Code Tech BD

Code Tech BD Code Tech BD is one of the best code learning platform in Dhaka and Rajshahi.

Relatable ??
11/04/2025

Relatable ??

Asolei ?
11/04/2025

Asolei ?

এই লোকটা ড. ইউনুসের থেকেও বড় খেলোয়াড় হবে মনে হয়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ...
09/04/2025

এই লোকটা ড. ইউনুসের থেকেও বড় খেলোয়াড় হবে মনে হয়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলো না।
বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতোটা শক্ত খেলোয়াড় তা টের পাবা মাস ছয়েক পরেই। এই ছেলেরা ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না; দেশ বদলে দেয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দাও প্লিজ।
ইতিমধ্যেই সে স্টারলিং নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর ১০০ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে।
৫টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে, রিভার ম্যানেজমেন্টের প্লান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে; ৪ টা আন্তর্জাতিক মানের হাসপাতাল (বিদেশী বিনিয়োগে) তৈরির প্রক্রিয়া চালাচ্ছে; ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশী বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে।
ইতিমধ্যেই ১০টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি কার্যক্রম চলছে..
ভাই মাত্র কয়েক দিনে এগুলা করেছে সে। যদি সে ৩৬৫ দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগ গুলা..
তার লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে। যা দেশের ৩ কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। কম হলেও ১ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।
পরবর্তী সরকারে যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে ৩ বছর। ইনশাআল্লাহ।
📍 Radiant Khan | Beyond Stories

🌙 রমজানের প্রথম রোজার শুভেচ্ছা! 🤲✨আলহামদুলিল্লাহ! আজ পবিত্র রমজানের প্রথম রোজা। এই বরকতময় মাস আমাদের ধৈর্য, সংযম ও ইবাদত...
01/03/2025

🌙 রমজানের প্রথম রোজার শুভেচ্ছা! 🤲✨

আলহামদুলিল্লাহ! আজ পবিত্র রমজানের প্রথম রোজা। এই বরকতময় মাস আমাদের ধৈর্য, সংযম ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির সুযোগ এনে দেয়। 💙

Code Tech BD পরিবার থেকে সবাইকে জানাই পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা। 🌙 এই রমজান হোক আমাদের জন্য বরকতময়, শান্তিপূর্ণ ও রহমতের!

আপনারা যারা নতুন কিছু শিখতে চান, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য আমাদের ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনসহ নানা ধরনের কোর্স চালু রয়েছে।

🌟 চলুন, এই রমজানে নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলি!

📌 আপনারা কীভাবে এই রমজানকে আরও প্রোডাক্টিভভাবে কাজে লাগাতে চান? কমেন্টে জানান! 📝

আজ ২১ ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস। এই দিনটি শুধু আমাদের ভাষা এবং সংস্কৃতির গৌরবময় ইতিহাসকে স্মরণ করিয...
21/02/2025

আজ ২১ ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস। এই দিনটি শুধু আমাদের ভাষা এবং সংস্কৃতির গৌরবময় ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়, বরং আমাদের নিজেদের শিখতে, বেড়ে উঠতে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে আমরা নতুন সুযোগ সৃষ্টি করি, এবং আমাদের ট্রেনিং প্রোগ্রামও সেই লক্ষ্যে কাজ করছে। ভাষা ও শিক্ষা আমাদের শক্তি, আসুন একে এগিয়ে নিয়ে যাই। 🌟

'হঠাৎ করেই পুরো বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে চাইনিজ AI অ্যাসিস্ট্যান্ট "DeepSeek"। ইতিমধ্যেই এটি USA এবং UK-তে...
28/01/2025

'হঠাৎ করেই পুরো বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে চাইনিজ AI অ্যাসিস্ট্যান্ট "DeepSeek"। ইতিমধ্যেই এটি USA এবং UK-তে ChatGPT-কে পেছনে ফেলে No.1 প্রোডাক্টিভিটি অ্যাপ হিসেবে স্থান করে নিয়েছে!'
হিংসায় US কোম্পানি google তাদের Gmail দিয়ে DeepSeek এ কোন রেজিঃ করতে দিচ্ছে না। রেজিঃ করলে তারা কোন কোড ডেলিভারী দিচ্ছে না, সরাসরি DeepSeek থেকে লগইন উইথ গুগল দিলে ও লগইন হচ্ছে না, কি জ্বালা 😁😛
বিঃ দ্রাঃ এটা সার্ভার প্রবলেম হতে পারে, অনেকের হচ্ছে, আবার অনেকের হচ্ছে না। আশাকরি দ্রুত এটা ঠিক হয়ে যাবে।👍

