Jihad Digital

Jihad Digital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jihad Digital, Digital creator, Mirpur.

আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীব...
28/05/2024

আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য-ফল-ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও।
- [আল-বাক্বারাহ ১৫৫]

--
✅জীবনে বলার মত একটা গল্প থাকা দরকার ।

✅সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা এবং কমিটমেন্ট।

আজকে আলোচনা করবো যে 6 টি বিষয় খেয়াল রাখলে আপনার ফেসবুক অ্যাডের ডলার কস্ট কম হবে। ইনশাআল্লাহ 1️⃣ কন্টেন্ট2️⃣ক্যাপশন3️⃣ ...
15/02/2024

আজকে আলোচনা করবো যে 6 টি বিষয় খেয়াল রাখলে আপনার ফেসবুক অ্যাডের ডলার কস্ট কম হবে। ইনশাআল্লাহ
1️⃣ কন্টেন্ট
2️⃣ক্যাপশন
3️⃣ হেডলাইনে
4️⃣প্রোডাক্ট ফটোগ্রাফি বা গ্ৰাফিক্স
5️⃣ সঠিক অডিয়েন্স 🎯টার্গেটিং
6️⃣ প্লানিং এবং ফানেলিং
চলুন উপরের 6 বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করি।
🔹1️⃣ কন্টেন্ট -
আপনি ফেসবুকে যে বিজ্ঞাপনটি দিচ্ছেন।সেই বিজ্ঞাপনে আপনি কি ধরনের কন্টেন্ট দিচ্ছেন। অথাৎ আপনি অডিয়েন্স কে বুঝাতে কি ধরনের ভিডিও বা ইমেজে কন্টেন্ট দিচ্ছেন।
অডিয়েন্স কে প্রথম ১/২ লাইনে বা ৫-১০ সেকেন্ড এমন ভাবে দেখাতে বা বোঝাতে হবে,যাতে সে সম্পুর্ণ দেখে বা পড়ে।
আপনি কি গুলিস্তানের হকারের মতো কন্টেন্টে দিচ্ছেন। নাকি প্রফেশনাল ভাবে কন্টেন্ট দিচ্ছেন ।
তাই আপনাকে কন্টেন্টের উপর নজর দিতে হবে।যাতে অডিয়েন্স পরিপূর্ণ কন্টেন্ট দেখে এবং একশন নেয়।
-
🔹2️⃣ক্যাপশন:-
আপনি কন্টেন্ট প্রফেশনাল ভাবেই দিয়েছেন। কিন্তু আপনি ক্যাপশনে ভুল করেছেন।
অডিয়েন্সের কাছে যখন আপনার অ্যাড পৌছায়।তখন এই ক্যাপশনের See more পর্যন্ত দেখায়।
আপনাকে ক্যাপশনে এমন কিছু লিখে দিতে হবে,যাতে অডিয়েন্স আগ্ৰহী হয়ে কন্টেন্ট পরিপূর্ণ দেখে এবং একশন নেয়।
তাই আপনাকে ক্যাপশনের দিকেও নজর দিতে হবে।
-
🔹3️⃣হেডলাইনে-
আপনি যখন কোন পোস্ট করে অ্যাড দিবেন।তখন ঐ পোস্টের ক্যাপশনের হেডলাইন যেটি প্রথমে থাকে।সেটি আপনাকে প্রফেশনাল ভাবে লিখে দিতে হবে।
এবং যখন আপনি অ্যাডের মধ্যে পোস্ট তৈরি করবেন।তখন আলাদাভাবে হেডলাইন দেওয়া যায়। সেই হেডলাইনটি আকর্ষিত ভাবে লিখতে হবে।যাতে অডিয়েন্স আগ্ৰহী হয়ে একশন নেয়।
আপনাকে হেডলাইনের উপর ও নজর দিতে হবে।
-
🔹4️⃣প্রোডাক্ট ফটোগ্রাফি বা গ্ৰাফিক্স -
আপনি যখন কোন প্রডাক্টের জন্য অ্যাড দিবেন।তখন অবশ্যই প্রোডাক্টের ছবি কোয়ালিটি সম্পন্ন হতে হবে।
আপনি প্রোডাক্ট ফটোগ্রাফি করাতে পারলে বেশি ভালো হয়।
আর যদি ইমেজ ব্যাবহার করেন। তাহলে গ্ৰাফাক্সের দিকে নজর দিতে হবে।
তাই অবশ্যই প্রোডাক্টের ফটোগ্রাফি অথবা ইমেজে গুরুত্ব দিতে হবে।
🔹5️⃣ সঠিক অডিয়েন্স 🎯টার্গেটিং-
সঠিক অডিয়েন্স 🎯টার্গেটিং বলতে আপনার অডিয়েন্সের Democracy, Intereste, Behavior,
এগুলো রিসার্চ করার পরে অডিয়েন্স Details 🎯Targeting করলে ভালো রেজাল্ট আসবে।
আপনি চাইলে Narrow Targeting 🎯 ও করতে পারেন। আপনার কাছে যদি Customer Avatar থাকে। তাহলে আপনার Targeting 🎯 করতে ভালো হবে।
6️⃣ প্লানিং এবং ফানেলিং-
উপরের সবগুলোই ঠিক ভাবে করার আগে অবশ্যই আপনাকে অ্যাডের জন্য একটি প্লান করতে হবে এবং এই প্লানটাকে ফানেলিং এর মধ্যে নিয়ে কাজ করতে হবে।
আপনাকে Audience Journey ক্লিয়ার করতে হবে। অ্যাডের প্লান করতে হবে।
কোন অডিয়েন্স কে কি দেখিয়ে কোথায় নিয়ে যাবেন।সেটি ক্লিয়ার করতে হবে।
অ্যাডের মাধ্যমে ৩% Hot Audience এর কাছে সেল হয়। বাকি ৯৭% বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে থাকে।
এটি হলো
"The largest Market Formula"
যেখানে-
3% Buying Now
17% information Gathering Mode
20% Problem Aware
60% Not problem aware
আপনি প্লান ও ফানেল ছাড়া এডের মাধ্যমে অডিয়েন্সের ৩% অডিয়েন্সের কাছে সেল করতে পারবেন।
কিন্তু যখন আপনি প্লান ও ফানেল করে কাজ করবেন।তখন আপনার প্লান ও ফানেলে শুধু ৩% Buying Now অডিয়েন্সকে নিয়ে থাকবে না।তাখন বাকি ৯৭% অডিয়েন্স কে নিয়েও থাকবে।
(এডের প্লান ও ফানেলে করার সময়ে উপরের The largest Market Formula নিয়ে ও কাজ করবেন)
সুতরাং উপরের ৬ টি বিষয় খেয়াল করলে আপনার এডের কস্টিং কমে যাবে।ইনশাআল্লাহ
এই ৬ টি বিষয় আমার নিজের অভিজ্ঞতা থেকে লিখেছি।
©Md Jihad

