NV's Vlogs

NV's Vlogs Assalamualaikum

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা ...
31/07/2025

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা হওয়ার কথা ছিল রাত ৯টায়। কিন্তু ভদ্রলোেক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, "ওকে আর একটু থাকতে দাও... সামনে থাকুক, আমি দেখছি!"
তাঁর ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে। কিন্তু রাতের পুরোটা সময়, যখন চারপাশের সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে। স্ত্রীর পাশে, নিঃশব্দ প্রহর গুণে। যেন বলছিলেন, "তুমি একা না, আমি আছি। এখনো আছি।"
এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইলো রাত, নীরবতা আর সেই একফালি আলো। মৃত্যু সবকিছুর শেষ নয়, যদি ভালোবাসা এমন হয়।
ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন, যিনি তাঁকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি।
আমরা সবাই চাই, এমন একজনকে, যিনি শুধু জীবনে নয়, মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবেন।🥰

শখের তো অনেক কিছুই ছিলো,কিন্তু সময়ের বিবর্তনে সব কিছু হারিয়ে গেলো।কত শখ,কত ইচ্ছে, স্বপ্ন দেখেছিলাম জীবনকে নিয়ে। যত সময় য...
29/07/2025

শখের তো অনেক কিছুই ছিলো,কিন্তু সময়ের বিবর্তনে সব কিছু হারিয়ে গেলো।কত শখ,কত ইচ্ছে, স্বপ্ন দেখেছিলাম জীবনকে নিয়ে। যত সময় যেতে লাগলো নিজের ইচ্ছে, স্বপ্নগুলো কেমন জানি জীবন থেকে হারিয়ে যেতে শুরু করলো।জীবন মূলত চাওয়াতেই পরিপূর্ণ, কিছু পাওয়ার বেলায় পুরোপুরি শূন্য। নিজের জীবন নিয়ে কতই না স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন আর ইচ্ছে গুলো কতজনই বা পূরণ করতে পারে? যখন আমাদের স্বপ্ন আর ইচ্ছে গুলো একের পর এক অপূর্ণতায় ভরে উঠে তখন এক সময় আমরা স্বপ্ন দেখাই বন্ধ করে দেই।❤️‍🩹🌸

27/07/2025

শিক্ষক আমার বটের ছায়া,
শিক্ষক আমার গুরু।
ক,খ আর এক,দুই,তিন,
তাহার হাতেই শুরু।
শিক্ষক আমার মহান কারিগর,
মানুষ গড়ার যন্ত্র।
কীভাবে জীবন গড়বো আলোয়,
শেখায় তাহার মন্ত্র।
আদর,আবদার আর ভালোবাসা,
মা-বাবারই মতো।
শিক্ষক আমার হয়না ক্লান্ত,
ছুটতেই হোক যত।

একজন মা সকালে তার শিশুকে খাইয়ে স্কুলে পাঠিয়েছিল, খেয়াল করেছিল খাবারটা বেশি গরম কিনা।একজন বাবা তার সন্তানের মাথায় হাত বুল...
22/07/2025

একজন মা সকালে তার শিশুকে খাইয়ে স্কুলে পাঠিয়েছিল, খেয়াল করেছিল খাবারটা বেশি গরম কিনা।
একজন বাবা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে বলেছিল, “ভালো করে পড়িস।”
কে জানত, ওই ছেলেমেয়েগুলো জীবনের শেষ ক্লাসে যাচ্ছে?

আজ যারা সন্তান হারিয়েছে, তাদের কষ্টের কাছে দুনিয়ার সব কষ্ট তুচ্ছ।
কারও কোলে আজ আর ওর চিরচেনা ব্যাগটা আসবে না।
কারও ফাঁকা ঘরে পড়ে থাকবে ছোট্ট একটা জুতা, বইয়ের পাতায় লেখা হাতের ছোঁয়া।

জীবনে হাজার রকম ব্যথা আসে, কিন্তু যে বাবা-মা সন্তানের মৃতদেহ খুঁজে ফেরে, তার তুলনা চলে না।

সেই মা-বাবারা আজ আর কাঁদতে পারছেন না—তারা শুধু তাকিয়ে আছেন ফাঁকা আকাশের দিকে, যেখানে তাদের স্বপ্নগুলো চিরদিনের জন্য মিলিয়ে গেল।

