Digital Sheba

Digital Sheba We are Digital Marketing Expert. Your Creative Solutions.
(1)

আমরা গভীরভাবে শোকাহতউত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।আহতদে...
22/07/2025

আমরা গভীরভাবে শোকাহত
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রতি রইলো আমাদের আন্তরিক সমবেদনা।
এই দুঃসময়ে আমরা সকলে একসাথে তাদের জন্য প্রার্থনা করি।

AI যখন ভুল তথ্য দেয় 😊আমি যখন Chatgpt কে একটি প্রশ্ন করি! 🙋 বাংলা তারিখ ১৩ ভাদ্র, ইংরেজি কবে হবে?🤖 সে উত্তর দিল: ৩০ অক্টো...
14/07/2025

AI যখন ভুল তথ্য দেয় 😊

আমি যখন Chatgpt কে একটি প্রশ্ন করি!
🙋 বাংলা তারিখ ১৩ ভাদ্র, ইংরেজি কবে হবে?
🤖 সে উত্তর দিল: ৩০ অক্টোবর, শনিবার।
🙋 কিন্তু আমি বললাম: না, শুক্রবার হবে।
🤖 সে সঙ্গে সঙ্গে সায় দিয়ে বলল: হ্যাঁ, শুক্রবারই হবে।
🙋 মজার ব্যাপার হলো পরে যখন বললাম: বৃহস্পতিবার হবে।
🤖 তখন সে বিভিন্ন তথ্য ও ক্যালকুলেশন দিয়ে জানালো: আসলে শনিবারই হবে।
এবং ভুল তথ্য দেওয়ার জন্য দু:খ প্রকাশ করল!

বর্তমান সময়ে আমরা অনেকটাই AI (কৃত্রিম বুদ্ধিমত্তা)-র ওপর নির্ভরশীল হয়ে উঠছি। তথ্য খোঁজা, কন্টেন্ট তৈরি এমনকি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও।

কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না —
➡️ AI কোনো আলাদা “মগজওয়ালা প্রাণী” নয়, বরং মানুষেরই তৈরি একটি টুল।
➡️ AI যেসব তথ্য পায়, সেগুলোর ভিত্তিতেই সে আমাদের উত্তর দেয়।
➡️ তাই ভুল তথ্য ইনপুট দিলে, ভুল আউটপুট আসার ঝুঁকিও থেকে যায়।

আমাদেরকে AI ব্যবহারে আরও সচেতন হতে হবে এবং এর সঠিক ব্যবহার জানতে হবে।
মনে রাখতে হবে AI আমাদের সহায়ক, পরিচালক নয়।

শুধুমাত্র প্রডাক্ট থাকলেই উদ্যোক্তা হওয়া যায় না...তার জন্য দরকার একটা দৃশ্যমানতা, একটা ঠিকানা — যেখানে মানুষ এসে জানবে, ...
11/07/2025

শুধুমাত্র প্রডাক্ট থাকলেই উদ্যোক্তা হওয়া যায় না...
তার জন্য দরকার একটা দৃশ্যমানতা, একটা ঠিকানা — যেখানে মানুষ এসে জানবে, বুঝবে, বিশ্বাস করবে এবং কিনবে।

আজকের ডিজিটাল যুগে অনলাইনে হাজারো মাধ্যম থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে পণ্যের উপস্থাপনার সবচেয়ে সহজ, কার্যকর ও জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক বিজনেস পেইজ।

তাই একজন উদ্যোক্তার প্রথম ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত — একটি ইউনিক, গোছানো ও প্রফেশনাল ফেসবুক বিজনেস পেইজ তৈরি করা।

সকল প্রকার ডিজিটাল মার্কেটিং সার্ভিস পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।

যোগাযোগ:
📞01990375823

এই যুগে বিজনেস শুধু গুণে চলে না, চলে দৃষ্টিতে ও ডিজিটালে।আপনার কাছে যতো ভালো মানের প্রোডাক্টই থাকুক না কেন, তা যদি মানুষ...
26/06/2025

এই যুগে বিজনেস শুধু গুণে চলে না, চলে দৃষ্টিতে ও ডিজিটালে।

আপনার কাছে যতো ভালো মানের প্রোডাক্টই থাকুক না কেন, তা যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে সেল সম্ভব নয়।

মানুষ অনলাইনে কেনাকাটা করার পূর্বে চয়েজ করে, রিভিউ দেখে, যাচাই করে, তারপর বিশ্বাস করে এবং সবশেষে সিদ্ধান্ত নেয় অর্ডার করার।

