Afsana's

Afsana's Hey! Three things i enjoy most in my life. Decorating my own place, Reading books and Travelling the universe. Stay with my page & enjoy which i share ☺️

Happy Eid-ul-Adha 🐮🐄
17/06/2024

Happy Eid-ul-Adha 🐮🐄

05/06/2024

একটি সংসার অসুখী হবার পেছনে
অনেক কারণ থাকতে পারে! 💔 কিন্তু সুখী হবার পেছনে একটাই কারণ আর তা হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে ইনসাফপূর্ণ বোঝাপড়া ❤️

দুইজনের মধ্যে বোঝাপড়াটা তখনই কাজ করবে যখন সেখানে ইনসাফ বা সুবিচার থাকবে।যখন সেই বিচার ব্যবস্থাপনাটা একতরফা হয়ে যায় তখনই বিরাট গন্ডগোল বাধে! সাধারণত আমাদের সমাজের পরিবার গুলোতে এই সুবিচারের খুব অভাব দেখা যায়।

অনেক চাকরীজীবী, শিক্ষিত মেয়েকেও দেখেছি মানিয়ে নিয়ে সহ্য করে যেতে। এই মানিয়ে নিতে নিতে এবং একতরফা আচরণ পেতে পেতে একসময় সে
মেন্টালি সিক হয়ে পড়ে!

যে কোন মানুষের ব্রেইনের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, এর বাইরে সে নিতে পারে না। যখন তাকে অতিরিক্ত দেয়া হয় তখন সে ফেইল করে,তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে আর তখনই তাকে বলা
হয় মানসিক রোগী!

ইসলাম নারীদের দায়িত্ব পুরুষদের উপর দিয়েছে। কিভাবে স্ত্রীর সাথে আচরণ করতে হবে সেটাও বলে দিয়েছে।

রাসূল (সা.) বলেন তোমাদের মধ্যে সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো। আর
আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়ে উত্তম।
(আত-তিরমিজি)।

04/06/2024

অন্যায়বোধ, অনুশোচনাবোধ বিবেক জাগ্রত করে। জীবন থেকে এগুলো হারিয়ে গেলে তখন শত অপরাধের মাঝখানে ডুবে যেতে হবে। তখন হয়তো জীবন থেকে মূল্যবান কিছু হারিয়ে ফেলবেন। নিজেকে শুদ্ধ করে নেওয়াটা জরুরী।

গোধূলি ও চা এক অসাধারণ কম্বিনেশন ❤️
28/05/2024

গোধূলি ও চা এক অসাধারণ কম্বিনেশন ❤️

প্রিয় মানুষের সাথে কাটানো মুহুর্তগুলো খুব স্পেশাল হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সন্ধ্যা ক্যামেরাবন্দী 🥰
22/05/2024

প্রিয় মানুষের সাথে কাটানো মুহুর্তগুলো খুব স্পেশাল হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সন্ধ্যা ক্যামেরাবন্দী 🥰

27/02/2024

বর যখন রাগ দেখায় তখন মন চায় এভাবেই মুখ থ্যাবড়া করে দেই 🫣

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Afsana's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share