14/02/2024

বুস্ট করছেন কিন্তু সঠিক রেজাল্ট পাচ্ছেন না ?
কেনো এমন হচ্ছে? চলুন আজ জেনে নেই।
একটা উদাহারন দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি লেডিস টি শার্ট সেল করেন। এখন আপনার প্রটেনশিয়াল কাস্টমার কারা হবে? অবশ্যই মেয়েরা যারা টিশার্ট পরে। এখন শুধু কি মেয়ে হলেই টিশার্ট পরবে? আপনাকে জানতে হবে কোন বয়সের মেয়েরা টিশার্ট পরে। এখন আপনি জানলেন যে মেয়েরা টিশার্ট পরে এবং তাদের বয়স এতো। এখন প্রশ্ন এই বয়সের সব মেয়েরাই কি টিশার্ট পরে? একটু চিন্তা করে দেখুন তো!
আপনি খেয়াল করলে দেখবেন যেসকল মেয়েরা কলেজ কিংবা ভার্সিটিতে পড়ছে এবং তুলনামূলক ভাবে শহরের দিকে থাকে এবং কিছুটা আধুনিক তাদের মধ্যে এই টিশার্ট পরার প্রবনতা অনেক বেশি।
এখন আপনি যদি এই টিশার্ট গুলো ছেলে মেয়ে সবাই এবং সব বয়সের মানুষের কাছে মার্কেটিং করেন তাহলে আপনার রেজাল্ট কি আসবে আপনি নিজেই ভালো করে বুঝতে পারছেন।
তাহলে সঠিক রেজাল্ট আনতে কি করতে হবে?