31/12/2024

🎉 শুভ নববর্ষ ২০২৫! 🎉
নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, আর নতুন সম্ভাবনা।
২০২৪ সাল কেমন কাটলো, তা যেমনই হোক না কেন, ২০২৫ আপনাকে নতুন কিছু শুরু করার আরেকটি সুযোগ দিচ্ছে।
Code Tech BD-এর পক্ষ থেকে আপনাকে এবং আপনার প্রিয়জনকে জানাই হৃদয় থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা।
আমরা এই বছর আরও বেশি উদ্যম, শিক্ষার প্রতি অঙ্গীকার, এবং আপনাদের উন্নতির জন্য নতুন উদ্যোগ নিয়ে আসছি।
২০২৫ সালে আপনার লক্ষ্য হোক:
🌟 নতুন কিছু শেখা
🌟 নিজের দক্ষতাকে আরও সমৃদ্ধ করা
🌟 স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া
আমরা বিশ্বাস করি, "প্রত্যেকটি নতুন দিনই একটি নতুন সুযোগ"।
চলুন, এই বছরটি একসাথে স্মরণীয় করে তুলি।
শুভ নববর্ষ!
সুখ, শান্তি, এবং সাফল্য আপনার জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ুক। ❤️✨

Code Tech BD
আপনার ফ্রিলান্সিং শেখার সেরা সঙ্গী।

21/10/2024

SC তে পাশ ফেল যাই করো, লেখাপড়াটা এখানেই শেষ করো। এখন বিদেশ চলে যাও। যদি এটা করতে পারো ১০/১২ বছর পর তুমি সুপ্রতিষ্ঠিত। গাড়ী বাড়ি সব ই থাকবে। আর তোমার পড়ুয়া বন্ধু দেখবা তখন লেখাপড়া শেষ করে ১৮ হাজার টাকা বেতনের চাকুরী করছে। দু চারজন হয়তো বিসিএস ক্যাডার হয়েছে আর বাকিসব বেকার ঘুরছে।
প্রাতিষ্ঠানিক লেখাপড়া, বিশেষ করে আমাদের মত তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য একটা অভিশাপের মতো। সময় মতো কিছু শেষ করতে পারবা না। শেষ করলেও চাকুরী পাবা না। চাকুরী পেলেও পেটে তিন বেলা ভাত দেয়া ছাড়া এটা দিয়ে আর কিছু করতে পারবা না। ১৮-৩০ একটা মানুষের জীবনে সবচেয়ে স্বনার্লী সময়। আর সেই মহাগুরুত্বপূর্ণ সময়টাই আমাদের দেশে ছেলেমেয়েরা একদম অযথা শুয়ে বসে আড্ডা মেরে শেষ করে। এটা তাদের দোষ না। আমাদের সিস্টেমের দোষ। সিস্টেম এই দেশে কখনো বদলাবে না। সমাজও ভালো হবে না। সমাজ কখনো ভালোর দিকে যায় না। বরং উল্টো দিন দিন খারাপের দিকে যায়। শুধুমাত্র উচ্চশিক্ষা নিতে গিয়ে লাখ লাখ ছেলেমেয়ের জীবন এই দেশে নীরবে নষ্ট হচ্ছে। কেউ তা টেরও পাচ্ছে না।
বিদেশে গিয়ে ১০/১২ বছর কামলা দাও আর যাই ই দাও। নিজের শ্রম দিয়ে উপার্জন করে আর্থিকভাবে সাবলম্বী হবার পর জীবনে তাকিয়ে দেখবে লেখাপড়া আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বিষয় না। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও জীবনে তেমন কিছু আসে যায় না। যারা বিজ্ঞানী হবে, ডাক্তার হবে যাদের কোন স্পেশাল কোয়ালিটি থাকে তারা লেখাপড়া করুক। তোমার বিজ্ঞানী হবার দরকার নেই ডাক্তার হবার দরকার নেই, তোমার স্পেশাল কোন গুনও নেই। তোমার শিক্ষার একমাত্র লক্ষ্য একটা চাকুরী। নিন্ম মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবার থেকে আসা প্রতিটি জীবনের লেখাপড়ার উদ্দেশ্য ই হচ্ছে, একটা চাকুরী।
জীবনে টাকা পয়সা হবার পর নিজের বাড়ীতে একটা সুবিশাল লাইব্রেরী দিও। সেখানে রাজ্যের জ্ঞানের বই রাখো। শিক্ষা যদি জ্ঞান অর্জনের জন্যই হয় তাহলে একাডেমিক লেখাপড়া না থাকলেও চলে। সেই লাইব্রেরীতে বসে বসে জ্ঞান অর্জন করিও। তবে অবশ্যই সেটা টাকা অর্জনের পর। জ্ঞান অর্জনের চেয়ে টাকা অর্জন জীবনে বেশী গুরুত্বপূর্ণ। এটা তখন ই বুঝবা যখন বয়স ৩০ পার হবে। কিন্তু তখন আর কিছু করার থাকে না। এর চেয়ে আগেভাগেই বুঝো। অল্প হলেও বুঝো।

