Adiba51

Adiba51 Hello & Welcome

With Tasteful TABLE – I just got recognized as one of their top fans! 🎉
27/04/2025

With Tasteful TABLE – I just got recognized as one of their top fans! 🎉

প্রাচীন যুগে চীনারা যখন শান্তিতে বসবাস করার সিদ্ধান্ত নিল তখন তারা গ্রেট ওয়াল নির্মাণ করলো। চীনারা ভেবেছিল ওয়ালের উচ্চত...
22/10/2024

প্রাচীন যুগে চীনারা যখন শান্তিতে বসবাস করার সিদ্ধান্ত নিল তখন তারা গ্রেট ওয়াল নির্মাণ করলো। চীনারা ভেবেছিল ওয়ালের উচ্চতার জন্য কেউ টপকে তাদের আক্রমণ করতে পারবে না।

গ্রেট ওয়াল নির্মাণের প্রথম একশো বছরের মধ্যেই চীনারা তিন বার আক্রান্ত হয়। আশ্চর্যের বিষয় কোনোবারই আক্রমণকারীদের দেওয়াল টপকানোর বা ভাঙার প্রয়োজন হয় নাই।

কারণ প্রত্যেকবারই আক্রমণকারীরা দেওয়াল পাহারারত রক্ষীদের উৎকোচ দিয়ে সামনের গেইট দিয়ে ঢুকে গেছে। চীনারা অনেক পরিশ্রম করে মজবুত দেওয়াল তৈরি করেছিল। কিন্তু তারা দেওয়াল পাহারা দেওয়া রক্ষীদের চরিত্র মজবুত করার জন্য কোন পরিশ্রমই করেনি।

তাহলে দেখা যাচ্ছে- দেওয়াল মজবুত করার থেকে চরিত্র মজবুত করার প্রশ্নটিই আগে আসে। শুধু দেওয়াল মজবুত করার ফলাফল শূন্য।

তাই অনেক আগেই একজন প্রাচ‍্যদেশীয় দার্শনিক বলে গেছেন- তুমি যদি কোন সভ্যতা ধ্বংস করতে চাও তাহলে তিনটি কাজ কর-

১. যদি জাতিকে পদানত করতে চাও তাহলে তার পারিবারিক গঠন আগে ধ্বংস করো। পারিবারিক গঠন ধ্বংস করতে হলে সংসারে মায়ের ভূমিকাকে খাটো করে দেখাও যাতে সে গৃহবধূ হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে,

২. শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। এটা করতে হলে শিক্ষককে প্রাধান্য দিও না। সমাজে তার অবস্থান নিঁচু করে দেখাও যাতে তার ছাত্ররাই তাকে উপহাস করে, এবং

৩. তরুণ সমাজ যেন অনুসরণ করার মত কোন রোল মডেল না পায়। তাই তাদের সামনে জ্ঞানীদের নানাভাবে অপমান কর। রোল মডেলদের নামে অসংখ্য মিথ্যা কুৎসা রটাও যাতে তরুণ সমাজ তাদের অনুসরণ করতে দ্বিধাবোধ করে।

--------- সংগৃহীত ---------

03/06/2024

দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর বেটার অপশন পেয়ে মানুষ টাকে ছেড়ে দিচ্ছেন।
মানুষ টা আপনার জন্য কান্না করে বালিস ভেজাচ্ছে, আপনার শত শত অবহেলা পাওয়ার পরও পাগলা কুকুরের মতো আপনার পিছনে ছুটতেছে কি ভাবছেন মানুষটা খুব বোকা,, মানুষ টা বোকা নয় মানুষ টা আপনার আপনি টাতে আসক্ত ।
আর তাকে ঠকিয়ে নিজেকে কি ভাবতেছেন অনেক বড় চালাক আপনি।
একটা কথা মনে রাখবেন সব ভালোবাসায় কিন্তু ভালোবাসা থাকে না।

দেখবেন জীবনের কোনো এক পর্যায়ে বেটার মনে করে যার কাছে গেছেন তার কাছে মাথা গোঁজার ঠাঁই খুঁজে পাচ্ছেন না।
আপনি যেরকম করে ঐ মানুষ টাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে এই মানুষটির কাছে এসেছেন সেম একোই ভাবে এই মানুষটি আপনাকে ভেঙ্গে চুরমার করে দিবে।
না পারবেন সইতে না পারবেন কইতে ।
শুধু সময়ের অপেক্ষা পার্থক্য শুধু একটাই আজ আর কাল।
পোস্ট:কপিপোস্ট!

ভিন্ন ভিন্ন চরিত্র ৩ জোড়া ভালবাসা।
09/05/2024

ভিন্ন ভিন্ন চরিত্র ৩ জোড়া ভালবাসা।

লাইফ তো এরাই কাটাচ্ছে! আমরা তো পৃথিবীতে এসেছি এনআইডি কার্ড, সার্টিফিকেট, পাসপোর্ট  আর জন্ম নিবন্ধন এর ভুল সংশোধন করতে।
09/05/2024

লাইফ তো এরাই কাটাচ্ছে!
আমরা তো পৃথিবীতে এসেছি এনআইডি কার্ড, সার্টিফিকেট, পাসপোর্ট আর জন্ম নিবন্ধন এর ভুল সংশোধন করতে।

Address

Mirpur

Telephone

+8801776044072

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adiba51 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adiba51:

Share