১। আপনাকে আপনার সঠিক অডিয়েন্স খুজে বের করতে হবে।
২। তারা কোথায় থাকে মানে তাদের ডেমোগ্রাফি বের করতে হবে।
৩। একটা সঠিক ফানেল ক্রিয়েট করতে হবে যেনো আপনার অডিয়েন্স আপনার ফানেলে আটকে যায়।
৪। মার্কেট রিসার্চ করে এড রান করতে হবে।
৫। ভালো রেজাল্ট আনতে সঠিক বাজেট ক্রিয়েট করতে হবে।এবং এড শেষ হবার পর তা এনালাইজ করতে হবে।
৬। ভালো রেজাল্ট আনতে এড টেস্টিং, এড স্কেলিং, অপ্টিমাইজেশন করতে হবে।

আমরা Jihad Digital বর্তমান প্রায় .২০০+ লোকাল ক্লাইন্ট সহ ফরেন ক্লাইন্টদের বুস্টিং সহ সকল ধরনের মার্কেটিং সেবা দিয়ে আসছি। আপনার বিজনেসের যে কোনো মার্কেটিং রিলেটেড প্রয়োজনে আমাদের সরসরি ইনবক্স করু

13/02/2024

💥 অনলাইনে আপনার বিক্রিয় বৃদ্ধির কিছু কৌশল সম্পর্কে চলুন জেনে নেই 💥

1.অডিয়েন্স রিচার্স করে দাম নির্বাচন করতে হবে।
আপনি যে দাম নির্ধারণ করলেন। কিন্তু আপনার কাস্টমার সেই দামে এই প্রোডাক্টি নিতে সক্ষম না।
আপনাকে এই প্রোডাক্টের মার্কেট রিসার্চ করতে হবে এবং আপনার অডিয়েন্সও রিচার্স করতে হবে।
✅তাদের কি সক্ষমতা আছে?
✅তারা কত টাকা দিতে প্রস্তুত?
এগুলো ভেবে মূল্য নির্বাচন করুন।

2.প্রোডাক্টের অরিজিনাল ছবি ব্যাবহার করুন।
অবশ্যই প্রোডাক্টের অরিজিনাল ছবি ব্যবহার করুন। অনেক কম্পানির তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনের সময় অনেক ডিজাইনের ছবি ব্যবহার করে।যেগুলো অরজিনাল ছবি না।
যখন কোন ক্রেতা ঐ প্রোডাক্টটি ক্রয় করে এবং পরে দেখতে পারে প্রোডাক্টি অরিজিনাল না। তখন কাস্টমার ঐ কোম্পানিকে খারাপ রিভিউ দেয় এবং ২য় বার কোন প্রোডাক্ট কিনে না।
তাই অবশ্যই আপনাকে অরিজিনাল প্রোডাক্টের ছবি দিতে হবে। এতে কাস্টমারের বিশ্বস্থতা বেড়ে যায়।

3. পোস্টে আপনার প্রোডাক্টের বর্ণনা করুন।
পোস্টে কিরকম বর্ণনা করবেন। ধরে নিন, আপনি কাস্টমার

✅ধরুন-আপনি কাস্টমার এখন আপনি কেন এই প্রোডাক্টি কিনবেন । প্রোডাক্টি ক্রয় করলে কি উপকার হবে? প্রোডাক্টি কি কোন সমস্যার সমাধান করেবে?
এই কেন কিনবেন এর উত্তর নিয়ে আপনার প্রোডাক্টের বর্ণনা দিবেন।

⚠️অবশ্যই মিথ্যার আশ্রয় নিবেন না। হয়তো আপনি মিথ্যা আশ্রয় নিয়ে একটি পণ্য বিক্রি করলেন।
এই মিথ্যা কথার কারণে যে আপনার আরও দশটি পণ্যের বিক্রয় নষ্ট হয়ে গিয়েছে।
তার কাছে/মাধ্যমে আরও দশটি পণ্য বিক্রয় করতে পারতেন।
কিন্তু সেটি নষ্ট করে ফেলছেন। ঐ কাস্টমার এর কারনে আপনার আরো ১০ পণ্য বিক্রয় বন্ধ হয়ে যাবে।
তাই অবশ্যই মিথ্যার আশ্রয় নিবেন না।

