প্রিঁয়ঁ-ট্যাঁহঁ

প্রিঁয়ঁ-ট্যাঁহঁ - তোমাকে এখনো অনেক কথা বলা বাকি আছে প্রিঁয়ঁ-ট্যাঁহঁ 🖤🌸

09/08/2025

কোথায় যেন পড়ছিলাম যে আপনার যদি পান্তা ভাত কাচামরিচ পেয়াজ দিয়ে খেতে ভাল্লাগে জীবনেও এই কথা কাউরে বলতে যায়েন না।
বলবেন বিরিয়ানি ভালো লাগে, তাইলে ডাল ভাত পাওয়ার সম্ভাবনা আছে।
আর কেউ যদি জানে পান্তা ভাত দিয়েই আপনারে খুশি রাখা যায় সে আপনারে আর গুনায় ই ধরবেনা। ভাববেও না এই মানুষের চাহিদা কম, এই সম্মান টুকু করি।
কোন দিন যদি মুখ ফুটে পান্তা পাচ্ছেন না বলে বলেন কেন পাচ্ছিনা তাতেই অপর পাশের পিত্তি জ্ব'লে যাবে। আরেহ কেন বললো এই কথা? এত কমপ্লেইন ,এত বি'র'ক্তি'কর আচরণ।

যত লো মেন্টেনেন্স হবেন, তত কম্প্রোমাইজ করা লাগবে, আর এপ্রিশিয়েন ও থাকবে না কোন।
কোন দিন নিজের ভাল্লাগার কিছু চাইলেই বি'ষ হয়ে যাবেন।

So never let anyone feel that you are low maintenance, create the tension so atleast the other person should have the mentality to give efforts for you.🤍

25/05/2025

মানুষই ঔষুধ, মানুষই অসুখ।

20/05/2025

আমি মোটামুটি ভালো স্টুডেন্টই ছিলাম। ঠ্যালায় পরলে দিনে ১০-১২ ঘন্টা লেখাপড়াও করতাম একসময়! তার পাশাপাশি গান শুনতাম-গাইতাম, মুভি- সিরিজ দেখতাম, গল্প লিখতাম, পেইন্টিং করতাম, বাগান করতাম, এক রাতে বিশাল এক গল্পের বই পড়ে শেষ করতাম।

সেই আমি ক্যামনে যেনো ১৮০° ঘুরে গেছি! আমার টেবিলে এখন না পড়া বইয়ের সংখ্যা ২৫+। ওয়াচলিস্টে রাখা মুভি- সিরিজের সংখ্যা প্রায় ৪০ ছুইঁ ছুইঁ। আমার এফোর্ট দেয়ার এবিলিটিই নষ্ট হয়ে গেছে। শূণ্য দৃষ্টিতে সিলিং এর দিকে তাকায় থাকি, জানালা দিয়ে আকাশ দেখি, হাপাঁয় গেলে রিলস স্ক্রল করি- এই তো!

20/05/2025

মেয়ে হয়েও ছেলেদের মতো ক্যারিয়ারের টেনশনে রাতে ঘুম হয় না!🌸

আমার ভুল হয়েছে🙂💔
19/05/2025

আমার ভুল হয়েছে🙂💔

19/05/2025

আমরা খুব ভালো করে জানি, আজ হ্যাঁ বললে কাল বিয়ে করবে এমন মানুষ এক না, একাধিক আছে আমাদের জীবনে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আপনি যাকে পেলে খুশিতে কাঁদবেন, তাকে আপনি পাবেন না, আবার যে আপনাকে পেলে কাঁদবে আপনি তার হবেন না।
জগতের যোগসূত্রটা আসলে সবার ক্ষেত্রে মিলেনা, কিন্তু তবুও আমরা একে অন্যকে ভালোবাসি!!🤍

তোমারে উৎসর্গ কইরা আষাঢ়ের ফুল। 🤎
19/05/2025

তোমারে উৎসর্গ কইরা আষাঢ়ের ফুল। 🤎

18/05/2025

বিচ্ছেদের কারণ?❤️🌸

18/05/2025

"কেউ মানুষকে ঠকিয়ে আল্লাহকে হারায়।
আবার কেউ মানুষের কাছে ঠকে আল্লাহকে পায়!"

ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই, এতটুকু সময়ের জীবন কোনো না কোনো ভাবে শেষ হয়েই যাবে। কিন্তু যারা ঠকিয়েছিলো, প্রতারনা করেছিলো, মিথ্যা বলেছিলো, হক নষ্ট করেছিলো তারা কিভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিন্তে নিবে?

শায়েখ আহমাদুল্লাহ (হাফি.) ❤️‍🩹

18/05/2025

মানুষ মুগ্ধ হয় চেহারায়, আর আমি মুগ্ধ হয়েছি তোমার মায়ায়!!'🤍🌸

Desi girl 🫶
18/05/2025

Desi girl 🫶

গ্রেজুয়েট বাবা-মাকে উৎসাহ দিতে এসেছিলো সে ❤️সমাবর্তনের গল্প ❤️
18/05/2025

গ্রেজুয়েট বাবা-মাকে উৎসাহ দিতে এসেছিলো সে ❤️
সমাবর্তনের গল্প ❤️

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিঁয়ঁ-ট্যাঁহঁ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category