Muhammad Arafat Rahman

Muhammad Arafat Rahman - আমার পৃথিবী,স্বর্গের মতোই চির অদেখা! " সাতান্তাহি আল-হার্‌ব ইয়াওমান, ওয়া আঊদ ইলা ক্বাসিদাতি "

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছ...
18/09/2025

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছোট শিশুটির বয়স এক প্লাস। বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)। মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা। বড় শিশুটির কপাল তার মা'র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে। ছোট শিশুটি গভীর ঘুমে। বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম। বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না। এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম। কিন্তু যেই-সেই। মহিলার কোনো সাড়া-শব্দ নেই। আমার সাথে আমার ইস্ত্রী ছিলো। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো! আমি বুজিনাই। আমার সইলডা খারাপ। আতে অনেক বিষ। কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।

আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন। আমি ওকে খুব যত্নে রাখবো। ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার এতো কষ্ট করা লাগবে না। দিবেন?
মহিলা বললো, না না। আমি ওরে পড়ামু। ও আমারে ছাইড়া যাইবো না। ও আমারে থুইয়া থাকা পারবো না।

(সংগৃহীত)


17/09/2025

🤷‍♂️

16/09/2025

শ্রীলঙ্কা-বাংলাদেশ ভাই ভাই।
এ ছাড়া বাংলাদেশের গতি নাই।
শ্রীলঙ্কা জিন্দাবাদ
আফগান মুর্দাবাদ।🤡

আমার বিয়ের দিন মোনাজাতে রবের কাছে দোয়া করতেছিলাম যে ‘হে আমার রব আমাকে আপনি সুখে শান্তিতে এবং সুন্দর একটা জীবন পাড়ি দিত...
16/09/2025

আমার বিয়ের দিন মোনাজাতে রবের কাছে দোয়া করতেছিলাম যে ‘হে আমার রব আমাকে আপনি সুখে শান্তিতে এবং সুন্দর একটা জীবন পাড়ি দিতে সহায়তা করুন।’ আমিন।😒
কিন্তু মোনাজাতে আমি ধৈর্যেরশীল হওয়ার কথাটা উল্লেখ করি নাই, কারণ সংসার করতে এসে দেখি ধৈর্যশীল হওয়াটা বেশি জরুরি ছিল বিয়ে করার চেয়ে।
বউয়ের কোনটা যে হ্যাঁ আর কোনটা না এই বিষয়টা যদি ধরতে না পারেন তাহলে সংসার আর দেব দাসের জীবন দুইটা ঘুলিয়ে ফেলবেন।🥴
আমার গুরু স্যার হুমায়ূন আহমেদ এই জন্যই বলেছিল পুরুষ আসলে দুইপ্রকারের "মৃত আর বিবাহিত"!
তাই যারা ভবিষ্যতে বিয়ে করবেন ভাবছেন তারা ভালোমতো মোনাজাতে ধৈর্যশীল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। আমি সব কথা এখানে বলতে পারছি না বলে দুঃখীত।🥸
যদি কেউ দেখেন আমি পেইজে আর পোস্ট দিচ্ছি না তাহলে বুঝে নিবেন আমি জেলখানায় আছি।
দোয়া চাই সকলের।😷
আমিন।😇

16/09/2025

এক ভাই জিজ্ঞাসা করলো, "হানিয়া আমির টা আবার কে?
আরেক ভাই উত্তর দিছে, জামায়াতের আমীরের মেয়ে?"

14/09/2025

হজ্জ কিংবা ওমরায় যাওয়ার পর আপনার সাথে কি এমন কিছু ঘটেছে যেটা মিরাক্যাল ছিল?

14/09/2025

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত!!

