Hasib Zayan.

Hasib Zayan. I mainly like to listen and talk about MONEY, BUSINESS, MARKETING, and every FINANCIAL topics.

--ভারত বনাম পাকিস্তান: যদি যুদ্ধ বেঁধে যায়, কাদের পাশে কে থাকবে?ভারত ও পাকিস্তান—দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী। যদি এ...
24/04/2025

--
ভারত বনাম পাকিস্তান: যদি যুদ্ধ বেঁধে যায়, কাদের পাশে কে থাকবে?

ভারত ও পাকিস্তান—দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী। যদি একদিন সরাসরি যুদ্ধ শুরু হয়, তাহলে কী রকম দাঁড়াবে শক্তির পাল্লা?

ভারতের সামরিক শক্তি:
১৪ লক্ষ সক্রিয় সেনা, ৪৭০০+ ট্যাংক, ৬০০+ যুদ্ধবিমান

পাকিস্তানের সামরিক শক্তি:
৬.৫ লক্ষ সেনা, ২৭০০+ ট্যাংক, ৪০০+ যুদ্ধবিমান

পারমাণবিক অস্ত্র:
ভারত ~১৬০, পাকিস্তান ~১৬৫ ওয়ারহেড

ভারতের মিত্র:
যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইজরায়েল, জাপান

পাকিস্তানের মিত্র:
চীন, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত

এ যুদ্ধ হলে শুধু দুই দেশই নয়, গোটা অঞ্চল হুমকির মুখে পড়বে।
আপনি কী মনে করো—এই উত্তেজনা ভবিষ্যতে কী রূপ নিতে পারে?

---

17/04/2025

প্রথম বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ও পরিবর্তনশীল এক অধ্যায়। কিন্তু কীভাবে শুরু হয়েছিল এই যুদ্ধ? একটা হত্যাকাণ্ডই কি ছিল এর কারণ?

এই ভিডিওতে আমরা জানব—অস্ট্রিয়া-হাঙ্গেরির যুবরাজ আর্কডিউক ফার্ডিনান্ডের হত্যাকাণ্ড থেকে কীভাবে ইউরোপ জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ল।

বাংলার ইতিহাসে অনেক রাজ্য ও সাম্রাজ্য এসেছে ও বিলীন হয়ে গেছে। এর মধ্যে একটি চমকপ্রদ ও অনেকটাই বিস্মৃত সাম্রাজ্য হলো বার...
04/04/2025

বাংলার ইতিহাসে অনেক রাজ্য ও সাম্রাজ্য এসেছে ও বিলীন হয়ে গেছে। এর মধ্যে একটি চমকপ্রদ ও অনেকটাই বিস্মৃত সাম্রাজ্য হলো বারো ভুঁইয়া আন্দোলন এবং ঈশা খাঁর বঙ্গ রাজ্য।

বারো ভুঁইয়া এবং ঈশা খাঁর হারিয়ে যাওয়া সাম্রাজ্য
১৫৭৬ সালে মুঘলরা বাংলাকে নিজেদের শাসনাধীন বলে দাবি করলেও, পুরো অঞ্চল তাদের হাতে আসেনি। বাংলার বিভিন্ন স্বাধীন রাজা ও জমিদারদের নিয়ে গঠিত হয়েছিল বারো ভুঁইয়া নামে এক শক্তিশালী সামরিক জোট। এদের নেতৃত্বে ছিলেন ঈশা খাঁ।

ঈশা খাঁর রাজ্যের বিস্তৃতি
বর্তমান ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর বিশাল অংশ জুড়ে ছিল তার শাসন।

মুঘলদের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

সোনারগাঁও ছিল তার রাজধানী, যা তখন বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল।

কেন এই সাম্রাজ্য হারিয়ে গেল?
ঈশা খাঁর মৃত্যুর পর তার উত্তরসূরিরা শক্তি ধরে রাখতে ব্যর্থ হন।

মুঘল সাম্রাজ্যের ক্রমবর্ধমান শক্তির কাছে বারো ভুঁইয়াদের পতন ঘটে।

১৬১০ সালে মুঘল সেনাপতি ইসলাম খাঁ ঢাকা দখল করেন, যা মুঘল শাসনের অধীনে বাংলা একত্রিত হওয়ার সূচনা করে।

কেন এটি বিস্মৃত হয়ে গেছে?
বারো ভুঁইয়াদের অবদানকে অনেক ক্ষেত্রেই ছোট করে দেখা হয়েছে।

