Mrk Rashad

Mrk Rashad لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ

🥰!........Every dream is colorful_
Only the facts are black and white.......🥹_
(5)

পৃথিবীর আসল সৌন্দর্য দেখতে হলে মানচিত্রের গণ্ডি পেরিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে।
15/08/2025

পৃথিবীর আসল সৌন্দর্য দেখতে হলে মানচিত্রের গণ্ডি পেরিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে।

আরো হাসো, আরো খুশি থাকো, জীবনে অনেক বড় হও, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা চাচ্চু।
27/07/2025

আরো হাসো, আরো খুশি থাকো, জীবনে অনেক বড় হও, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা চাচ্চু।

আমরা রাজবাড়ী সন্তান,রাজবাড়ী আমাদের গর্ব।জুলাই পদযাত্রার সপ্তদশতম দিনে রাজবাড়ী জেলায় অবিস্মরণীয় জনসমাগম ঘটেছে।প্রিয় রাজবা...
17/07/2025

আমরা রাজবাড়ী সন্তান,
রাজবাড়ী আমাদের গর্ব।
জুলাই পদযাত্রার সপ্তদশতম দিনে রাজবাড়ী জেলায় অবিস্মরণীয় জনসমাগম ঘটেছে।প্রিয় রাজবাড়ী বাসীর ভাবী Dr Tasnim Jara ডাকে নেমে এসেছে বিপ্লবী জনতার জোয়ার। এনসিপির রাজনীতির পাশে থাকার এই অঙ্গীকারই সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে তুলবে!

ব্যস্ত জীবন, ব্যস্ত শহর, ব্যস্ত আমরা সবাই… তারই মাঝে কিছু সময় একসাথে কাটাই।
12/07/2025

ব্যস্ত জীবন, ব্যস্ত শহর, ব্যস্ত আমরা সবাই… তারই মাঝে কিছু সময় একসাথে কাটাই।

Today, July 1, 2025, marks the fifth death anniversary of Latifur Rahman, the founding chairman of Transcom Group.আজ, জু...
01/07/2025

Today, July 1, 2025, marks the fifth death anniversary of Latifur Rahman, the founding chairman of Transcom Group.

আজ, জুলাই 1, 2025, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লাটিফুর রহমানের পঞ্চম মৃত্যুর বার্ষিকী।

🔲ভালো সম্পর্ক আমিও সবার সাথে রাখতে চাই,কিন্তু পারি না। কারন তেল মাইরা চলার স্বভাবটা আমার নাই।😎
25/06/2025

🔲ভালো সম্পর্ক আমিও সবার সাথে রাখতে চাই,কিন্তু পারি না।
কারন তেল মাইরা চলার স্বভাবটা আমার নাই।
😎

বাবা দিবসে জানাই সকল বাবাদের প্রতি শ্রদ্ধা, ও ভালোবাসা ।আপনাকে আমাকে....মা ৯ মাস বহন করে আর বাবা ২৫ বছর ধরে বহন করে, তবু...
15/06/2025

বাবা দিবসে জানাই সকল বাবাদের প্রতি শ্রদ্ধা, ও ভালোবাসা ।

আপনাকে আমাকে....
মা ৯ মাস বহন করে আর বাবা ২৫ বছর ধরে বহন করে, তবুও কেনো বাবা পিছিয়ে আছে তা আমার জানা নাই।
মা বিনা বেতনে সংসার চালায় আর বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করে,উভয়ের প্রচেষ্টাই সমান তবুও কেনো বাবারা পেয়েছি।

মা আপনাকে যা ইচ্ছে তা রান্না করে খাওয়ান, বাবা আপনাকে যা ইচ্ছে তা কিনে দেয়, তাদের উভয়ের ভালোবাসায় সমান, তারপরও কেন মায়ের ভালবাসাকে উচ্চস্থানে রেখেছে এবং বাবার ভালোবাসাকে পিছিয়ে রেখেছে আমার জানা নেই।

ফোনে কথা বললো সর্বপ্রথম মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলেও চিৎকার করে "মা" বলে কান্না করেন।আপনার প্রয়োজন হলে আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু আপনার কষ্টে বাবা ও কাঁদে তাহলে ছেলেমেয়েদের ভালোবাসার ক্ষেত্রে মায়ের তুলনায় বাবা কেন পিছিয়ে থাকে।

বাবা-মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছেলেমেয়ে বলে মা ঘরের কাজ দেখার জন্য অত্যন্ত উপকারী, অন্যদিকে বলে বাবা নাকি অকেজো।

আমি মনে করি, বাবা নামাক বটগাছ পিছনে কারন তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদন্ড তো আমাদের শরীরের পিছনে থাকে। অথচ মেরুদন্ডের কারণে আপনি আমি আজ সোজা হয়ে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণেই বাবা পিছিয়ে...!

বন্ধুত্বের বন্ধন অটুট, সময় পার হলেও মন থেকে ভুলা যায় না বন্ধুদের মুখ।ভাবিনি তোদের সাথে এভাবে দেখা হবে।তবে তোদের সাথে দ...
09/06/2025

বন্ধুত্বের বন্ধন অটুট, সময় পার হলেও মন থেকে ভুলা যায় না বন্ধুদের মুখ।
ভাবিনি তোদের সাথে এভাবে দেখা হবে।তবে তোদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো।

চাচ্চু আমার ভাব নেয়া শিখে গেছে 😎😊
08/06/2025

চাচ্চু আমার ভাব নেয়া শিখে গেছে 😎😊

"ত্যাগেই রয়েছে প্রকৃত ভালোবাসা। ইব্রাহিম (আ.) এর আদর্শে উজ্জীবিত হোক আমাদের আত্মা।"ত্যাগের এই দিনে, প্রিয়জনদের সঙ্গে কাট...
07/06/2025

"ত্যাগেই রয়েছে প্রকৃত ভালোবাসা। ইব্রাহিম (আ.) এর আদর্শে উজ্জীবিত হোক আমাদের আত্মা।

"ত্যাগের এই দিনে, প্রিয়জনদের সঙ্গে কাটুক সেরা সময়। ভালোবাসা ছড়িয়ে পড়ুক চারপাশে।

সকলকে জানাই ঈদের শুভেচ্ছা।

ঈদ-উল-আয্হা মোবারক 🌙

আমার কাছে এই প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল বন্ধুত্ব, আর সবচেয়ে প্রিয় স্মৃতি হল বন্ধুত্বের স্মৃতি। বন্ধুদের সাথে কাটান...
30/05/2025

আমার কাছে এই প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল বন্ধুত্ব, আর সবচেয়ে প্রিয় স্মৃতি হল বন্ধুত্বের স্মৃতি।
বন্ধুদের সাথে কাটানো সময় যখন স্মৃতি হয়ে যায়, তখন আবার যেন মনে হয় পুরোনো দিনে ফিরে যেতে এবং সেই বন্ধুদের সাথেই নতুন স্মৃতি তৈরি করতে।

“প্রকৃতির পথে হাঁটা, মনের প্রশান্তি।”
14/05/2025

“প্রকৃতির পথে হাঁটা, মনের প্রশান্তি।”

Address

Faridpur
Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mrk Rashad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mrk Rashad:

Share