কিন্তু এখানেই শেষ নয়, অর্ডার করার পূর্বে ক্রেতারা একবার হলেও দেখে নেয়—
আপনার অনলাইন শপ, অর্থাৎ ফেসবুক পেজ বা ওয়েবসাইটটি কেমন? আপনার পোস্ট ও একটিভিটি বিশ্বাসযোগ্য কি না। পেইজ সাজানো গুছানো আছে কি না। এক্ষেত্রে পেইজের লাইক বা ফলোয়ারও খুবই গুরুত্বপূর্ণ।

তাই সবার আগে প্রয়োজন একটি বিশ্বাসযোগ্য, একটিভ এবং প্রফেশনাল ফেসবুক পেজ বা ওয়েবসাইট সহ সকল অনলাইন মাধ্যম।

আর এই সকল কিছুই পেয়ে যাবেন ডিজিটাল সেবায়।

যোগাযোগ:
Whatsup: 01790376140
Mail: digitalsheba365@gmail. com

"বিন্দুরিয়া সরকার বাড়ি একতা ফাউন্ডেশন"সকল ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার জন্য নিবেদিত একটি প্রতিষ্ঠান।অনেক...
17/06/2025

"বিন্দুরিয়া সরকার বাড়ি একতা ফাউন্ডেশন"
সকল ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার জন্য নিবেদিত একটি প্রতিষ্ঠান।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় Mominul Islam Sarkar ভাইয়াকে, উক্ত প্রতিষ্ঠানের জন্য লোগো ডিজাইন টি করার সুযোগ করে দেওয়ার জন্য।

এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের প্রত্যেক স্তরের মানুষের কল্যাণ এবং উন্নয়ন নিশ্চিত হোক — এই কামনাই আমাদের অঙ্গীকার।

👨‍👧‍👦 শুভ বাবা দিবস 💙যে মানুষটি নিজের স্বপ্নকে পেছনে রেখে আমাদের স্বপ্ন গড়ে তোলেন,যিনি ক্লান্ত শরীর নিয়েও হাসিমুখে বাড়ি ...
15/06/2025

👨‍👧‍👦 শুভ বাবা দিবস 💙

যে মানুষটি নিজের স্বপ্নকে পেছনে রেখে আমাদের স্বপ্ন গড়ে তোলেন,
যিনি ক্লান্ত শরীর নিয়েও হাসিমুখে বাড়ি ফেরেন,
তিনি "বাবা" — নিরব ভালোবাসার এক অদৃশ্য ছায়া।

আজকের এই বিশেষ দিনে পৃথিবীর সব বাবাকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা ও অফুরন্ত কৃতজ্ঞতা।

🌙 ঈদ মোবারক! 🕋ত্যাগের মহিমায় ভাসুক আমাদের জীবন 💫পবিত্র ঈদুল আজহার এই দিনে আমরা খুঁজে পাই হৃদয়ের বিশুদ্ধতা, শিখি আত্মত্যা...
06/06/2025

🌙 ঈদ মোবারক! 🕋
ত্যাগের মহিমায় ভাসুক আমাদের জীবন 💫

পবিত্র ঈদুল আজহার এই দিনে আমরা খুঁজে পাই হৃদয়ের বিশুদ্ধতা, শিখি আত্মত্যাগের মহান শিক্ষা,
আর গ্রহণ করি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।

আসুন, শুধুমাত্র পশু নয়—আমরা কোরবানি দিই হিংসা, লোভ, অহংকার আর অন্যায়ের।

ডিজিটাল সেবার পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।🌙

আইডি কার্ড ডিজাইন, ফিতা ও কার্ড হোল্ডার এখন Digital Sheba-তে!আপনার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবেন একসাথে ...
06/05/2025

আইডি কার্ড ডিজাইন, ফিতা ও কার্ড হোল্ডার এখন Digital Sheba-তে!

আপনার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবেন একসাথে —
✓ প্রফেশনাল ডিজাইনে আইডি কার্ড
✓ মানসম্পন্ন ফিতা
✓ টেকসই ও আকর্ষণীয় কভার
✓ সবচেয়ে কম রেটে

আমরা দিচ্ছি আপনার চাহিদামতো কাস্টম ডিজাইন ও নির্ভরযোগ্য সার্ভিস, সময়মতো ডেলিভারি নিশ্চিতসহ।

আপনার অফিস, স্কুল, সংগঠন কিংবা যেকোনো প্রতিষ্ঠানের জন্য অর্ডার করুন আজই!

