মাজলুম-কাফেলা-

মাজলুম-কাফেলা- 🇧 ""বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ,,, 💪👊

06/08/2025

জুলাই জাগরণ..! 🤫
কালচারাল ফেস্ট..🤔
সোহরাওয়ার্দী উদ্যান
#কালচারালফেস্ট #জুলাই #জাগরন #সাইমুম #ছাত্রশিববির
মাজলুম-কাফেলা-

Dreams experienced in silence are very beautiful..💜 ゚
05/08/2025

Dreams experienced in silence are very beautiful..💜

05/08/2025

আজকে বাংলাদেশের সেই ঐতিহাসিক ৩৬ এজুলাই তথা ৫ আগস্ট, ২০২৪ সালের এই দিনে, বাংলাদেশের উপর থেকে আল্লাহ কারিম এক জগদ্দাল পাথর সরিয়ে দিয়েছিলেন। যার মাধ্যমে মানুষের মনে নতুন স্বপ্নের উত্থান ঘটেছিল। আজকের এই দিনে, দীর্ঘদিন যাবত স্বৈরশাসক দ্বারা শাসিত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল। আবার যেনো বাংলাদেশের জন্য একই রকম ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরি না হয় সেদিকে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিটি মানুষের সচেতনতা দরকার। এ দেশ আমার এ দেশ আপনার সুতরাং এদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমার এবং আপনার। আমরা চাই না আমাদের উপরে কেউ কর্তৃত্ব করুক, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো গোলামী করতে রাজি নই।

জুতা ও ছাতার মাঝে দাঁড়িয়ে থাকা যে সত্তাটি তাকেই আমরা মানুষ বলি। কিন্তু সব মানুষ কি সত্যিই মানুষ?যার কোনো দর্শন নেই,  জ্ঞ...
03/08/2025

জুতা ও ছাতার মাঝে দাঁড়িয়ে থাকা যে সত্তাটি তাকেই আমরা মানুষ বলি। কিন্তু সব মানুষ কি সত্যিই মানুষ?

যার কোনো দর্শন নেই, জ্ঞান নেই। সে কি সত্যিই একজন “চেতনা-সম্পন্ন” মানুষ, নাকি কেবলই এক ‘যন্ত্র’?

জুতা তাকে চালায়, ছাতা তাকে ঢেকে রাখে। আর সে নিজের অস্তিত্বটুকু খুঁজে না পেয়ে হাঁটে, শুধু হাঁটে…
কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, জানে না।

এমন মানুষ শুধু অস্তিত্বে থাকে, উপস্থিতিতে নয়।
সে বই পড়ে না, ভাবনায় ডুবে না, নিজেকে প্রশ্ন করে না। তাই তার মনও চুপচাপ দাঁড়িয়ে থাকে ওই জুতার আর ছাতার মাঝখানে, এক শূন্যতার মধ্যে।

মানুষ হওয়ার জন্য দরকার নিজস্ব দর্শন, প্রয়োজন জ্ঞান। নইলে সে কেবলই একটি চলন্ত দেহ বলেই আমার মনে হয়।
゚ #মানুষ
মাজলুম-কাফেলা-

02/08/2025

পিতৃতুল্য চাচাকে রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী ঝাড়ফুঁক করছেন একজন শহীদ পিতার গর্বিত সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আসলে আমাদের কাছে তো রক্তের সম্পর্কের চেয়েও ইসলামী আন্দোলনের সম্পর্কটা সবচেয়ে বড়। আমরা ইসলামী আন্দোলনের একজন ক্ষুদ্র কর্মীর ব্যথায় ও ব্যতীত হই।

আমরা মহান রবের নিকট দোয়া করছি। রব যেন অতি দ্রুত ইসলামী আন্দোলনের এই কিংবদন্তিকে আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থতার সাথে ফিরিয়ে দেন। আমিন 🤲🤲

Address

Mirpur

Telephone

+8801792738420

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাজলুম-কাফেলা- posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাজলুম-কাফেলা-:

Share