Love Me BondhuMakam

Love Me BondhuMakam দেশ মাটি রাজনিতি অনিয়ম দূর্নীতি সব বিষয় এর নিউজ পাবেন।নিজের মত করে সবার আগে। just for entertainment/ massage of people to healthy.

11/09/2025

নে জাক্সু রাতের ভোট।
মারুফ মল্লিক ইউরোপ থেকে গিয়ে নির্বাচনের কাজ কবে থেকে শুরু করল? নাকি জাহাঙ্গীরনগরে নতুন করে এডমিশন নিয়েছে? সাথে দেখি আবার স্বেচ্ছাসেবক দলের নেতাকেও সাথে রেখেছে।

ইহুদি ধর্মে চন্দ্র গ্রহণ (Lunar Eclipse) মূলত আধ্যাত্মিক সংকেত ও সতর্কবার্তা হিসেবে ধরা হয়। তাদের প্রাচীন ধর্মগ্রন্থ তাল...
08/09/2025

ইহুদি ধর্মে চন্দ্র গ্রহণ (Lunar Eclipse) মূলত আধ্যাত্মিক সংকেত ও সতর্কবার্তা হিসেবে ধরা হয়। তাদের প্রাচীন ধর্মগ্রন্থ তালমুদ ও মিদ্রাশে এ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা আছে।

ইহুদিদের ধারণা অনুযায়ী –
চন্দ্র গ্রহণ ইসরায়েলের জন্য সতর্কবার্তা

ইহুদিরা চাঁদভিত্তিক ক্যালেন্ডার ব্যবহার করে।

তাই চাঁদের ওপর আঘাত বা পরিবর্তনকে তারা নিজেদের জাতির জন্য ঈশ্বরের সতর্কবার্তা মনে করে।

সৌর গ্রহণ বনাম চন্দ্র গ্রহণ

সৌর গ্রহণ (সূর্যের গ্রহণ) সাধারণত অন্য জাতির জন্য বিপদের ইঙ্গিত বলে ধরা হয়।

চন্দ্র গ্রহণকে ইসরায়েলের জন্য ঈশ্বরীয় বিচার বা বিপদের সংকেত মনে করা হয়।

লাল চাঁদ (Blood Moon) বিশেষ অর্থ বহন করে

চন্দ্র গ্রহণের সময় চাঁদ লাল হয়ে গেলে তাকে তারা রক্তপাত, যুদ্ধ বা জাতিগত সংকটের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করে।

ইতিহাসে দেখা যায়, ইহুদিদের ওপর বড় বিপর্যয়ের সময় (যেমন: নির্বাসন, যুদ্ধ, মন্দির ধ্বংস ইত্যাদি) চন্দ্র গ্রহণ বা রক্তচাঁদের উল্লেখ আছে।

তালমুদের উক্তি

“যখন চাঁদ লাল হয়ে যায়, তখন তা তলোয়ারের সংকেত।” (অর্থাৎ যুদ্ধ বা রক্তপাতের ইঙ্গিত)

আবার কখনও এটি ইহুদিদের আত্মসমালোচনার সময় হিসেবেও ধরা হয়—ঈশ্বরের প্রতি ফিরে আসার ডাক।

👉 সংক্ষেপে, ইহুদিদের বিশ্বাসে চন্দ্র গ্রহণ মানে ইসরায়েলের প্রতি আল্লাহ/ঈশ্বরের সতর্কতা বা বিপদের ঘোষণা।

04/09/2025

দিদি ও দিদি

04/09/2025
03/09/2025

মুফতি জসিম উদ্দিন রহমানী।

31/08/2025

হারুন আজহার তারুণ্যের আইকন।

30/08/2025

এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তাওহীদ পন্থী মুসলমানদের কি দিয়েছে?
তারা সমাজে ০.২% মানুষের অধিকারে আইন বানায়।
আর শ রীয়া তাওহীদ পন্থী মানুষ দের অধিকারে কোন আইন দিতে পারে না।
নিজের নুনু কেটে নারী বা হিজড়া হবে যে তাকে তারা বৈধতা দেবার আইন বানায়।
অথচ এত মুসলিম নেতা থাকার সত্ত্বেও
যারা আমরা ১০০% ইসলাম মানতে চাই তাদের জন্যে শা রীয়াহ আইনের আলাদা কোন ব্যাবস্থা কেন এ রাস্ট্র করতে পারে নাহ।
তারা এই আইন যদি না বানাইতে পারে তাহলে বুঝতে বাকি থাকে নাহ তারা এজেন্ডা বাস্তবায়নে গণতন্ত্র ব্যাবহার করে।

নুরুল হক নুর এর উপর হামলা করো নাই,তোমরা প্লান বি স্থাপন এর বৈধতা দিচ্ছ।
29/08/2025

নুরুল হক নুর এর উপর হামলা করো নাই,
তোমরা প্লান বি স্থাপন এর বৈধতা দিচ্ছ।

26/08/2025
25/08/2025

Address

Mirpur
1206

Telephone

+8801767321448

Website

Alerts

Be the first to know and let us send you an email when Love Me BondhuMakam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Love Me BondhuMakam:

Share