Star media

Star media আল্লাহু আকবার

We are living in the same world. আমাদের থেকে ৫,৯০০- ৬০০০ কি.মি দূরে এই গাজা, আশপাশে মুসলিম বর্ডার দেশেরও অভাব নেই। তাদের...
27/07/2025

We are living in the same world.
আমাদের থেকে ৫,৯০০- ৬০০০ কি.মি দূরে এই গাজা, আশপাশে মুসলিম বর্ডার দেশেরও অভাব নেই। তাদেরকে পর্যাপ্ত খাবার দেওয়ার বা তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই ।

23/07/2025
হোস্টেলে থাকতো।বাবা রওয়ানা দিয়েছেন অনেক লম্বা পথ,আসতে অনেক সময় লাগবে।আজকের ভয়াবহ দূর্ঘটনায় আহত মাইলস্টোন কলেজের আদিবাসী ...
22/07/2025

হোস্টেলে থাকতো।বাবা রওয়ানা দিয়েছেন অনেক লম্বা পথ,আসতে অনেক সময় লাগবে।

আজকের ভয়াবহ দূর্ঘটনায় আহত মাইলস্টোন কলেজের আদিবাসী শিক্ষার্থী উক্যসাইন মারমা একটু আগে (রাত ৩.০০ টায়) মারা গিয়েছেন।১০০% পু* গেছে।
আমরা তার বিদেহী আত্মার সদগতি কামনা করছি।

22/07/2025

বাজিছে দামামা,বাঁধরে আমামা,
শির উঁচু করি মুসলমান,
দাওয়াত এসেছে নয়া জামানার
ভাংগা কেল্লায় উড়ে নিশান।।

22/07/2025

হায়! আল্লাহ মাইলস্টোন স্কুলের ছোট্ট বাচ্চাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন

20/07/2025

জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলন
"একই গাছের দুটি ডাল"
"ঐক্য থাকুক চিরকাল"
আপনারা কি বলেন?

20/07/2025

এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পেরিয়ে আশপাশের বিভিন্ন এলাকা হয়ে পড়েছিল লোকে লোকারণ্য।
20/07/2025

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পেরিয়ে আশপাশের বিভিন্ন এলাকা হয়ে পড়েছিল লোকে লোকারণ্য।

19/07/2025

জামায়াত আমীরের অসুস্থতার খবর শুনে সহমর্মিতা প্রকাশ করেছেন পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ।

19/07/2025

নামধারী মুসলিম শাসকেরা ই/স"র|য়ে*লের অপরাধের সহযোগী

গোটা বিশ্বকে সাক্ষী রেখে হামাস-ই/স"র|য়ে*ল যু**দ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল। বিশ্ববাসীর আশা ছিল, ই/স"র|য়ে*ল নির্বিচার গ*ণহ/ত্যার ইতি টানবে। কিন্তু চুক্তিভঙ্গ করাই যে ই*হু/দিদের মূল চরিত্র এবং তাদের পৈতৃক আদর্শ সে কথা ভুলে গেলে তো চলবে না। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার ই*হু/দি গোত্রগুলোর সঙ্গে এই মর্মে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে, কোনো বহিরাগত শক্তি মদিনা আক্রমণ করলে সবাই একযোগে যু**দ্ধ করবে এবং মদিনার কেউ কখনোই কুরাইশদের সাহায্য সহযোগিতা করবে না। কিন্তু খন্দকের যু**দ্ধে ই*হু/দি গোত্র বনু কুরাইজা সেই চুক্তি ভঙ্গ করে মক্কার মুশরিকদের সঙ্গে আঁতাত করেছিল। তাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল। অবশ্য এর মাশুলও তাদেরকে গুনতে হয়েছিল কড়ায় গণ্ডায়। একসময়কার তাদেরই মিত্রনেতা সাদ রাযিয়াল্লাহু আনহুর নির্দেশে বনু কুরাইজার সকল যো-দ্ধা পুরুষকে হত্যা করা হয়েছিল। আজকের ই/স"র|য়ে*ল তো মদিনার সেই ই*হু/দিদেরই বংশধর। বাপ-দাদাদের চরিত্র তারা কী করে ছেড়ে দেয়?

