ABIRVAB News 24

  • Home
  • ABIRVAB News 24

ABIRVAB News 24 This is a Online Web portal based on Bangladesh News. Abirvab news24 is an online Bangla newspaper from Bangladesh.

The tag line of this news organization is "Shotto o nayer pothe". An online newspaper BD, Abirvab news 24 is often reporting on exclusive news related to politics and social issues. We are covering exclusive news from all over Bangladesh. We are an independent online newspaper of BD with a focus on journalism for the people by the people. Abirvab news24 is the go to place for all things Bangla. W

e keep you informed on what is trending and what the best places are for entertainment.

----------------------------------------------------------

আবির্ভাব নিউজ ২৪ বাংলাদেশের একটি অনলাইন বাংলা সংবাদপত্র। এই সংবাদ সংস্থার ট্যাগ লাইন হল "সত্য প্রকাশে সর্বদা আমরা প্রতিজ্ঞাবদ্ধ"। এদেশের একটি অনলাইন সংবাদপত্র, আবির্ভাব নিউজ ২৪ এর সংবাদ প্রায়শই রাজনীতি এবং সামাজিক সমস্যা সম্পর্কিত সত্য খবর প্রকাশ করে থাকে।

আমরা সারা বাংলাদেশ থেকে সংবাদ কভার করছি। আমরা জনগণের দ্বারা এবং জনসাধারণের জন্য সাংবাদিকতার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি স্বাধীন অনলাইন বাংলা সংবাদপত্র পরিচালনার নিয়ত প্রচেষ্টারত রয়েছি।

চিনে রাখুন এই ফেক আইডি, এই আইডি থেকে বিভিন্ন ফেক পেইজ খুলে বিভিন্ন মানুষের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয় এবং সবাই কে...
22/01/2025

চিনে রাখুন এই ফেক আইডি, এই আইডি থেকে বিভিন্ন ফেক পেইজ খুলে বিভিন্ন মানুষের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয় এবং সবাই কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়, সবাই এই আইডি তে বেশি বেশি রিপোর্ট করুন।

১৯৭২ সালের ১০ জানুয়ারি বিকেল ৪টা ২৫ মিনিট। রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ...
10/01/2025

১৯৭২ সালের ১০ জানুয়ারি বিকেল ৪টা ২৫ মিনিট। রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আওয়ামী লীগের প্রতীক নৌকার আদলে নির্মিত ১০০ ফুট দীর্ঘ মঞ্চে উঠে মাইকের সামনে দাঁড়ালেন, তখন তিনি শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন। তার দুই চোখ থেকে গড়িয়ে পড়ছিল অশ্রু। সেই কান্না সেদিন একটি জাতির আবেগের একমাত্র ভাষা হয়ে উঠেছিল।

বঙ্গবন্ধুর কান্নার সঙ্গে কেঁদেছিল লক্ষ লক্ষ বাঙালি। যুগে যুগে বাঙালির চোখের জল ঝরেছে, বুকের রক্ত দিয়ে ইতিহাস লিখেছে, কিন্তু সেদিন ছিল অন্যরকম। ৭ কোটি বাঙালির মমতার প্রতীক বঙ্গবন্ধুকে ফিরে পেয়ে সেদিনের আনন্দ-অশ্রু ছিল এক অভূতপূর্ব মুহূর্ত।

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু এই রেসকোর্স ময়দান থেকেই মুক্তির ডাক দিয়েছিলেন। সেদিন উত্তেজনায় ভরা মানুষের ঢল যেমন রেসকোর্সে জড়ো হয়েছিল, তেমনি ১৯৭২ সালের ১০ জানুয়ারিও ঢাকার পথে পথে মানুষের ঢল নেমেছিল। সেই উত্তেজনার সঙ্গে যোগ হয়েছিল স্বাধীনতার আনন্দ। সেদিন বঙ্গবন্ধু ঘোষণা দেন, **“আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলার একজন মানুষও বেঁচে থাকতে এই স্বাধীনতা কেউ নষ্ট করতে পারবে না। বাংলাকে দাবিয়ে রাখতে পারে এমন কোনো শক্তি নেই।”**

