14/03/2024
কাল থেকে রোজা। শুধুমাত্র খাবার হতে বিরত থাকার পাশাপাশি যাবতীয় অন্যায়, অনিয়ম, অত্যাচার, ঘুষ, দূর্ণীতি, দখলদারিত্ব ইত্যাদি হতেও বিরত থাকা শুরু করুন চিরতরে। নইলে আপনি একজন ভণ্ড, হিপোক্রেট ধার্মিক।
এসব বাদ না দিলে আপনার শুধুমাত্র না খেয়ে থাকার কোনো মূল্য নেই।