ই/স"র|য়ে*ল চুক্তিভঙ্গ করবে, এতে আশ্চর্যের কিছু নেই; বিচক্ষণ মহল এটা আগে থেকেই বুঝতে পেরেছিল। দুঃখজনক ব্যাপার হলো, এতকিছুর পর যু**দ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়ে চুক্তির প্রথম ধাপটি সম্পন্ন হতে না হতেই যে ই/স"র|য়ে*ল চুক্তিভঙ্গ করল, তার ব্যাপারে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর নীরবতা।

তুরষ্ক, কাতার কিংবা পাকিস্তানকে নিয়ে অনেক সহজ সরল মুসলিমেরই অনেক আশা-ভরসা ছিল । তাদেরকে প্রায়শই বলতে শোনা যেত, এরদোগান ফি-লি-স্তি-নের জন্য কিছু করবেন। কিন্তু চুক্তিভঙ্গ করা নিয়ে তুরস্ক কিংবা কাতার কেউই কোনো পদক্ষেপ নেয়নি। ন্যুনতম করণীয় হিসেবে অর্থনৈতিক সম্পর্কটুকুও ছিন্ন করেনি। নিজ নিজ দেশ থেকে মা/র্কি/ন ঘাঁটি উৎখাত করার পদক্ষেপও নেয়নি! এছাড়া সৌদি আরব, আরব আমিরাত, মিশরের মতো আরব রাষ্ট্রগুলো নির্বিকার দর্শকের ভূমিকা পালন করে যাওয়া, বরং ই/স"র|য়ে*লের সহযোগীর ভূমিকা পালন করে যাওয়াটাও দিবালোকের মতই স্পষ্ট।

মিশরের রাফাহ সীমান্তে প্রতিনিয়ত কত হাজারো নিরীহ ফি-লি-স্তি-নির আর্তনাদ ভেসে বেড়াচ্ছে। কত নিরীহ মা টানা কয়েকদিনের অভুক্ত শিশুকে নিয়ে আহাজারী করছে আর বলছে, আমাকে না হয় তোমাদের দেশে ঢুকতে না দাও; আমার এই নিষ্পাপ শিশুটিকে নিয়ে যাও। সে তো আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারে না! তাদের আর্তনাদ ফিরে আসছে তাদের দিকেই। মুসলিম নামধারী ঐসকল নরপিশাচদের হৃদয়ে একটুও দয়া জাগায়নি। পর্যাপ্ত পরিমাণ মানবিক ত্রাণ প্রবেশের ব্যবস্থাও করেনি মিশরের সরকার। আমাদের সেই মায়েরা জানেন না যে, এসকল নামসর্বস্ব মুসলিম শাসকেরা অনেক আগেই নিজেদের ঈমান বিক্রি করে ক|ফে'রদের পাক্কা গোলামে পরিণত হয়েছে। কুফুরি বিশ্বের নির্দেশ মান্য করা ছাড়া মূলত তাদের আর কোনো আকাঙ্খা নেই। এসব নামধারী মুসলিম শাসকেরাই মূলত ই/স"র|য়ে*লকে চতুর্দিক থেকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। নতুবা আল্লাহর পথের মু/জ|হি"দরা আরো আগেই হয়তো ই/স"র|য়ে*লের দম্ভ-অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারতেন!

শুধু একটা কথা মনে রাখবেন, এবং ভালো করে মনে গেঁথে নেবেন যে, ক|ফে'রদের গোলামে পরিণত হওয়া এসকল নামধারী মুসলিম শাসকদের পরাজিত না করে আপনি কখনোই ই/স"র|য়ে*লের পরাজয় কল্পনা করতে পারবেন না। এরা মূলত আমেরিকাকে নিজেদের প্রভূ বানিয়ে নিয়েছে। তাদের প্রতিটি নড়াচড়া কেবল আমেরিকার ইশারাতেই হয়ে থাকে। তাই সবার আগে এদের হাকিকত নিয়ে ভাবুন। এদের ব্যাপারে আপনি যত আশা ভরসাই করেন না কেনো; আপনার সব আশা ভরসা নিশ্চিত বিফলে যাবে।

Address

Bangladesh B-Para-Cumilla
Mirpur
1216

Telephone

+8801766584210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Star media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star media:

Share