4. আপনার প্রোডাক্টি কি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায়?
ধরুন আপনি বাচ্চাদের পোশাক বিক্রি করেন। এখন আপনার এই বাচ্চাদের পোশাকের বিজ্ঞাপন যদি স্কুলের মেয়েদের কাছে পৌঁছায় ।তাহলে তারা কী আপনার এই প্রোডাক্টটি ক্রয় করিবে।
✅অবশ্যই না ।কেননা তারা আপনার এই প্রোডাক্টের অডিয়েন্স না।
আপনার বিজ্ঞাপনটি যেতে হবে বাচ্চাদের মায়েদের কাছে। কেননা মায়েরা তাদের বাচ্চাদের জন্য পোশাক ক্রয় করে।

🔰আপনাকে অডিয়েন্স নিয়ে রিচার্স করতে হবে।
যেমন-
প্রোডাক্টি ক্রয় করলে কি উপকার হবে? প্রোডাক্টি কি কোন সমস্যার সমাধান করেবে?আপনার কাস্টমার কে?
✅তারা কোথায় থাকে?
✅তাদের বয়স কত?
✅তাদের শিক্ষাগত যোগ্যতা কিরকম?

৫.এমন প্রোডাক্ট বিক্রি করুন।যেটার সাথে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য প্রোডাক্টও বিক্রি করা যায়।
ধরেন- আপনি বাচ্চাদের পোশাক বিক্রি করেন। আপনার ১০০+ কাস্টমার আপনার কাছ থেকে বাচ্চাদের পোশাক নিয়েছে।

🔰আপনার কি এই পোশাক দিয়েই বিক্রি শেষ। আপনি কি তার কাছে অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন?
হ্যা অবশ্যই। আপনি বাচ্চাদের পোশাক বিক্রি করেন।এর সাথে আপনি বাচ্চাদের জুতা,টুপি সহ আরো অনন্য প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। কেননা ঐ কাস্টমার আপনার কাছ থেকে একবার প্রোডাক্ট নিয়েছে। আপনি তার বিশ্বাস অর্জন করতে পেরেছেন।
এখন আপনি তার কাছে যেকোনো প্রোডাক্টই বিক্রি করতে পারবেন।

6.কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করুন?
আপনার প্রোডাক্টের কোয়ালিটি কিরকম এটা আপনিই ভালো বুঝেন।
কোয়ালিটি খারাপ করা যাবে না। এতে আপনি ঐ কাস্টমারকে ২য় বার পাবেন না এবং তার মধ্যমে যে আরো কাস্টমার পেতেন।সেটাও পাবেন না

🔰আপনার প্রোডাক্ট এমন হতে হবে, যেন কাস্টমার সন্তুষ্ট হয়ে বার বার অর্ডার করে।
[উপরের ধাপ গুলো ফলো করতে পারেন। আপনাদেরকে নিজের মত করে বোঝানোর চেষ্টা করলাম , না বুঝতে পারলে বা কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ]❤

🚀বুস্টিং করেও কেন সেল হয় না?৫ মিনিট সময় দিন,আমি আপনাকে বলবো বুস্টিং করে কেন সেল হয় না।নিচের ছবিটা অবশ্যই দেখেছেন। এখা...
11/02/2024

🚀বুস্টিং করেও কেন সেল হয় না?
৫ মিনিট সময় দিন,আমি আপনাকে বলবো বুস্টিং করে কেন সেল হয় না।
নিচের ছবিটা অবশ্যই দেখেছেন। এখানে ঘটনাটি বর্ণনা করি-
এখন ২০২২ সালে ফেসবুকে অনেকেই বিজনেস করে সফল হয়েছে এবং ভালো সেল পাচ্ছে।
বাঁধন সাহেব এই সকল পেইজ দেখে, তিনি নিজেও ফেসবুকের মাধ্যমে বিজনেস শুরু করার চিন্তাভাবনা করেছেন।
তাই তিনিও পেইজ খুলে প্রোডাক্ট আপলোড করেছেন এবং পোস্টে বুস্ট দিয়েছেন।
এখন তিনি সেল পাওয়ার জন্য বসে আছেন।