যোগাযোগ:
Whatsup: 01990-375823

মাত্র ৫৯০ টাকায় ফেসবুক বিজনেস পেজের সাথে পাচ্ছেন ফুল সেট আপ। ঈদ উপলক্ষে ১৫০০ টাকার পেজ সাজানোর প্যাকেজ মাত্র ৫৯০ টাকায় 😱...
03/05/2025

মাত্র ৫৯০ টাকায় ফেসবুক বিজনেস পেজের সাথে পাচ্ছেন ফুল সেট আপ। ঈদ উপলক্ষে ১৫০০ টাকার পেজ সাজানোর প্যাকেজ মাত্র ৫৯০ টাকায় 😱
(এই অফারটি সীমিত সময়ের জন্য) 🎉

যেকোন অনলাইন ব্যবসার জন্য ফেসবুক পেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি সাজানো গুছানো পেজই পারে আপনার ব্যবসায় বৃদ্ধি ও উন্নতি করতে। 🎉 দোকান বা শপিংমল যেমন সাজানো গুছানো থাকলে ক্রেতার অভাব হয়না। তেমনি কাস্টুমারের নজর পেতে পেজেরও ডেকোরেশনের প্রয়োজন রয়েছে। 📢

অনেকেই পেজ খুলে সঠিক উপায়ে কাস্টুমাইজড না করেই কাজ শুরু করে দেন, চলে যান বুস্টে। কিন্তু এতে আশানুরূপ রেসপন্স পাওয়া যায় না। বুস্ট করার আগে ফেসবুক পেজের ফুল সেটআপ করা অবশ্যই জরুরি। তাই ফেসবুকের রুলস ও রেগুলেশন মেনে পেজটি সাজানোর কোন বিকল্প নেই।

▶কেন আমাদের দ্বারা পেজ সাজাবেন?
🔸কারণ আমরা অল্প খরচে ফেসবুকের রুলস ও রেগুলেশন মেনে পেজ তৈরি করে থাকি ও পুরাতন পেজ সাজিয়ে থাকি।

✅ফেসবুক পেইজ সেটআপে যে যে সার্ভিস গুলো পাবেন:
🔸একটি প্রফেশনাল ফেসবুক পেজ
🔸প্রফেশনাল লোগো ডিজাইন
🔸প্রফেশনাল কভার ফটো ডিজাইন
🔸অটো মেসেজ সেট করা
🔸CTA / হোয়াটসঅ্যাপ বাটন সংযুক্ত করা
🔸গুগল ম্যাপ এড্রেস সংযুক্ত করা
🔸Custome Username/URL
🔸কাস্টম ট্যাব অপশন
🔸FAQ সেটআপ
🔸QR কোড জেনারেশন
🔸Support Lifetime এবং
🔸ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমে পেইজ ম্যানেজমেন্ট প্রশিক্ষন।

এছাড়াও যেকোন ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস যেমন: এডস ক্যাম্পেইন ও বুস্টিং, প্রমোটিং, ব্যানার, আইডি কার্ড, ভিজিটিং কার্ড ডিজাইন ইত্যাদি পেয়ে যাবেন 'Digital Sheba' পেইজে।

⚡বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন অথবা যোগাযোগ করুন
☎️09696-376140
📞01990-375823
জরুরি প্রয়োজনে সরাসরি মেসেজ করুন হোয়াটসঅ্যাপে 📲 01990-375823

[বি:দ্র: কাজ শেষে ফুল পেমেন্ট নেওয়া হয়]

সকালে ঘুম ভাঙে যখন, শহর তখনও ঘুমিয়ে —কিন্তু একদল মানুষ তখন থেকেই জেগে থাকে।ইট গাঁথে, মাটি কাটে, বোঝা তোলে—তাঁদের ঘামে ঝল...
01/05/2025

সকালে ঘুম ভাঙে যখন, শহর তখনও ঘুমিয়ে —
কিন্তু একদল মানুষ তখন থেকেই জেগে থাকে।
ইট গাঁথে, মাটি কাটে, বোঝা তোলে—
তাঁদের ঘামে ঝলমল করে আমাদের প্রগতির পথ।

তাঁরা চায় না ক্যামেরা, চায় না কৃতিত্ব।
তাঁরা শুধু চায় ন্যায্য সম্মান, একটু নিরাপত্তা।

ডিজিটাল সেবা বিশ্বাস করে —
পরিশ্রমের কোনো বিকল্প নেই,
আর পরিশ্রমীর কোনো তুলনা হয় না।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে
আমরা মাথা নত করে জানাই
শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান।

100% real & targeted follower done ✅
21/04/2025

100% real & targeted follower done ✅

17/04/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Md Ramjan Ali

Address

Tangail

Telephone

+8801636161328

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Sheba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Sheba:

Share