অপ্রিয় সত্য কথাগুলোতে কষ্ট নিবেন না আপনাদের প্রতি শুভকামনা রইল। বিশেষ করে আপনাদের মন-মানসিকতা যেন পরিবর্তন হয় সেটার প্রত্যাশা রইল।
কলামিস্ট উপন্যাসিক---এইচ, আই, আকাশ চৌধুরী (ভাইজান)