😌কিন্তু কোন সেল হচ্ছে না।
তিনি সব কিছুই করেছে। অডিয়েন্সের বয়স, লোকেশন, টার্গেটিং। সব কিছুই ঠিক ভাবে দিয়েছেন কিন্তু সেল হচ্ছে না।
📈দীর্ঘ মেয়াদি বিজনেস করার জন্য ফেসবুক 🚀বুস্টিং নয়, ফেসবুক 🎯মার্কেটিং করুন।
🤔কেন সেল হবে না। আর 😀কেন সেল হবে?
যখন আপনি বুস্টিং করেন। তখন আপনাকে নির্দিষ্ট একটি পোস্ট নিয়ে বুস্টিং করতে হয়।
বুস্ট দেওয়ার পরে পোস্টটি অডিয়েন্সের কাছে পৌঁছে যায়।
একজন কাস্টমারের কাছে আপনি সহ আরো ১০-২০ জনের প্রোডাক্ট দেখানো হয়।
এখন আপনি কি দিচ্ছেন যে কাস্টমার তাদের কাছ থেকে প্রোডিক্ট না নিয়ে আপনার কাছ থেকে নিবে?
✅কেন কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে?
✅ আপনি এমন কি দিচ্ছেন।যা অন্যরা দিচ্ছে না।
✅ কেন অন্যদের থেকে থেকে আলাদা?
✅ কাস্টমার আপনার প্রোডাক্টি কিনার জন্য সামর্থ্য আছে কি?

এছাড়াও আরো কিছু বিষয় আছে। যেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলেই আপনি সেল পাবেন।

📈আমরা Jihad Digital ২০০+ সফল উদ্যোক্তাদের বিশ্বাস্তাতার সাথে সকল ধরনের মার্কেটিং সেবা দিয়ে আসছি।।

👩‍💻বিজনেসের যে কোনো মার্কেটিং রিলেটেড প্রয়োজনে ফ্রি পরামর্শ সেবা নিতে আমাদের সরসরি ইনবক্স করুন।

10/02/2024

🚀সেল বাড়ানোর জন্য কি ফেইসবুক পেইজ সাজানোর প্রয়োজন?
ফেইসবুক পেইজ সাজানোর গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা কেমন❓
অফলাইনে আমরা সেল বাড়ানোর জন্য 🏪দোকানের জন্য ডেকোরেশন সুন্দর করে থাকি,কারণ কাস্টমারের এর কাছে দোকানের ডেকোরেশনটা সবার আগে চোখে পড়ে।

✴️প্রবাদ আছে"প্রথমে দর্শনদারী তারপর গুনবিচারী"✴️

🏪অফলাইনের মতো ফেইসবুক বিজনেস পেইজ মূলত একটি ভ্রাম্যমান দোকান।
দোকানের ডেকোরেশন যত সুন্দর হয় ক্রেতার ভিড় এবং 🚀সেল ততই বেশি হবে!
সুতরাং ফেইসবুক বিজনেস পেইজ টাও সাজিয়ে গুছিয়ে নিতে হয়, যাতে করে ক্রেতার
আকর্ষণ,বিশ্বাসযোগ্যতা এবং সেল বৃদ্ধি পায় ।
অফলাইনে একটি সাজানো-গোছানো বিজনেস পেইজে ব্যবসার প্রসার ও পণ্য বিক্রির নিশ্চয়তা বাড়ায় বহুগুনে।
তাই আর দেরি না করে এই রমজানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান অনলাইনে রুপান্তর করুন একটি প্রোফেশনাল বিজনেস পেইজ এর মাধ্যমে।

💁‍♂️কেনো আমাদের মাধ্যমে কাজ করাবেন?
দীর্ঘ দুই বছর ধরে আমরা প্রফেশনাল ভাবে উদ্যোক্তাদের সাথে বিশ্বস্তার সহিত কাজ করে আসছি।
আমাদের রয়েছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার , ডিজিটাল মার্কেটার, ভিডিও ইডিটর এবং ওয়েব ডেভলপার।
যারা আপনার বিজনেস এনালাইসিস করে কাস্টমার ফ্রেন্ডলি ডিজাইন সহ প্রফেশনাল ভাবে ফেইসবুক পেইজ সেটাপ করে দেবে।