মুঘলদের আনুষ্ঠানিক শাসনের আগে বাংলার স্বাধীন প্রতিরোধ নিয়ে খুব বেশি আলোচনা হয় না।

ঐতিহাসিকভাবে বাংলার লোকাল রাজাদের গুরুত্ব অনেকটাই উপেক্ষিত হয়েছে।

04/04/2025

বাংলাদেশের ইতিহাসে শত শত বছরের পুরনো মন্দির ও মসজিদ রয়েছে, যা আজও আমাদের ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 🤩🏛️🕌 এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মন্দির ও মসজিদের অবস্থান, তাদের নির্মাণকাল, স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব।

🔥 কি জানতে পারবেন এই ভিডিওতে?
✅ বাংলাদেশের সবচেয়ে পুরনো মসজিদ ও মন্দিরের নাম
✅ কোথায় অবস্থিত এবং কারা নির্মাণ করেছিলেন
✅ তাদের স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব

23/03/2025

"রাশিয়া এত বিশাল কেন? এর পেছনের চমকপ্রদ ইতিহাস!"
❓ রাশিয়া কেন পৃথিবীর সবচেয়ে বড় দেশ?
রাশিয়ার বিশাল আয়তনের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, ভূগোল এবং কৌশলগত বিস্তারের রহস্য। এই ভিডিওতে আমরা জানবো—
✅ রাশিয়ার ভূগোল ও বিস্তারের কারণ
✅ কীভাবে বিভিন্ন যুদ্ধ ও চুক্তি এর আয়তন বাড়িয়েছে
✅ সাইবেরিয়া এবং অন্যান্য অঞ্চল দখলের কাহিনি
✅ রাশিয়ার বিশালতা কীভাবে প্রভাব ফেলে অর্থনীতি ও জনসংখ্যায়

01/04/2024

Create a free website in just 10 minutes।।মাত্র 10 মিনিটে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করুন ।। PROFREEHOST

12/01/2024

পলাশী যুদ্ধ ।। BATTLE OF PLASSEY

ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্প হওয়া ঠেকিয়ে দেয় ??রিখটার স্কেলের ১ থেকে ১০ মাত্রায় প্রতিটি ঊর্ধ্বগামী ধাপে পূর্ববর্তী ধাপের...
09/12/2023

ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্প হওয়া ঠেকিয়ে দেয় ??

রিখটার স্কেলের ১ থেকে ১০ মাত্রায় প্রতিটি ঊর্ধ্বগামী ধাপে পূর্ববর্তী ধাপের ৩০ গুণ বেশি শক্তি অবমুক্ত হয়। ৩ মাত্রার ৩০ গুণে ৪ মাত্রা, আর ৯০০ গুণে ৫ মাত্রা আর ৯ মাত্রা মানে ৩ গুণের ৭২৯ বিলিয়ন গুণ শক্তির অব্যাহতি প্রদানকারী। কাজেই ছোট ছোট ভূমিকম্প ফল্ট লাইনের চাপ কিঞ্চিৎ কমালেও তা বড় ধরনের ভূমিকম্প ঠেকাতে পারে না। বড় ভূমিকম্পের চাপ কমাতে হলে হিসাব করে বিজ্ঞানীরা দেখিয়েছেন, রিখটার স্কেলের ৯ মাত্রার একটি ভূমিকম্পের বদলে একই স্কেলের ২ মাত্রার ১৬৩,৮৪০,০০০.০০০টি ভূমিকম্প হতে হবে। আর প্রতিদিন যদি ১০ লক্ষ এমন ভূমিকম্প হয়, তাহলে চাপ ফুরোতে সময় লাগবে ৫০০ বছর। কাজেই এটা স্পষ্ট, কম মাত্রার ভূমিকম্প বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্প ঠেকাতে কোনো ভূমিকা রাখতে পারে না। তবে সিসমলজিস্টরা বলে থাকেন, বড় ভূমিকম্পের আগে ছোট মাপের ভূমিকম্প হওয়ার অনেক নজির তারা দেখতে পেয়েছেন।

03/11/2023

গুপ্তচর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ।। সোভিয়েত ইউনিয়নের লক্ষ্য থেকে রাজনীতি তে উঠে আসার গল্প।

06/10/2023

বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ “বুরুন্ডি” // The poorest country in the world "BURUNDI"
তথ্যসূত্র : Wikipedia

07/08/2023

ব্যাংকিং ব্যবস্থার প্রচলন কিভাবে শুরু হলো? ।। কাগজের নোট ও ব্যাংকিং ব্যবস্থার প্রচলন।

Address

Dhaka
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasib Zayan. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share