KA B IR

KA B IR আপনাদের সাপোর্টই আমার অনুপ্রেরণা। একজন একটিভ ইউজার, প্রতিদিন ভালবাসা পেতে চাইলে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে♥️♥️
(1)

07/11/2025

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র 💜

"সুপ্রভাত! নতুন দিনের শুরু, নতুন আশা আর স্বপ্ন নিয়ে। আজকের দিনটি সবার জন্য সুন্দর ও শুভ হোক।সবাইকে শুভ সকাল!"
07/11/2025

"সুপ্রভাত! নতুন দিনের শুরু, নতুন আশা আর স্বপ্ন নিয়ে। আজকের দিনটি সবার জন্য সুন্দর ও শুভ হোক।সবাইকে শুভ সকাল!"

06/11/2025

Bangladesh Railway 💚

06/11/2025

"সন্ধ্যার শুভেচ্ছা! দিনের ব্যস্ততা শেষে একটু বিশ্রাম আর প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সময়। সবাই সুস্থ ও ভালো থাকুন। সন্ধ্যার এই মনোরম মুহূর্ত উপভোগ করুন!"

30/10/2025

জীবন কাটে অপেক্ষায় ;
কখনো মানুষের, কখনো সু-দিনের।

ফুল যতই নরম হোক, তার সৌন্দর্যেই লুকিয়ে থাকে শক্তি ও মর্যাদা।🌷
23/10/2025

ফুল যতই নরম হোক, তার সৌন্দর্যেই লুকিয়ে থাকে শক্তি ও মর্যাদা।🌷

16/10/2025

বিকাশ, নগদ, রকেট, উপায়ের মধ্যে লেনদেন করা যাবে। সব ব্যাংকেও টাকা পাঠানো যাবে। খরচ প্রতি হাজারে সাড়ে ৮ টাকা। ১ নভেম্বর থেকে চালু।

___বড়াল ব্রীজ রেল স্টেশন 💙 ভাংগুড়া পাবনা।
11/10/2025

___বড়াল ব্রীজ রেল স্টেশন 💙
ভাংগুড়া পাবনা।

পিরোজপুরের পথে....গত সপ্তাহে বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় দু'দিনের সফরে গিয়েছিলাম। কিছু অভিজ্ঞতা শেয়ার করি।প্রথমেই জ...
10/10/2025

পিরোজপুরের পথে....

গত সপ্তাহে বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় দু'দিনের সফরে গিয়েছিলাম। কিছু অভিজ্ঞতা শেয়ার করি।

প্রথমেই জেলা শহর থেকে মটরসাইকেল করে ইন্দুরকানি (জিয়ানগর) উপজেলার উদ্দ্যেশে রওনা দিলাম। পাকা রাস্তা, চারপাশে অনেক গাছপালা, রাস্তার পাশেই পানিভর্তি ছোট খাল, খুব সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পথ ছুটে চলা।

মাত্র ০৩ টি ইউনিয়ন নিয়ে ইন্দুরকানি (জিয়ানগর) উপজেলা। জানতে পারলাম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর এই উপজেলা তৈরি ও অন্যান্য উন্নয়নমূলক কাজে সহযোগীতা করেছেন।
সেখানে প্রবেশের আগে একটি নদী ও ব্রীজ রয়েছে যা খুবই সুন্দর।

তারপর গন্তব্য হলো ভান্ডারিয়া উপজেলা। সেখানে গ্রামের পথে সময় কেটেছে অনেক। চারপাশে সমতল ভূমি। পথের ধারে পানিভর্তি ছোট খাল। সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা তা হলো এই অঞ্চলে প্রচুর সুপারি গাছ। যখন ছোট রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দুপাশে দাঁড়িয়ে আছে সুপারি গাছ (আপনি সুপারি বাগান ও বলতে পারেন)। অনেকেই আবার এসব গাছ থেকে গোল গোল কাঁচা সুপারি সংগ্রহ করছে।

আরেকটা বিষয় দেখে অবাক হলাম; গ্রামের ঘরবাড়ি বিল্ডিং হউক বা কাঠের তৈরি হউক। প্রতিটা বাড়ির উঠোনের সামনে অথবা বাড়ির পাশেই পানি জমার জন্য ছোট খাল ও সুপারি গাছত আছেই।

অন্য অঞ্চলে যেমন খোলামেলা জায়গা, দৃশ্যমান খা খা রৌদ্দুর, তীব্র সূর্যের আলো দেখা যায়। এখানে সেটা খুব কম।

সমতল ভূমির নদী মাতৃক এই অঞ্চলে দীর্ঘ সময় ঘুরাঘুরির পর কোষা নদীর (ফেরিতে এক ভাইকে জিজ্ঞেস করছি নদীর নাম কি? উনি উত্তর দিলেন: কোচা নদী। যেটা দিয়ে একসময় নদী পারাপার করা হতো, তারপর মনে হলো ছোট বেলায় আমাদের গ্রামে বর্ষার মৌসুমে পানি হলে কলা গাছ দিয়ে যে কোষা বানিয়ে খেলতাম সেটাকেই উনি হয়তো কোচা বলছে) পাড়ে চরখালী ফেরিঘাট হয়ে আবার অপরুপ সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।

10/10/2025

টঙ্গী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের একটি চা'য়ের দোকানে এক কাপ রং চা হাতে, বাইরে বৃষ্টি।

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when KA B IR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share