বঙ্গবন্ধু তাঁর বক্তৃতায় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। কান্নাজড়িত কণ্ঠে বলেন, **“আজ আমার জীবনের সাধ পূর্ণ হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন। বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, মুক্তিযোদ্ধা ও জনতার প্রতি জানাই সালাম। তোমরা আমার সালাম নাও। আমি জানতাম, বাংলাদেশ স্বাধীন হবে।”**

তিনি আরও বলেন, **“বাংলার মানুষ মুক্ত বাতাসে বাস করবে। খেয়ে-পরে সুখে থাকবে—এটাই আমার সাধনা।”** কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি টেনে বঙ্গবন্ধু বলেন, **“সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করোনি।”** তিনি বলেন, বাঙালি জাতি প্রমাণ করেছে যে তারা প্রাণ দিতে জানে। এমন সংগ্রাম ইতিহাসে বিরল।

# # # জাতি পুনর্গঠনের ডাক
বঙ্গবন্ধু বলেন, **“আমি প্রেসিডেন্ট বা নেতা হিসেবে নয়, আপনাদের ভাই হিসেবে বলছি—যদি দেশবাসী খাবার না পায়, বস্ত্র না পায়, যুবকরা কাজ না পায়, তাহলে স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। তোমাদের রক্ত বৃথা যেতে পারে না।”** তিনি দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

# # # অন্য ভাষাভাষীদের প্রতি আহ্বান
বঙ্গবন্ধু দেশবাসীকে অন্য ভাষাভাষী মানুষদের নিরাপত্তা প্রদানের অনুরোধ জানান। তিনি বলেন, **“আমরা বিশ্বকে দেখাতে চাই, বাঙালিরা শুধু স্বাধীনতার জন্য প্রাণ দিতে জানে না, তারা শান্তিতে বাস করতেও জানে।”**

# # # বঙ্গবন্ধুকে দেখতে মানুষের ঢল
সেদিন রেসকোর্স ময়দান ছিল জনতার ঢল। কুয়াশা কাটতে না কাটতেই মানুষের স্রোত ছুটে আসে। ৭০ বছর বয়সী করিমননেছা দুই শহীদ সন্তানের রক্তাক্ত কাপড় নিয়ে এসেছিলেন বঙ্গবন্ধুকে দেখার জন্য। তাঁর ভাষায়, **“আমি যার জন্য ছেলেগ পাডাইলাম যুদ্ধ করতে, তারে এক নজর দেইখা যাইতে আইছি।”** এমন হৃদয় নিংড়ানো ভালোবাসার সাক্ষী ছিলেন আরও অসংখ্য হাতেম আলী, জয়গুনা খাতুনের মতো মানুষ।

# # # বঙ্গবন্ধুর অভিভাষণ
তিনি স্পষ্ট ঘোষণা দেন, **“বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে। এর ভিত্তি গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।”** তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সাহায্যের আবেদন করেন। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, **“বাংলার মুক্তিযোদ্ধাদের জন্য ভারত যে সহযোগিতা করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।”**

# # # ঐতিহাসিক গুরুত্ব
১০ জানুয়ারি ১৯৭২, রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর আগমন ছিল স্বাধীন জাতির পুনর্জন্মের মাইলফলক। সেই দিনটি ছিল শুধু তাঁর স্বদেশ প্রত্যাবর্তন নয়; এটি ছিল বাঙালির বিজয়গাথার আরেকটি অধ্যায়।

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
30/12/2024

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

সিদ্ধান্ত আপনার .....
30/12/2024

সিদ্ধান্ত আপনার .....

