Arpita Das

Arpita Das Professional Freelancer
Digital Marketer

👉মোবাইল মার্কেটিং কি?মোবাইল মার্কেটিং হল এক ধরনের ডিজিটাল মার্কেটিং যা মোবাইল ডিভাইসের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছানোর জন...
25/06/2023

👉মোবাইল মার্কেটিং কি?

মোবাইল মার্কেটিং হল এক ধরনের ডিজিটাল মার্কেটিং যা মোবাইল ডিভাইসের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছানোর জন্য একাধিক চ্যানেল ব্যবহার করে। এতে মোবাইল সার্চ বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন,এসএমএস বিজ্ঞাপন এবং আরও অনেক কিছু জড়িত থাকতে পারে, যেভাবে তারা ইতিমধ্যেই তাদের ফোনের সাথে ইন্টারঅ্যাক্ট করে তাদের কাছে আবেদন করে৷

মোবাইল মার্কেটিং হল মোবাইল ডিভাইসের দিকে পরিচালিত ব্যবসার বিপণন। মোবাইল মার্কেটিং বিষয়বস্তু বিশেষভাবে মোবাইল (বিশেষত স্মার্টফোন ব্যবহারকারীদের) কাছে আবেদন করার জন্য অপ্টিমাইজ করা হয়েছে। এই ধরনের বিপণন অন্যান্য ধরনের বিপণন থেকে আলাদা। সফল মোবাইল বিপণনের সমস্ত দিকগুলি লোকেদের তাদের ফোনের সাথে যোগাযোগের উপায়ে আবেদন করার জন্য আরও কার্যকর।




👉  ফ্রিল্যান্সিং —ফ্রিল্যান্সিং হলো এমন একটি মুক্ত পেশা যেখানে একজন লোক তাঁর দক্ষতা অনুসারে স্বাধীনভাবে কাজ করে আয় করতে...
23/06/2023

👉 ফ্রিল্যান্সিং —

ফ্রিল্যান্সিং হলো এমন একটি মুক্ত পেশা যেখানে একজন লোক তাঁর দক্ষতা অনুসারে স্বাধীনভাবে কাজ করে আয় করতে পারেন ঘরে বসেই।
সাধারণত দুই পক্ষ থাকে। ক্লায়েন্ট যে কাজটা দিয়ে থাকে, অপরদিকে ফ্রিল্যান্সার হলো যে ক্লায়েন্ট এর কাজটা করে দেয়। একজন ফ্রিল্যান্সার তাঁর ইচ্ছামতো ফুল টাইম অথবা পার্ট টাইম কাজ করে ইনকাম করতে পারেন।

ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয় ৫ টি কাজঃ

👉ওয়েব ডেভেলপমেন্ট।
👉ওয়েব ও গ্রাফিক ডিজাইন।
👉কন্টেন্ট রাইটিং।
👉সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
👉সোস্যাল মিডিয়া মার্কেটিং।

উপরের শেষ তিনটি কে এক কথায় বলে ডিজিটাল মার্কেটিং। এবং এর কাজ পাওয়া যায় সবচেয়ে বেশি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের মানুষ ডিজিটাল মার্কেটিং করে সবচেয়ে বেশি ইনকাম করছে।

অনেক ধরনের ফ্রিলান্সিং জব আমরা করতে পারি।




জীবনে সফল হতে হলে আগে ব্যর্থ হতে হয়-কারণ, সহজে পাওয়া কোনোকিছুই চিরস্থায়ী থাকে না।কষ্ট করে সফল হলে তা সার্থক। আর কষ্ট না ...
20/06/2023

জীবনে সফল হতে হলে আগে ব্যর্থ হতে হয়-
কারণ, সহজে পাওয়া কোনোকিছুই চিরস্থায়ী থাকে না।
কষ্ট করে সফল হলে তা সার্থক। আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী।
জীবনের প্রতিটি পথ সহজ নয় কিন্তু নিজেকে সহজ করে নিতে হয়।



👉টপিক– প্রিয় ঋতু  শীতকাল।  প্রকৃতি ষড়ঋতুর রঙে রঙিন। একেক ঋতুর রূপ একেক রকম। প্রতিটা ঋতু তার নিজস্ব সৌন্দর্য নিয়ে হাজির ...
19/06/2023

👉টপিক– প্রিয় ঋতু শীতকাল।

প্রকৃতি ষড়ঋতুর রঙে রঙিন। একেক ঋতুর রূপ একেক রকম। প্রতিটা ঋতু তার নিজস্ব সৌন্দর্য নিয়ে হাজির হয়।