✅ফেইসবুক পেইজ সেটআপ প্যাকেজে যে যে সার্ভিস গুলো পাবেন :
১. প্রফেশনাল ফেইসবুক পেইজ ।
২. ব্যান্ডিংলোগো ডিজাইন ।
৩. ব্যান্ডিং কভার ফটো ডিজাইন ।
৪. এস ই ও বেইসড এবাউট ডেসক্রিপশন।
৫. এড কন্টাক ইনফরমেশন এন্ড লোকেশন ম্যাপিং।
৬. কাস্টম ইউ আর এল ক্রিয়েট
৭.ডেসক্রিপশন ও সার্ভিস সেকশন সেটাপ
৮. ট্যাবস এন্ড সিটিএ বাটন অপ্টিমাইজেশন
৯.কাস্টমার ফ্রেন্ডলি অটো ম্যাসেজ রিপ্লাই
১০.লাইফ টাইম সাপোর্ট

বিস্তারিত জানতে পেইজে মেসেজ করুন অথবা সরাসরি কল করে জেনে নিন আমাদের সার্ভিস সম্পর্কে ।
☎️ +8801891811140

এছাড়াও যেকোনো ধরণের ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস নিয়ে-Jihad Digital-আছে আপনার পাশে।

06/02/2024

5Start a Business - BDT 1,50,000/- Too Risky.
iPhone - BDT 1,50,000/- Affordable.
Healthy Groceries - BDT 4,000/-: Too Expensive.
Dinner Date - BDT 4,000/-: Reasonable.
Skill- BDT 10,000/-: Too Expensive.
Tour - BDT 15,000/-: It's affordable.
People always work for happiness instead of long-term growth.

আপনি কি আপনার বিজনেসের ২০% খুঁজে বের করতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য।-------------------------------এটি 2য় পর্ব ।...
04/02/2024

