Tania Rahman

Tania Rahman আসসালামু আলাইকুম ❣️

সবাই বেশি বেশি দোয়াটা পাঠ করবেন রমজানের শেষের দশ দিন🤲
24/03/2025

সবাই বেশি বেশি দোয়াটা পাঠ করবেন রমজানের শেষের দশ দিন🤲

11/03/2025
ছোট আর বড় ❤️😍
11/03/2025

ছোট আর বড় ❤️😍

08/03/2025

এক জীবনে আর কি চাই ❤️❤️❤️

04/03/2025

দেশে এরাই থাকুক আমরা গিয়ে চাঁদের বাসা বানাই🤢

27/02/2025

মজায় বাচি না আমার ছেলে বলে পিঠ চুলাকাইয়া দেও নইলে আন্দোলন করব🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣কোন দেশে আছি ভাবুন এবার 😇😇😇

20/01/2025

🍁🍁🍁🍁ধৈর্য্য ধারনের দোয়া🍁🍁🍁🍁
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
(রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়াতা ওয়াফফানা মুসলিমীন)
হে আমার রব, কঠিন পরীক্ষায় আপনি আমাদের ধৈর্য্য ধারন করার শক্তি দান করুন, এবং আপনার অনুগত বান্দা হিসেবে আমাদের মৃত্যু দান করুন।
সুরা আরাফ - আয়াত - ১২৬

15/07/2024

প্রশান্তি 😌😘

12/07/2024
শুভ জন্মদিন আমার বাবা পাখিটা। তুমি জীবনে অনেক ভালো থাকো ভালো মানুষ হও সেই দোয়া করি সব সময় তোমার জন্য মহান আল্লাহতালার ...
08/07/2024

শুভ জন্মদিন আমার বাবা পাখিটা। তুমি জীবনে অনেক ভালো থাকো ভালো মানুষ হও সেই দোয়া করি সব সময় তোমার জন্য মহান আল্লাহতালার কাছে।দেখতে দেখতে পাঁচটি বছর হয়ে গেল। মনে হয় এই তো সেদিনের কথা এইতো আমার ছোট্ট বাবুটা, যে আমার জীবনে একরাশ সুখ হাতে করে নিয়ে এসেছিলে আমার কোলজুড়ে।তোমার থেকে আমি মা হওয়ার এই অমায়িক অনুভূতিটা পেয়েছি।পৃথিবীর সমস্ত কিছুর অনুভূতি একদিকে আর মা হওয়ার অনুভূতি একদিকে।এই সুন্দর মায়াময় অনুভূতির কোন তুলনা হয় না তুমি এরকমই আজীবন আমার কাছে ছোট্টই থেকে যাবে আমার ছোট্ট সোনাপাখি নরমতুলতুলে হাত গুলো ধরতাম সারাদিন তাকিয়ে থাকতাম মনে হতো তোমার মধ্যে পৃথিবীর যত সুখ শান্তি আছে তার সংজ্ঞা তুমি🥰
তোমার মা যতদিন বেঁচে আছে তোমার জীবনে যত বড় সমস্যায আসুক যত প্রয়োজনই আসুক সাধ্যমত আমার সবকিছু দেয়ার চেষ্টা করব সমস্যা সমাধানের চেষ্টা করব। আশা করি বেঁচে থাকতে তোমাকে কোন কষ্ট পেতে দেবো না।তোমার আশেপাশে তোমার শুভাকাঙ্ক্ষীর নামে যে বিষধর সাপগুলো থাকে যে অমানুষগুলো থাকে তাদের থেকে আমি তোমাকে সারা জীবন দূরে রাখবো। যারা তোমাকে ভালোবাসে না পছন্দ করে না তোমাকে যারা ঠকাইছে তারা তোমার ধারে কাছেও আসতে পারবে না মায়ের প্রমিস তোমার কাছে।তুমি তোমার জীবন থেকে যে সামান্য বালুকণা হারাইছো বা যারা ঠকাইছে ইনশাআল্লাহ তার থেকে অনেক বেশি কিছু আমি তোমাকে করে দিব আমি যদি বেঁচে থাকি তোমার জীবনে অভাব আমি আসতে দিব না।ওই মানুষগুলো তোমার জীবনে কোনদিনও শুভাকাঙ্ক্ষী হয়েছিল না তোমার ভালো মন্দে তাদের কোনদিনই কিছু আসত যেত না তারা মনে মনে সব সময় তোমার খারাপই চাইতো।পৃথিবীতে কেউ থাকুক বা না থাকুক তোমার মা আছে তোমার সাথে🧑‍🍼🤰🤰🤰🧑‍🍼🧑‍🍼

বি.দ্রঃআমার অক্সিজেনটার জন্য তার শুভাকাঙ্ক্ষীরা সকলে অনেক অনেক দোয়া করিয়েন🙏🙏🙏🙏🙏🙏🙏 ゚ #ভালবাসা

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Tania Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share