আমার প্রিয় ঋতু শীতকাল। পৌষ আর মাঘ মাস নিয়ে শীত ঋতু।শীতের সকালের একটা মাধুর্য আছে। কুয়াশাঘেরা, শিশিরভেজা প্রকৃতির আছে স্নিগতা। শীতের দিনে হাড়কাঁপানো শীত যেমন আছে তেমনি শীত ঋতু মানুষের মাঝে সঞ্চার করে প্রাণ চাঞ্চল্যের। শীতকালে গ্রাম বাংলার প্রকৃতি আর মানুষের মাঝে উৎসবের ধুম পড়ে যায়। শীতের সময় গ্রামে গ্রামে নানান মেলার আয়োজন করা হয়। সব কিছু মিলিয়ে আমার প্রিয় ঋতু শীতকাল।

বাংলার ছয় ঋতুর মধ্যে পঞ্চম ঋতু হলো শীতকাল। শীতকালে সকালবেলা ঘন কুয়াশায় মোড়ানো থাকে চারিদিক। তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে নিচে নেমে যায়। কখনো কখনো সারাদিনও সূর্যের দেখা পাওয়া যায় না। দেশের অনেক জেলায় শৈত্যপ্রবাহ চলে।শীতকালে দিন ছোট হয়, রাত হয় দীর্ঘ।

কুয়াশায় আচ্ছন্ন শীতকালের সময়গুলো আমার কাছে বেশ আনন্দের। যদিও সকালবেলার কনকনে ঠান্ডায় কোনো কাজ করতে ইচ্ছে হয় না। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডা কমে এলে বেড়ে যায় ব্যস্ততা। শীতের সময়টুকুতে বেশ ভালো লাগে ঘুরে বেড়ানো, পিঠা পুলি খাওয়া এসবে। শীতকালীন সবজি, বাঁধাকপি, ফুলকপি, মূলা, গাজর, বরবটি, পালংশাক, মটরশুঁটি এসব বাহারী সবজি পাওয়া যায় বাজারে।
সব মিলিয়ে শীত কাল আমার অনেক প্রিয়।




👉Up work —আপওয়ার্ক হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য সব চেয়ে বড় অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস।আপওয়ার্ক হলো একটি অনলাইন ওয়ে...
03/06/2023

👉Up work —

আপওয়ার্ক হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য সব চেয়ে বড় অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস।

আপওয়ার্ক হলো একটি অনলাইন ওয়েবসাইট। এই সাইটটির প্রধান কাজ হলো একজন ফ্রিল্যান্সার ও একজন ক্লায়েন্ট এর মধ্যে যোগাযোগ স্থাপন করা।
একজন ফ্রিল্যান্সার যখন একজন ক্লায়েন্ট এর কাছ থেকে যে, পরিমাণের টাকা কাজের বিনিময়ে ইনকাম করে, সেখান থেকে নির্দিষ্ট একটি ফি কেটে নিয়ে থাকে আপওয়ার্ক।
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোতে সব থেকে বড় অনলাইন মার্কেপ্লেস হচ্ছে- Upwork.

আপওয়ার্ক ওয়েবসাইট এ আপনি বিভিন্ন প্রকার কাজ পেয়ে যাবেন। এর মধ্যে কিছু জনপ্রিয় কাজের বিষয় যেমন-

👉সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
👉ডাটা এন্ট্রি
👉গ্রাফিক্স ডিজাইন
👉লোগো ডিজাইন
👉ওয়েব ডিজাইন
👉অ্যাপ (App) ডেভেলপমেন্ট
👉ওয়েব ডেভেলপমেন্ট
👉ডিজিটাল মার্কেটিং
👉ভিডিও এডিটিং
👉আর্টিকেল রাইটিং ইত্যাদি।




👉Fiverr( ফাইভার)—ফাইভার"  ফ্রিল্যান্সারদের জন্য একটি অনলাইন মার্কেটপ্লেস। আপনি যদি ফাইভারে  পেশাদার হয়ে উঠতে যথেষ্ট আশা...
02/06/2023

👉Fiverr( ফাইভার)—

ফাইভার" ফ্রিল্যান্সারদের জন্য একটি অনলাইন মার্কেটপ্লেস। আপনি যদি ফাইভারে পেশাদার হয়ে উঠতে যথেষ্ট আশাবাদী হন তবে আপনাকে অবশ্যই কিছু নির্দিষ্ট গাইডলাইন এবং বৈশিষ্ট্যগুলি জানতে হবে যা ফাইভারের মতো প্রতিযোগিতামূলক বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফাইভার তার নিজস্ব শৈলীতে অনন্য এবং অন্যান্য অনেক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের থেকে পৃথক। অন্যান্য সেক্টরের মতো এটিরও কিছু উপকারিতা এবং বিপরীতে রয়েছে।




👉গুগল এডসেন্স কি?গুগল এডসেন্স হলো গুগল দ্বারা চালিত অনলাইন প্লাটফর্ম  যেটি ব্যবহার করে একজন পাবলিশার নিজের অনলাইন কনটেন্...
01/06/2023

👉গুগল এডসেন্স কি?

