Couple rels

Couple rels আবেগ দিয়ে দুনিয়া চলে না 🤙
(2)

20/11/2025

Only one sentence, That The sentence of DE>ATH!🫂🔥

i am confused 🥴🥴
30/10/2025

i am confused 🥴🥴

বন্ধুত্বের কারণেই এটা একটা শায়ারি!সবাই কাউকে না কাউকে বন্ধু বলে ডাকে, যা বাস্তবে সত্য নয়।• আনুগত্যের শহরে সম্ভবত একজন অন...
20/08/2025

বন্ধুত্বের কারণেই এটা একটা শায়ারি!

সবাই কাউকে না কাউকে বন্ধু বলে ডাকে, যা বাস্তবে সত্য নয়।

• আনুগত্যের শহরে সম্ভবত একজন অনুগত ব্যক্তি থাকে। অথবা আনুগত্যের শহরে সম্ভবত একজন অনুগত ব্যক্তি থাকে। তুমি হাজার হাজার বন্ধু খুঁজে পেতে পারো, কিন্তু একজন বন্ধুও পাও না।🖤

Your power is so far. > 😊💌🦋
09/08/2025

Your power is so far. > 😊💌🦋

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেক...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"! ❤️
©

20/07/2025

বাংলাদেশে জন্ম না নিলে বুঝতামই না যে, এদেশের রাজনৈতিক দলগুলো এত মারামারি করছে শুধু জনগণের সেবা করার জন্য 🤣

🥱🥱
18/07/2025

🥱🥱

🤗🤗🤗
15/07/2025

🤗🤗🤗

পুরান ঢাকার এক সাধারণ ব্যবসায়ী। রাজনীতি করতেন না, পরিচিত ছিলেন একজন পরিশ্রমী মানুষ হিসেবে। কিন্তু তার অপরাধ? শুধু এই যে,...
11/07/2025

পুরান ঢাকার এক সাধারণ ব্যবসায়ী। রাজনীতি করতেন না, পরিচিত ছিলেন একজন পরিশ্রমী মানুষ হিসেবে। কিন্তু তার অপরাধ? শুধু এই যে, তিনি চাঁদা দেননি। আর সেই ‘অপরাধেই’ তাকে প্রকাশ্যে খুন করা হলো।

মানুষের সামনে, দিনের আলোয়, রাস্তায়। খুন করার পর তার নিথর দেহের উপর উঠে ঘৃণার এক নৃত্য পরিবেশন করল খুনি। কেউ এগিয়ে আসেনি। সাহস করেনি। কারণ, অভিযুক্ত ব্যক্তি একজন প্রভাবশালী যুবদল নেতার পদপ্রার্থী।

এই লজ্জা কার? রাষ্ট্রের? নাকি আমাদের সবার?

একজন মানুষকে খুন করে, তার লাশের উপর দাঁড়িয়ে নাচে যাদের মন গলে না—তারা মানুষ না, তারা সমাজের ভয়ংকরতম বিকৃতি।

ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার বলেছেন, “যা হয়েছে, তা চিন্তার বাইরে।” কিন্তু আমরা কি আর চিন্তা করি? না হয় ভাবনার ক্ষমতা হারিয়েছি অনেক আগেই?

এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? যেখানে রাজনৈতিক পরিচয় বর্ম হয়ে দাঁড়ায়, আর ন্যায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে যায় ভয় আর নির্লজ্জ নিরবতায়?

আজকে, ৫ আগস্টের পর ‘দেশের মালিক’ হয়ে ওঠা এক রাজনৈতিক গোষ্ঠীর কাছে মাথা না ঝোকানোর দায়ে একজন সাধারণ মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয়।

নতুন দিনের স্বপ্ন আমরা দেখি ঠিকই, নতুন সংবিধানের কথা বলি, ‘হাসিনা মুক্ত’ আর ‘আওয়ামী লীগ মুক্ত’ বাংলাদেশ গড়ার কথা বলি। কিন্তু এই বাংলাদেশে যদি চাঁদা না দিলেই জীবন কেড়ে নেওয়া হয়, তাহলে সেই স্বপ্ন শুধু ধোঁয়া হয়ে মিলিয়ে যায়।

সবাই চুপ। কেউ কিছু বলে না। কেউ প্রতিবাদ করে না। শুধু একটা লাশ পড়ে থাকে রাস্তায়, আর আমরা মুখ ফিরিয়ে নেই।

এই নীরবতা, এই লজ্জা কোথায় রাখি?

24/06/2025

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্ভবত ইরান একমাত্র দেশ যারা কিনা ২০২০ সালে আর বর্তমানে আমেরিকান সেনা ঘাঁটিতে আক্রমন করার সাহস পেয়েছে🇮🇷💥

22/06/2025

তারা তাদের বন্ধু দেশের পক্ষে বো*ম ফেলে।
আর মুসলিমরা কী করে?
এতোদিন ফিলিস্তিনের খবর দেখছে, এখন ইরানেরটা দেখবে।

21/06/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Merajul Islam Meraj, Abdul Azim, Md Mamun, মোঃ স্বপন চৌধুরী, Shohid Islam, Md Zakir Hossain Shamim, Nahid Ullah, Sadiq Minapal

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Couple rels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Couple rels:

Share