আজ শুধু অনুভব করছি—
আমরা কেউ নিরাপদ না।
আমরা কেউ ঠিক জানি না, ঘর থেকে বেরিয়ে আর ফেরা হবে কিনা।

দয়া করে সবাইকে বলছি—
একটু বেশি ভালোবাসুন।
একটু বেশি সময় দিন আপনার প্রিয়জনকে।
আর একটুও দেরি করে দুঃখ প্রকাশ করবেন না। কারণ জীবন কখন থেমে যাবে, কেউ জানে না।

অবহেলার থেকে একাকিত্ব অনেক বেশি সুন্দর।জীবনে মানুষ প্রয়োজন আমরা তা অস্বিকার করতে পারিনা।কিন্তু এমন কোনো সম্পর্কে নিজেকে ...
18/07/2025

অবহেলার থেকে একাকিত্ব অনেক বেশি সুন্দর।জীবনে মানুষ প্রয়োজন আমরা তা অস্বিকার করতে পারিনা।কিন্তু এমন কোনো সম্পর্কে নিজেকে জড়িয়ে রাখা উচিত নয় যেখানে আপনি গুরুত্বহীন, অবহেলিত। আপনার উপস্থিতি যদি কারো কাছে মূল্যহীন হয়,তবে নিজেকে প্রমাণ করার জন্য বারবার আগ্রহ দেখানো,শুধু নিজেকেই ছোট করে তোলে।গুরুত্ব না পেলে সেখানে যত্ন বাড়াবেন না কারণ ভালোবাসা কখনও একপাক্ষিক হতে পারেনা।আপনার একাকিত্ব তখনই সুন্দর যখন সেটা সম্মানের সাথে জড়িত।

আমি ভুল করে কাঁদি, ভুলে বাঁধি ঘর।আমার সমস্ত ভুলের আমিইতো কারিগর🙂
17/07/2025

আমি ভুল করে কাঁদি, ভুলে বাঁধি ঘর।
আমার সমস্ত ভুলের আমিইতো কারিগর🙂


নিঃশব্দ পাহাড়ের চূড়ায় দাড়িয়ে স্বামীর হাতে তার স্ত্রীর ছবি।কোনো একসময় তার স্ত্রী তার স্বামীর হাত ধরে পাহাড়ের চূড়ায় যেতে চ...
14/07/2025

নিঃশব্দ পাহাড়ের চূড়ায় দাড়িয়ে স্বামীর হাতে তার স্ত্রীর ছবি।কোনো একসময় তার স্ত্রী তার স্বামীর হাত ধরে পাহাড়ের চূড়ায় যেতে চেয়ছিল।সে আজ আর নেই, তবে তার ভালোবাসা তার প্রতিটা নিঃশ্বাসে রয়ে গেছে।আজ সেই পাহাড়ে সে একা।তবুও যেন মনে হয় হাওয়ার প্রতিটি ছোয়ায়,সূর্যের প্রতিটি আলোয়,প্রেমিকা যেন ঠিকি পাশে আছে।ভালোবাসা কখনও মরেনা ভালোবাসা সবসময় রয়ে যায় পাহাড়ের উঁচু চূড়ায়🥰তাই মারা যাওয়ার আগে স্ত্রীর আব্দার পূরণ করা উচিত।Time is very short for our life🙂

ভালোবাসতে হলে তাকেই ভালোবাসুন এবং বিয়ে করতে হলে তাকেই বিয়ে করুন🙂🙂 যে আপনার সকল চাওয়া পাওয়াকে মূল্যায়ন করবে যে আপনার জন্য...
11/07/2025

ভালোবাসতে হলে তাকেই ভালোবাসুন এবং
বিয়ে করতে হলে তাকেই বিয়ে করুন🙂🙂
যে আপনার সকল চাওয়া পাওয়াকে মূল্যায়ন করবে যে আপনার জন্য ঠিক আপনার মতোই আগ্রহী হবে😊
যে আপনাকে আপনার মতোই গুরুত্ব দিবে
যে আপনাকে ছাড়া আর ২য় কিছু বুঝবেনা🥰🥰

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when NV's Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share