Digi-AD Marketing

Digi-AD Marketing "ফেসবুক এডস সহ সকল ধরনের ডিজিটাল সেবা প্রদানে এক ধাপ এগিয়ে"

08/09/2024

📈 Noteworthy tips to improve your brand in Social Media Marketing 📈

1️⃣ Know Your Audience - Define who your core audience is and appeal to them.2 2️⃣ Consistency is Key - Your frequency of posts must be enough to keep the readers engaged. 3️⃣ Utilize Analytics- Performance should be quantified so as to alter the approach for better outcomes. 4️⃣ Engage with Your Followers - Remember to get connection also with your followers and not just the posts. 5️⃣ Leverage Paid Ads- Market on Facebook and Instagram within fixed budgets that help get the most out of them.

💡 Need additional tips for business growth on the Internet? Feel free to contact me!

ফেসবুক এডস বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম প্রধান মাধ্যম।কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার এড ক্যাম্পেইন সত্য...
19/08/2024

ফেসবুক এডস বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম প্রধান মাধ্যম।
কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার এড ক্যাম্পেইন সত্যিই সফল হচ্ছে?
আসুন, কিছু গুরুত্বপূর্ণ মেট্রিক নিয়ে আলোচনা করি, যা আপনাকে একটি ভালো এড ক্যাম্পেইন চেনার উপায় জানাতে সাহায্য করবে।

1. Reach (পৌঁছানো):

কতজন ব্যক্তি আপনার এড দেখেছেন।

উদাহরণ: আপনার এড যদি 5,000 জন মানুষের কাছে পৌঁছে, তবে Reach হবে 5,000।

2. Impressions (দেখানো):

আপনার এড কতবার দেখানো হয়েছে।

উদাহরণ: যদি আপনার এড 7,000 বার দেখানো হয়, তবে Impressions হবে 7,000।

3. CPC (Cost Per Click):

প্রতি ক্লিকের জন্য কত খরচ হচ্ছে।

উদাহরণ: আপনার এডে 100 ক্লিক হয়েছে এবং আপনার খরচ হয়েছে $5, তাহলে CPC হবে $5/100 = $0.05।

4. CTR (Click-Through Rate):

কত শতাংশ মানুষ আপনার এড দেখে ক্লিক করছে।

উদাহরণ: 5,000 Impressions থেকে 200 ক্লিক হলে, CTR হবে (200/5000) * 100 = 4%।

5. Conversion Rate:

কতজন আপনার এড থেকে কিনেছে বা কাঙ্ক্ষিত অ্যাকশন নিচ্ছে।

উদাহরণ: আপনার এড থেকে 50 জন ক্রয় করেছে এবং মোট ক্লিক ছিল 500, তাহলে Conversion Rate হবে (50/500) * 100 = 10%।

6. ROAS (Return on Ad Spend):

বিজ্ঞাপনে খরচ করা প্রতিটি ডলারের বিপরীতে কত আয় হচ্ছে।

উদাহরণ: আপনি $100 খরচ করেছেন এবং $300 আয় হয়েছে, তাহলে ROAS হবে $300/$100 = 3।

✔️ ভালো ফলাফল চেনার উপায়ঃ

1. Reach এবং Impressions:

- Reach: 5,000
- Impressions: 7,000

- এই মেট্রিকগুলো বেশি হলে বুঝবেন যে আপনার এড অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে।

2. CPC:

- CPC: $0.05

- CPC কম হলে বুঝবেন যে কম খরচে বেশি ক্লিক পাচ্ছেন।

3. CTR:

- CTR: 4%

- CTR বেশি হলে বুঝবেন যে এডটি আকর্ষণীয়।

4. Conversion Rate:

- Conversion Rate: 10%

- উচ্চ Conversion Rate মানে অনেক মানুষ এড দেখে অ্যাকশন নিচ্ছে।

5. ROAS:

- ROAS: 3

- ROAS 1 এর উপরে হলে বুঝবেন যে আপনি লাভবান হচ্ছেন।

🚫 খারাপ ফলাফল চেনার উপায়ঃ

1. Reach এবং Impressions:

- Reach: 1,000
- Impressions: 1,200

- এই মেট্রিকগুলো কম হলে বুঝবেন যে আপনার এড কম মানুষের কাছে পৌঁছাচ্ছে।

2. CPC:

- CPC: $2.00

- CPC বেশি হলে বুঝবেন যে বেশি খরচে কম ক্লিক পাচ্ছেন।

3. CTR:

- CTR: 0.5%

- CTR কম হলে বুঝবেন যে এডটি কম আকর্ষণীয়।

4. Conversion Rate:

- Conversion Rate: 0.5%

- কম Conversion Rate মানে কম মানুষ এড দেখে অ্যাকশন নিচ্ছে।

5. ROAS:

- ROAS: 0.5

- ROAS 1 এর নিচে হলে বুঝবেন যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

✔️ ভালো ফলাফল পেলে করণীয়ঃ

- বাজেট বাড়ান: ফলাফল ভাল হলে বাজেট বাড়িয়ে আরও বেশি লোকের কাছে পৌঁছাতে পারেন।

- অপ্টিমাইজ করুন: সবচেয়ে ভাল কাজ করা এড সেটগুলো অপ্টিমাইজ করুন।

🚫 খারাপ ফলাফল পেলে করণীয়ঃ

- অ্যানালিটিক্স পর্যালোচনা করুন: মেট্রিকগুলো পর্যালোচনা করে সমস্যাগুলো চিহ্নিত করুন।