আগেই ভালো ছিলোদের জন্য,৯০ টাকার পেট্রোল ১৩৫ টাকা এক রাতেই, সেটা ভালো ছিল,৮০ টাকার ডিজেল কেরোসিন ১২০ আগেই ভালো ছিল,১০০ টা...
21/10/2024

আগেই ভালো ছিলোদের জন্য,
৯০ টাকার পেট্রোল ১৩৫ টাকা এক রাতেই, সেটা ভালো ছিল,
৮০ টাকার ডিজেল কেরোসিন ১২০ আগেই ভালো ছিল,
১০০ টাকার সয়াবিন তেল ৬ মাসের মধ্যে ১৮০ টাকা হয়েছিল, আগেই ভালো ছিল,
৭০ টাকার চিনি ১৩০ টাকা হয়েছিল আগেই ভালো ছিল,
১২০ টাকার মুরগী ২৪০ /২৭০ হয়েছিল আগেই ভালো ছিল, ৫০ টাকার পেয়াজ ২০০ হয়েছিল আগেই ভালো ছিল,
৪০ টাকার চনার ডাল ৮০ টাকা হয়েছিল আগেই ভালো ছিল
৭০ টাকার মুসর ডাল ১৩০ হয়েছিল আগেই ভালো ছিল, ডিমের ডজন ১৭০ গেছিল আগেই ভালো ছিলো,
২০ টাকার আলু ৫০/৬০ হয়েছিল আগেই ভালো ছিল, লজ্জা করেনা এইসব বলতে!
আগে চুরির টাকা ছিল তাই দাম হলেও সমস্যা হয়নি, এখন কাজ করে কিনে খেতে হচ্ছে তাই সমস্যা হচ্ছে!

19/10/2024

ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া কি হালাল?

সাধারণভাবে, বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন করা ইসলামে সহজাতভাবে হারাম (নিষিদ্ধ) নয় , যতক্ষণ না বিজ্ঞাপনের বিষয়বস্তু এবং যে উপায়ে এটি প্রচার করা হয় তা ইসলামিক নীতিমালা মেনে চলে

যে ব্যক্তি খেলার আগে হারার চিন্তা করে সে জীবনে কখনো জিততে পারে না। আপনার আশেপাশে থাকা মানুষগুলো  আপনার হার দেখার অপেক্ষা...
08/10/2024

যে ব্যক্তি খেলার আগে হারার চিন্তা করে
সে জীবনে কখনো জিততে পারে না।

আপনার আশেপাশে থাকা মানুষগুলো আপনার হার দেখার অপেক্ষায় আছে।

আপনি যদি সফল হওয়ার অপেক্ষায় না থাকেন আপনি একদিন হাসির পাত্র হবেন। তাই সফল হওয়া টা জরুরী।

বস বাস্তবতা কিন্তু অনেক কঠিন 😕

এত বড় একটা বন্যা, তার একটুও কান্না দেখলাম না। প্লেন থেকে হাত নাড়িয়ে একটু হায় দিতে দেখলাম না... কী পাষণ্ড মানুষ! এখন আসছ...
25/08/2024

এত বড় একটা বন্যা, তার একটুও কান্না দেখলাম না। প্লেন থেকে হাত নাড়িয়ে একটু হায় দিতে দেখলাম না... কী পাষণ্ড মানুষ! এখন আসছে এক হাজার কোটি টাকা নিয়ে।

Address

159/2/B
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Code Tech BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share