কোটা আন্দোলনের উদ্দেশ্য নিয়ে  ‘সন্দেহ’ দায়িত্ব ছাড়লেন সিলেট অঞ্চলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরসহ-সমন্বয়ক নূর মো.বায়েজ...
16/07/2024

কোটা আন্দোলনের উদ্দেশ্য নিয়ে ‘সন্দেহ’
দায়িত্ব ছাড়লেন সিলেট অঞ্চলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
সহ-সমন্বয়ক নূর মো.বায়েজীদ হাসান

#বাংলাদেশ #কোটা #আন্দোলন #সিলেট

16/07/2024
তুমি কে, আমি কেবাঙালি, বাঙালি ....তোমার আমার ঠিকানা, পদ্মা, মেঘনা, যমুনা.... একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার .....
15/07/2024

তুমি কে, আমি কে
বাঙালি, বাঙালি ....
তোমার আমার ঠিকানা,
পদ্মা, মেঘনা, যমুনা....
একাত্তরের হাতিয়ার
গর্জে উঠুক আরেকবার .....

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️                      
04/07/2024

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️



















ঈদ-উল-আযহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো:১. সড়কপথে ঈদ...
12/06/2024

ঈদ-উল-আযহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো:

১. সড়কপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহ নিজেদের মধ্যে আন্ত:সমন্বয়ের মাধ্যমে সকল কার্যক্রম গ্রহণ করবে।

২. পুলিশ মহাপরিদর্শক যানজটমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে হটস্পট চিহ্নিতকরণ, হটস্পটসমূহে পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের দায়িত্বশীল জনবলের উপস্থিতি ও প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করবে।

৩. মহাসড়কের পাশে কিংবা যত্রতত্র কোরবানির পশুর হাট স্থাপনের অনুমতি প্রদানের ক্ষেত্রে আন্ত:দপ্তর সমন্বয়ে নিশ্চিত করতে হবে।

৪. এফবিসিসিআই ও বিজেএমইএ তাদের কর্মীদের একত্রে ছুটি প্রদান না করে ধাপে ধাপে ছুটি প্রদানের বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

৫. ঈদযাত্রা নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে হটস্পট চিহ্নিতকরণ, হটস্পটসমূহে অতিরিক্ত জনবল নিয়োগ, দুর্ঘটনায় পতিত কিংবা বিকল যানবাহন তাৎক্ষনিকভাবে অপসারণে নিবিড় সমন্বয় ও কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

৬. ঈদে রেলযাত্রা, রেলের টিকিটপ্রাপ্তি এবং সিডিউল রক্ষার বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করতে হবে। বিশেষ করে টিকিটপ্রাপ্তিতে যেকোন ধরনের ভোগান্তি, হয়রানি, প্রতারণারোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭. অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রয়ের বিষয়টি নিবিড়ভাবে মনিটরিংসহ সাইবার নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সাথে নজরদারি করতে হবে।

৮. সিডিউল বিপর্যয় রোধে বিকল্প ট্রেন, রিলিফ ট্রেনের ব্যবস্থা এবং বিকল্প অতিরিক্ত বগি রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

৯. ঈদে ঘরমুখী ও ফিরতি মানুষের নৌযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১০. নৌযানসমূহে অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং নৌযানসমূহের ফিটনেস নিশ্চিত করতে হবে।

১১. লঞ্চ, ফেরী ও নৌঘাটসমূহের নিরাপত্তা, যাত্রী-বান্ধব ঘাট ব্যবস্থাপনা এবং টিকিটপ্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।

১২. ঈদে বিমানযাত্রায় সরকারি বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থাসমূহ বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ তাদের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বৃদ্ধি করে যাত্রীসেবা সুনিশ্চিত করতে হবে।

১৩. ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি বড় বিমানের ব্যবস্থা করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

১৪. বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

#বাংলাদেশ #ঈদ #ঈদুলআযহা #সড়কনিরাপত্তা #পরিবহন

12/06/2024

আলো-আঁধারির সংমিশ্রণই মনুষ্য জীবন,
সুখ-দুঃখের আনাগোনা কারন কিংবা অকারণ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when ABIRVAB News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABIRVAB News 24:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share