SufiMusic SM

SufiMusic SM এই পেজটি একটি সুফিবাদ ভিত্তিক পেইজ।

07/04/2025

১ লাখ ১৭ হাজার মানুষের একটা শহর রাফাহ। সেখানে একটি মানুষও আর নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবেনা।আর কেউ সাহায্য চাইবেনা।

মানবহীন ভূমি দেখে যারা উল্লাস করছে তারা জানেনা প্রতিশোধের বদলা শুধু মানুষই নেয়না প্রকৃতিও নেয়। রাফার মাটির সাথে যে রক্ত মিশে আছে সেই রক্তমাখা মাটিই একদিন হিংস্র হয়ে গ্রাস করবে।

আজকে রাফা'হ মানবশূন্য।
ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'please Lord have marshy own my poor soul.

১ লাখ ১৭ হাজার মানুষের একটা শহর রাফাহ। সেখানে একটি মানুষও আর নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবেনা।আর কেউ সাহায্য চাই...
07/04/2025

১ লাখ ১৭ হাজার মানুষের একটা শহর রাফাহ। সেখানে একটি মানুষও আর নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবেনা।আর কেউ সাহায্য চাইবেনা।

মানবহীন ভূমি দেখে যারা উল্লাস করছে তারা জানেনা প্রতিশোধের বদলা শুধু মানুষই নেয়না প্রকৃতিও নেয়। রাফার মাটির সাথে যে রক্ত মিশে আছে সেই রক্তমাখা মাটিই একদিন হিংস্র হয়ে গ্রাস করবে।

আজকে রাফা'হ মানবশূন্য।
ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

মালাউন একটি সুপরিচিত শব্দ। অনেকেই মনে করে এই শব্দটি হিন্দুধর্মালম্বীদের বলে, আসলে তা না।______________________আসুন যেনে ...
09/01/2025

মালাউন একটি সুপরিচিত শব্দ।
অনেকেই মনে করে এই শব্দটি হিন্দুধর্মালম্বীদের বলে, আসলে তা না।
______________________

আসুন যেনে নেই এই মালাউন শব্দটি কাদের বলা হয়।

মূলতঃ মালাউন আরবি শব্দ, যার অর্থ - অভিশাপ্ত, বিতারিত, লানত।

➤যারা দয়াল রাসূল পাক (সাঃ)-কে কষ্টদিল, রাসূল পাক (সাঃ) -কে অপমান অপদস্ত হেয় করে ছোট করে কথা বলে তারা ধর্ম থেকে খারিজ হয়ে যায়, তাদেরকেই আল্লাহ অভিশাপ্ত "মালাউন" বলেছেন।
দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদের উপর লানত দিয়েছেন ( মালাউন) অভিশাপ্ত করেছেন ।
আল- কুরআন।

মালাউন,
সে যত বড় আলেম বুজুর্গ হোক না কেন, যত বড় পন্ডিত হোক না কেন,
যতই ইবাদত করুক না কেন?

দয়াল রাসূল পাক (সাঃ) হেয়ো করার কারণে তার উপরে সরাসরি আল্লাহর "লানত" অভিশাপ্ত করেছেন,

সে মালাউন, মালাউন, মালাউন।

06/10/2024

🔴 "জানে মান নেছারম বনামে হোসাইন,
ম নোম গোলাম, গোলামানে হোসাইন ৷"

অর্থাৎ, আমি নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছি ইমাম হোসাইন (আ.)- এর পদতলে। আমি তো কেবল তাঁরই গোলাম, যে হয়েছে হোসাইনের গোলাম ।

"শাহ আস্ত হোসাইন বাদশাহ আস্ত হোসাইন
দ্বীন আস্ত হোসাইন, দ্বীন পানাহ আস্ত হোসাইন,
ছেরদাদ ওয়া না দাদ দস্ত দরে দস্তে ইয়াজিদ,
হক্কা কে বেনায়ে লা ইলাহ আস্ত হোসাইন ।"

অর্থাৎ, আধ্যাত্মিক জগতের সম্রাট হলেন হোসাইন, বাদশাহ হলেন হোসাইন, ধর্ম হলেন হোসাইন, ধর্মের আশ্রয়দাতা হলেন হোসাইন। দিলেন মাথা, না দিলেন হাত, ইয়াজিদের হাতে। সত্য তো ইহাই যে, লা-ইলাহার মূল স্তম্ভই হলেন মাওলা হোসাইন (আ.)
(সূত্র : দেওয়ানে মইনুউদ্দীন :) ইয়া হাজা হাবিবুল্লাহ, মাতাফি হুব্বুল্লাহ,শাহান শাহে অলি,আফতাবে অলি,সুলতানুল হিন্দ,হিন্দাল অলি, আতায়ে রাসুল, ইয়া শেখ সৈয়দ মাওলানা খাজা মঈনুউদ্দিন চিশতী হাসান সাঞ্জারী আল হোইসানী ওয়াল হাসানী আওলাদে ইমাম আলি রেজা (আ.)।

10/09/2024

বিকা হুয়া মোল্লাদের প্ররোচনায় পরে সাধারণ মানুষ মুর্খতার পরিচয় দিচ্ছে, না জেনে না বুঝেই মাজার শরীফ ভাংচুর করছে।

10/09/2024
Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
05/07/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

13/12/2023

জাহাঙ্গীর প্রেমে যাও নেমে
ছাড়িয়া শত মায়ারি টান

05/12/2023

Address

Dhaka
Mirpur
MIRPUR1216

Alerts

Be the first to know and let us send you an email when SufiMusic SM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share