
24/04/2025
--
ভারত বনাম পাকিস্তান: যদি যুদ্ধ বেঁধে যায়, কাদের পাশে কে থাকবে?
ভারত ও পাকিস্তান—দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী। যদি একদিন সরাসরি যুদ্ধ শুরু হয়, তাহলে কী রকম দাঁড়াবে শক্তির পাল্লা?
ভারতের সামরিক শক্তি:
১৪ লক্ষ সক্রিয় সেনা, ৪৭০০+ ট্যাংক, ৬০০+ যুদ্ধবিমান
পাকিস্তানের সামরিক শক্তি:
৬.৫ লক্ষ সেনা, ২৭০০+ ট্যাংক, ৪০০+ যুদ্ধবিমান
পারমাণবিক অস্ত্র:
ভারত ~১৬০, পাকিস্তান ~১৬৫ ওয়ারহেড
ভারতের মিত্র:
যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইজরায়েল, জাপান
পাকিস্তানের মিত্র:
চীন, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত
এ যুদ্ধ হলে শুধু দুই দেশই নয়, গোটা অঞ্চল হুমকির মুখে পড়বে।
আপনি কী মনে করো—এই উত্তেজনা ভবিষ্যতে কী রূপ নিতে পারে?
---