09/08/2025
কোথায় যেন পড়ছিলাম যে আপনার যদি পান্তা ভাত কাচামরিচ পেয়াজ দিয়ে খেতে ভাল্লাগে জীবনেও এই কথা কাউরে বলতে যায়েন না।
বলবেন বিরিয়ানি ভালো লাগে, তাইলে ডাল ভাত পাওয়ার সম্ভাবনা আছে।
আর কেউ যদি জানে পান্তা ভাত দিয়েই আপনারে খুশি রাখা যায় সে আপনারে আর গুনায় ই ধরবেনা। ভাববেও না এই মানুষের চাহিদা কম, এই সম্মান টুকু করি।
কোন দিন যদি মুখ ফুটে পান্তা পাচ্ছেন না বলে বলেন কেন পাচ্ছিনা তাতেই অপর পাশের পিত্তি জ্ব'লে যাবে। আরেহ কেন বললো এই কথা? এত কমপ্লেইন ,এত বি'র'ক্তি'কর আচরণ।
যত লো মেন্টেনেন্স হবেন, তত কম্প্রোমাইজ করা লাগবে, আর এপ্রিশিয়েন ও থাকবে না কোন।
কোন দিন নিজের ভাল্লাগার কিছু চাইলেই বি'ষ হয়ে যাবেন।
So never let anyone feel that you are low maintenance, create the tension so atleast the other person should have the mentality to give efforts for you.🤍