আপনি কি আপনার বিজনেসের ২০% খুঁজে বের করতে চান?
তাহলে এই পোস্টটি আপনার জন্য।
-------------------------------
এটি 2য় পর্ব ।আপনি যদি ১ম পর্ব না পড়ে থাকেন। তাহলে কমেন্ট এ লিংক দেওয়া থাকবে। পড়ে নিবেন।
------------------------------
➡️ আমি সহজ ভাবেই বুঝিয়ে বলবো যাতে আপনারা বুঝতে পারেন।
আপনাকে আগে জানতে এবং বুঝতে হবে Pareto 80/20 rules সম্পর্কে। এর পরে এটি আপনার জীবনে এবং ব্যাবসায়ে প্রয়োগ করলে দ্রুত গোলে পৌঁছাতে পারবেন। কেননা আপনি তো গোলে পৌছানোর জন্যই এই ২০% খুঁজে বের করবেন এবং ঐ ২০% ইনপুট কে বেশি ফোকাস দিবেন।
৮০/২০ রুলস বলে কম্পানির ৮০% রেভেনিউ বা লাভ ২০% বিক্রয় প্রচেষ্টার মাধ্যমে আসে।
বিকল্পভাবে বলতে পারেন যে আপনার 20% প্রচেষ্টা,আপনার লাভের 80% জন্য দায়ী।
সর্বশেষে আপনাকে বিজনেসর ২০% ভালো প্রচেষ্টা গুলো খুজে বের করতে হবে এবং ঐ প্রচেষ্টা গুলো আরো বাড়িয়ে দিতে হবে।
যাতে করে আরো ভাবে রেজাল্ট নিয়ে আসতে পারেন।
🔰আপনার বিজনেসে হেড আপনি নিজেই।
তাই আপনার নিজের উপর ৮০/২০ রুলস প্রয়োগ করতে হবে এরপরে বিজনেসে।
তাই আপনার দৈনিক কাজের মধ্যে এমন কাজ গুলো আলাদা করতে হবে।যেই কাজ গুলো আপনার মাস শেষে সেল নিয়ে আসে। অর্থাৎ ২০% ইনপুট বা ইফোর্ট খুঁজে বের করতে হবে।
🤔আপনি দৈনিক ১০টি কাজের লিস্ট করুন,যাতে আপনি বেশি সময় ব্যায় করে থাকেন?
যেমন আমার ক্ষেত্রে আমার দৈনিক কাজের লিস্ট করলে 🔀-
১-ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট।
২-ডিজাইন করা।
৩-ল্যান্ডিং পেইজ ডিজাইন করা।
৪-ক্লাইন্ট ম্যানেজমেন্ট।
৫- মার্কেটিং প্লানিং ও ফানেল তৈরি করা।
৬-প্রোমোশনাল ভিডিও তৈরি করা।
৭-ক্লাইন্টের পেইজে নিয়মিত কন্টেন্ট ও ডিজাইন পোস্ট করা।
৮-কোর্সের ভিডিও দেখা।
৯-কন্টেন্ট তৈরি করা।
১০-ভিডিও কন্টেন্ট লিখা।
এরকম আপনার তৈরিকৃত লিস্ট টি ভালো ভাবে দেখুন এবং এর মধ্যে ২-৫ টি কাজ বের করুন।যা করলে আপনার সেল বৃদ্ধি হয়।
এখন ঐ ২-৫ টি বিষয়ের উপর বেশি ফোকাস দেন। কেননা এই কাজগুলোই বাকি 80% সেল বা রেজাল্ট নিয়ে আসে।
যেমন আমার কাজের মধ্যে ২-৫ টি বিষয় হলো-
১. ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট
২. ক্লাইন্ট ম্যানেজমেন্ট
৩. প্লানিং ও ফানেল তৈরি করা।
৪. কন্টেন্ট তৈরি করা।
৫.কোর্সের ভিডিও দেখা।
এগুলো ছাড়াও আমার আরো কাজ আছে। আমি এই ২০% এ ফোকাস দিবো এবং অন্য গুলো স্থানান্তর করে দি। এভাবে আপনাকেও ২-৫ টি কাজ বের করতে হবে।যা করলে আপনার সেল বৃদ্ধি হয়।
আর এই ২-৫ টি কাজই হল আপনার ২০% ইনপুট।
এখন চিন্তা করতে হবে, আমি কিভাবে কাজ কমাতে বা স্থানান্তর করতে পারি।যাতে আমি ২০% এ ফোকাস দিতে পারি এবং ৮০% রেজাল্ট নিয়ে আসতে পারে। এ
---
🔰৮০/২০ রুলস কি কাজ কমাতে বলে?
এটি নিয়ে আগামী পোস্টে বলবো। ইনশাআল্লাহ.
---
🔰 বিজনেসের ৮০/২০ রুলস একই
বিজনেসের কয়েকটি বিষয় ভলো ভাবে খুঁজে বের করুন।
🔺বিজনেসের কোন কাজ গুলোর কারণে সেল বেশি আসে?
🔺কোন কাস্টমার গুলো রিটার্ন কাস্টমার?
🔺কেন তারা রিটার্ন কাস্টমার হয়?
🔺 আপনার গুরুত্বপূর্ণ এবং বিশ্বাস্ত গ্ৰাহকদের লিস্ট তৈরি করুন?
🔺 আপনার বেশি বিক্রিত বা সেবাটি খুঁজে বের করুন?
🔺 কোন মাধ্যমে আপনার বেশি সেল বৃদ্ধি হয় বা আসে?
এগুলো খুঁজে বের করুন এবং বেশি ফোকাস দিন
🔰৮০/২০ রুলস কি কাজ কমাতে বলে?
এটি নিয়ে আগামী পোস্টে বলবো। ইনশাআল্লাহ
আপনি কি ৮০/২০ রুলস কি কাজ কমাতে বলে? এটি জানতে চান? তাহলে কমেন্ট করুন -
---
বিঃদ্রঃ এগুলো সবই নিজের রিচার্স করে লিখা।তাই কোনো সাজেশন থাকলে জানাবেন ও ভুল থাকলে ধরিয়ে দিবেন।
-
© Md jihad
V2 Digital Marketer