গুগল এডসেন্স হলো গুগল দ্বারা চালিত অনলাইন প্লাটফর্ম যেটি ব্যবহার করে একজন পাবলিশার নিজের অনলাইন কনটেন্ট থেকে রোজগার করার দারুন একটি সুযোগ পেয়ে থাকে। আপনার ওয়েবসাইটে থাকা বিষয়বস্তু এবং দর্শক দের ওপর ভিক্তি করে এডসেন্স আপনার সাইটে বিজ্ঞাপন প্রেরণ করে থাকে যার মাধ্যমে একজন পাবলিশার হিসেবে আপনি অনলাইনে টাকা ইনকাম করার সুযোগ পেয়ে থাকেন। আপনার ব্লগ বা ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপন গুলো বিভিন্ন বিজ্ঞাপনদাতাদের (advertisers) দ্বারা তৈরি করে চালানো হয় তাদের পণ্য গুলোকে অনলাইনে প্রচার করার উদ্দেশ্যে।

যখন আমরা নিজের ব্লগ, ওয়েবসাইট, app বা ইউটুব ভিডিওতে এডসেন্সের বিজ্ঞাপন দেখাই তখন তাতে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখানো হয়।

আর, যখন আমাদের ব্লগ বা ভিডিওতে দর্শক (visitors) আসেন এবং তারা যখন সেই বিজ্ঞাপন গুলি দেখে এবং তাতে ক্লিক করে তখন গুগল এডসেন্স সেই view বা click এর জন্য আপনাকে কিছু টাকা দেয়।
আর, এরকম করে বিজ্ঞাপনে view এবং ক্লিক হোতে হোতে যখন আপনার AdSense একাউন্টে মোট ১০০$ (ডলার) হয়ে যায় তখন গুগল আপনার ব্যাঙ্ক একাউন্টে সেই টাকা পাঠিয়ে দেয়।




👉Pinterest Marketing –পিন্টারেস্ট এর মাধ্যমে আপনার পন্য বা ব্যবসার প্রচার বা প্রসার করাকে বলা হয়ে থাকে Pinterest Market...
31/05/2023

👉Pinterest Marketing –

পিন্টারেস্ট এর মাধ্যমে আপনার পন্য বা ব্যবসার প্রচার বা প্রসার করাকে বলা হয়ে থাকে Pinterest Marketing.
Pinterest মার্কেটিং ব্যবসায়ীদের জন্য সমান গুরুত্বপূর্ণ কেননা এর মাধ্যমে আপনি আপনার ব্যবসার জন্য কাঙ্খিত কাস্টমার পাওয়া যায়।

👉পিন্টারেস্ট মার্কেটিং কি?
পিন্টারেস্ট হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে ব্যবসায়িক পণ্য এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিজুয়াল সামগ্রী সবার মাঝে খুব সহজেই শেয়ার করতে পারেন।

Pinterest- এ ব্যক্তিগত এবং ব্যবসায়িক দুই ধরনের অ্যাকাউন্ট রয়েছে। একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আপনাকে পিন্টারেস্ট এনালাইটিক্স ও বেসিক বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে।

সাধারণত ব্যবসার প্রসার করতে হলে যত ধরনের টেকনিক বা উপায় অবলম্বন করতে হয় তা Pinterest marketing এর মাধ্যমে করতে পারেবেন।।

Pinterest মার্কেটিং শুধুমাত্র ব্লগারদের জন্য নয়। এটা সকল ব্যবসায়ীদের জন্য সমান গুরুত্বপূর্ণ । কেননা এর মাধ্যমে আপনি আপনার ব্যবসার জন্য কাঙ্খিত কাস্টমার পেয়ে যাবেন।

👉আমরা কেন পিন্টারেস্ট ব্যবহার করবো?

বর্তমান সময়ে আপনাকে যদি প্রতিযোগিতার এই বিশ্বের অন্যান্য ব্যবসায়ীদের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে হলে অবশ্যই অনলাইনে মার্কেটিং করতে হবে। অনলাইনে marketing বলতে এর বিশাল জায়গা জুরে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

পিন্টারেস্ট মার্কেটিং তুলনামুলক সহজ এবং সহজেই করতে পারবেন। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় Social Media Marketing.