13/09/2025

সম্ভবত এই পর্যন্ত জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছি। না দৌড়াচ্ছি না হাঁটছি তবুও হাঁপিয়ে যাচ্ছি, ওভারথিংক করতে করতে।
আমার চোখে শুধু অন্ধকার নেমে আসছে। আমি জানিনা আমি কি করবো। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে চুপচাপ বসে থাকা টা পরিস্থিতি কে আরও বেশি ভয়ংকর করে তুলছে।
দীর্ঘ সময় ধরে বুক টা ভার হয়ে আছে। কি এক অসহায়ত্ব।

13/09/2025

হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা আসলে দেখতে তেমন সুন্দর না, দূর থেকে দেখলে মনে হবে অনেক তিক্ততার মাঝে সংসার পাতছে। কিন্তু তাদের সম্পর্কের গভীরতা এবং মাধুর্যতা ধরার ছোঁয়ার বাইরে।
প্রেমিক প্রেমিকার সম্পর্ক অনেক মধুর এবং সুন্দর দেখায় একে অন্যের কাছে কিন্তু এই সম্পর্কে রয়েছে বিষাদের যন্ত্রণা আর অতি অন্ধকার।।

13/09/2025

বি অ্যালার্ট।
সম্প্রতি সময়ে অনেকেই দেখেছি যে Google Gemini নামের অ্যাপস এর মাধ্যমে অনেকেই নিজেদের পিক দিচ্ছে। যারা কিনা সামান্য মজার জন্য এআই দিয়ে ছবি মেইক করতেছেন, আপনাদের ছবিগুলা তাদের ডাটাতে এন্ট্রি হয়ে হচ্ছে, চাইলে তারা ইন ফিউচার ছবিগুলো যেকোনো কাজে লাগাতে পারবে তারা কিংবা দ্বিতীয় কোন পার্টির কাছে বিক্রি করতে পারবে।
এর ভয়া'বহতা অনেক ভয়ং'কর যেখানে আপনার প্রাইভেসি বলতে কিছু থাকবে না। নিজেদের ব্যক্তিগত ছবিগুলো সেখানে আপলোড না করাই উত্তম বিশেষ করে মেয়েরা। AI যুগে অনেক মেয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে প্রতিনিয়ত, তারপরেও আপনার সেইম ভুলে পা দিচ্ছেন।।

11/09/2025

আজকে ৪৮ তম বিসিএস এর রেজাল্ট দিল।
সেখানে আমার এক বাল্যবন্ধু এবং আরেক কলেজ বন্ধু সুপারিশ প্রাপ্ত হয়েছে। তারা তাদের যোগ্যতায় বলে এই সুপারিশ প্রাপ্ত হয়েছে, কোন পা চাটা করেনা।
তাদেরকে আন্তরিক অভিনন্দন।
মজার বিষয় হলো আমি এমন কয়েকজনকে পার্সোনালি জানি যারা আমার এই বন্ধুদের সাথে কোনদিন হাই হ্যালো ছাড়া ২য় আর একটা কথাও হয়নি বা যোগাযোগ হয়নি।
কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা তাদেরকে নিয়ে পোস্ট করেছে এবং সাথে তাদের পদবী বিসিএস যুক্ত করে।
মানুষ আসলে মানুষকে নয়, তার সাফল্যের গল্পকেই ভালোবাসে, স্মরণ করে।
সবচেয়ে করুণ ব্যাপার হলো, সেই স্বার্থকেন্দ্রিক আকর্ষণকে ভালোবাসা বলে চালিয়ে দেওয়া হয়। পৃথিবীর অধিকাংশ মানুষ নিজের প্রয়োজন আর স্বার্থের গণ্ডিতেই আবদ্ধ। সফলতা বা প্রতিষ্ঠার আলো যেখানে থাকে, সেখানেই সবাই ভিড় জমায়।
অথচ সেই স্বার্থান্ধ আকর্ষণকে কখনো আত্মীয়তার টান, কখনো বন্ধুত্ব বা ভালোবাসার নাম দিয়ে সাজিয়ে তোলা হয়। বাস্তবতা বড়ই কঠিন—এই সম্পর্কগুলো শুধু মুখোশের আড়াল।

Address

Mirpur

Opening Hours

Monday 09:00 - 00:00
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 00:00
Friday 12:00 - 00:00
Saturday 09:00 - 00:00
Sunday 09:00 - 00:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Arafat Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Arafat Rahman:

Share

Category

Islamic thought

Islamic thought