🤔আপনি কি জানেন ৮০/২০ রুলস কি?তাহলে এই পোস্টটি আপনার জন্য।----------অনেক দিন ধরে লিখা হয় নি। তাই আবার আজকে এই ছোট লিখা দ...
02/02/2024

🤔আপনি কি জানেন ৮০/২০ রুলস কি?
তাহলে এই পোস্টটি আপনার জন্য।
----------
অনেক দিন ধরে লিখা হয় নি। তাই আবার আজকে এই ছোট লিখা দিয়ে শুরু করলাম।
৮০/২০ রুলস টি ২/৩ ভাগে ছোট করে দিবো।
---------
80/20 Rules-Social Media Content Planning
80/20 রুলস মুলত একটি সোসাল মিডিয়া কন্টেন্ট প্লানিং বা কৌশল। যেটা দিয়ে আপনি, ২০% ইনপুট দিয়ে ৮০% আউটপুট পাবেন।
🔸Vilfredo Pareto হলো একজন ইতালিয়ান অর্থনীতিবিদ। তিনি ৮০/২০ রুলসের জন্য বিখ্যাত।আর এ রুলস কে Pareto Principal বলে।
🔸 যখন Pareto দেখলেন ৮০% জাতীয় সম্পদ ২০% জনগন নিয়ন্ত্রণ করে। তখন এই ঘটনাটি আরও গভীরভাবে চিন্তা করলেন।
তিনি মানুষের জীবনের অন্যান্য ক্ষেত্রেও এই একই অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক দেখতে পেলেন।
✅ ২০% ইনপুট এর মাধ্যমে ৮০% রেজাল্ট আসে।
✅ ২০% কাস্টমার তৈরি করে ৮০% লাভ।
✅ 20% রাস্তার কারণে 80% দুর্ঘটনা ঘটে।
✅ 20% of product solve 80% of quality control issues.
✅ Your 20% Customer will give you 80%.
-
আপনি এই ৮০/২০ রুলসটি আপনার বিজনেস পেজে পোস্ট করা সহ বিভিন্ন অ্যাডের কন্টেন্ট লিখার সময়েও ব্যাবহার করতে পারবেন।
মানুষ সোস্যাল মিডিয়াতে আসে মুলত- সময় কাটানোর জন্য, বন্ধুদের সাথে কথা বলতে, বিনোদন নিতে,খবর দেখতে,নিজে হাসতে, ভালো কিছু দেখার জন্য, শিক্ষনীয় কিছু দেখার জন্য,কিংবা এমন কোন তথ্য যার মাধ্যমে পার্সোনাল এবং বিজনেস ডেভেলপমেন্ট করে,এমন কিছু পাবার জন্য।
তাই আপনার অডিয়েন্সকে ভ্যালু দিতে হবে।
আমি বলবো যে আপনি আপনার অডিয়েন্সকে যতো ভ্যালু দিতে পারবেন,ততো সেল হবে।
🔰 বিজনেসে কিভাবে ৮০/২০ রুলস কাজ করে?
আপনার বিজনেসে ২০% ইনপুট বা ছোট বিষয় বাকি ৮০% সেল বা লাভ নিয়ে আসে।
আর যদি ঐ ২০% ইনপুটে বা ছোট বিষয়ে খেয়াল না দেওয়া হয়। তাহলে বাকি ৮০ লাভ বা সেল আসবে না।
কিভাবে বিজনেসে ২০% ইনপুট খুঁজে বের করবো বা ২০% ছোট বিষয় খুঁজে পাবো?
এটা নিয়ে পরবর্তী পর্বে বলবো-
আপনি কি আপনার বিজনেসের ২০% খুঁজে বের করতে চান? তাহলে কমেন্ট করুন -
বিঃদ্রঃ এগুলো সবই নিজের রিচার্স করে লিখা।তাই কোনো সাজেশন থাকলে জানাবেন ও ভুল থাকলে ধরিয়ে দিবেন।
-
© Md jihad
V2 Digital Marketer

🤏Right💯"your biggest enemy is yourselfkeep trying and nevergive up"
21/01/2024

🤏Right💯
"your biggest enemy is yourself
keep trying and never
give up"

Address

Mirpur

Telephone

+8801891811140

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jihad Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share