👇গুগল ফিচার  ইন্টারনেট জীবনকে আরও গতিময় করতে প্রতিনিয়তই নতুন নতুন ফিচার নিয়ে আসছে গুগল।👉গুগলের অসাধারণ কিছু ফিচার—১.গুগল...
30/05/2023

👇গুগল ফিচার

ইন্টারনেট জীবনকে আরও গতিময় করতে প্রতিনিয়তই নতুন নতুন ফিচার নিয়ে আসছে গুগল।

👉গুগলের অসাধারণ কিছু ফিচার—
১.গুগলে টাইমার ও তার সঙ্গে অ্যালার্ম সেট করা যায়। এজন্য গুগল সার্চে timer কথাটি লিখুন আর তার আগে যে কোনো মিনিটের কথা লিখে নিন। এতেই শুরু হয়ে যাবে টাইমার।
২. নাসা স্যাটেলাইট থেকে তোলা মহাশূন্যের ছবি গুগলেই পাওয়া যাবে। এজন্য Google.com/sky লিখে দিলেই হবে।
৩. গুগলে বিয়ের অনুষ্ঠান, ভেনু নির্বাচনসহ বহু বিষয়ে সহায়তা করতে তৈরি আছে।
৪. গুগল এনগ্রাম একটি মজার টুলস, যার মাধ্যমে আপনি ১৫০০ সাল থেকে ২০০৮ সালের মধ্যে প্রকাশিত ৫.২ মিলিয়ন বইয়ের মধ্যে ব্যবহৃত শব্দগুলোর পরিবর্তন বিষয়ে জানতে পারবেন।
৫. গুগল ট্রান্সলেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ভাষার লেখা অনুবাদ করা যায়। তবে এতে একটি ‘ম্যানুয়াল’ বিষয়ও আছে। যেমন গুগলের মাধ্যমে আপনি কোনো একটি চীনা ভাষার চিহ্ন একেও তার অনুবাদ করতে পারবেন।
৬. গুগলের ইনপুট টুলের মাধ্যমে ৮০টি ভিন্ন ভাষায় ইনপুট দেওয়া সম্ভব।
৭.নানা ধরনের ফন্টের গুগলের সাহায্য নেওয়ার ব্যবস্থা রয়েছে। এজন্য Google.com/fonts -এ যেতে হবে।
৮. গুগল স্কলারের মাধ্যমে তথ্য খুঁজে বের করা এখন আগের তুলনায় অনেক সহজ।
৯.বিশ্বের বিভিন্ন বিখ্যাত জাদুঘরে সংরক্ষিত বহু চিত্রকর্মের উচ্চ রেজুলিশনের ছবি দেখা যাবে গুগলে।
১০.গুগলের ‘ডিজিটাল চিট শিট’ ব্যবহার করে উপকৃত হতে পারেন ব্যবসায়ীরা।
১১.গুগলের রয়েছে একটি অসাধারণ নোট রাখার ও রিমাইন্ডার অ্যাপ। এটি ডেস্কটপ ও স্মার্টফোনে একত্রেই কাজ করে।
এছাড়া গুগলে আরো অনেক ফিচার আছে।



👉 ইমেইল মার্কেটিং( E-Mail Marketing)কী?–কাস্টমার যারা আছেন, বা আপনার পণ্য কিনতে পারেন এমন সব মানুষের ইমেইলে আপনার পণ্য ক...
29/05/2023

👉 ইমেইল মার্কেটিং( E-Mail Marketing)কী?–

কাস্টমার যারা আছেন, বা আপনার পণ্য কিনতে পারেন এমন সব মানুষের ইমেইলে আপনার পণ্য কিংবা ব্যবসা সম্পর্কে বিভিন্ন তথ্য পাঠানো। এই আপনি মানুষকে ইমেইল করার মাধ্যমে আপনার পণ্য বা ব্যবসার মার্কেটিং করলেন, এটিকেই ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ইমেইল মার্কেটিং বলে।

ই-মেইল মার্কেটিং গুরুত্বপূর্ন হওয়ার কিছু কারণ রয়েছে। যেমন-

ইমেইল সবচেয়ে বেশি ROI সৃষ্টি করে- ( ROI -Return on investment) এটির বাংলা অর্থ হচ্ছে যা ইনভেস্ট করবেন তাই আবার রিটার্ন হিসেবে পাবেন। ভেনচারবিট এর তথ্য মতে ই-মেইল মার্কেটিং হচ্ছে সবচেয়ে কার্যকরী মার্কেটিং স্ট্র্যাটেজি যেখানে আপনি গড়ে প্রতি ১ ডলার খরচ এর বিপরীতে ৩৮ ডলার রিটার্ন ইন ইনভেস্টমেন্ট পাবেন। এছাড়া ম্যককিনসের রিপোর্ট অনুযায়ী – ফেসবুক এবং টুইটার মার্কেটিং এর তুলনায় ৪০ গুন বেশি কার্যকর এই ই-মেইল মার্কেটিং। ডিএমএ নামক একটি প্রতিষ্ঠান তাদের গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে উপনিত হয়েছে যে- সাধারণ মার্কেটিং এর তুলনায় ইমেইল মার্কেটিং ফলাফল ৬০% এর বেশি কার্যকর।



Address

Mirpur

Telephone

+8801625123533

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arpita Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arpita Das:

Share