- এ/বি টেস্টিং: বিভিন্ন ক্রিয়েটিভ, কপি এবং অডিয়েন্সের উপর পরীক্ষা করুন।

- অপ্টিমাইজ করুন: অডিয়েন্স, টাইমিং, প্লেসমেন্ট এবং বাজেট অপ্টিমাইজ করুন।

এইভাবে, ফেসবুক এডসের মেট্রিকগুলো বিশ্লেষণ করে এবং উপযুক্ত পদক্ষেপ নিয়ে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার এড ক্যাম্পেইন সফল হবে।

কেন ফেসবুকে এড ক্যাম্পেইন করবেন?ফেসবুকে এড ক্যাম্পেইন করুন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটারের মাধ্যমে।ফেসবুক বুস্ট এবং অ্যাড ক্য...
29/06/2024

কেন ফেসবুকে এড ক্যাম্পেইন করবেন?

ফেসবুকে এড ক্যাম্পেইন করুন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটারের মাধ্যমে।
ফেসবুক বুস্ট এবং অ্যাড ক্যাম্পেইনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ফেসবুক বুস্টের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য বা টার্গেট অডিয়েন্স পর্যন্ত পৌঁছানো যায় না। অন্যদিকে, ফেসবুকে এড ক্যাম্পেইন আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর উপায় দেয়। একটি সফল ক্যাম্পেইন শুধু টার্গেট অডিয়েন্সের উপর নির্ভর করে না, এটি আপনার কনটেন্টের উপরও নির্ভর করে। কনটেন্ট যত ভালো হবে, তত ডলার খরচ কম হবে। ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন ভালোভাবে বুঝে করুন এবং ব্যবসায় সফলতা আনুন ইনশাল্লাহ।
আমাদের সেবাসমূহ:
1. বিজনেস পেইজের সকল কাজ
2. ডিজিটাল মার্কেটিং
3. গ্রাফিক্স ডিজাইন
4. পেইড প্রমোশন অ্যাড ক্যাম্পেইন
5. ওয়েবসাইট ডেভলপমেন্ট
6. ল্যান্ডিং পেজ ডিজাইন

বিস্তারিত জানতে কল করুন বা আমাদের ইনবক্সে মেসেজ করুন। বিঃদ্রঃ- দিন রাত ২৪ ঘণ্টা আমাদের সার্ভিসগুলো নিতে পারবেন।

বাংলাদেশে এপার্টমেন্ট কেনা এক ধরনের খারাপ ইনভেস্টমেন্ট। সবচেয়ে বড় কারণ হলো, এসেটের দামের তুলনায় ভাড়া অনেক কম! উদাহরণস্বর...
29/06/2024

বাংলাদেশে এপার্টমেন্ট কেনা এক ধরনের খারাপ ইনভেস্টমেন্ট। সবচেয়ে বড় কারণ হলো, এসেটের দামের তুলনায় ভাড়া অনেক কম! উদাহরণস্বরূপ, আপনি উত্তরায় ২০০০ স্কয়ার ফিটের এপার্টমেন্ট কিনলে দাম হবে দুই কোটি টাকা, কিন্তু ভাড়া হবে মাত্র চল্লিশ হাজার টাকা।

এখন ধরুন, আপনি এই এপার্টমেন্টটি না কিনে, এই ভাড়া দিয়েই থাকবেন। বছরে ব্যয় হবে মাত্র চার লাখ আশি হাজার টাকা। দশ বছরে আটচল্লিশ লাখ টাকায় থাকতে পারবেন, আর চল্লিশ বছরে এক কোটি বিরানব্বই লাখ টাকায়!

এছাড়া, দুই কোটি টাকা ইনভেস্ট না করে, আপনি ব্যাংকে রেখে ৬% সুদে বছরে ১২ লাখ টাকা পাবেন, অর্থাৎ মাসে এক লাখ টাকা। চল্লিশ হাজার টাকা ভাড়া দিয়ে বাকি ষাট হাজার টাকা আপনার থাকবে। চল্লিশ বছরে সরল সুদে পাবেন চার কোটি আশি লাখ টাকা।

এপার্টমেন্ট কিনলে, চল্লিশ বছর পর তার অবস্থা কেমন হবে? ফ্ল্যাট তো জমি না, ডেপ্রিসিয়েশন হবে। ২০৬০/৭০ সালে ঢাকায় পুরনো বিল্ডিংয়ের সংখ্যা অনেক বেড়ে যাবে। এছাড়া, সব ফ্ল্যাট মালিক একমত না হলে নতুন বিল্ডিং বানানোও যাবে না।

তাছাড়া, লোন করে ফ্ল্যাট কিনলে প্রতি মাসে বিশ হাজার টাকা ভাড়ার পরিবর্তে তিরিশ হাজার টাকা কিস্তি দিতে হবে, যা এক ধরনের লায়াবিলিটি।

"নিজের বাড়ি" ধারণা বিংশ শতকের এলিটিস্ট আবেগ। স্মার্ট ইনভেস্টমেন্ট করুন! বড়জোড় জমি কিনে রেখে, ভাড়া থেকে জীবন কাটান।

(ডিসক্লেইমার: টাকাটা ব্যাংকে ফেলে রাখা সবচেয়ে বাজে ব্যবহার। উদাহরণ দিয়েছি বোঝাতে যে, এর থেকেও ফ্ল্যাট কেনা খারাপ।)
©Copied

🎉 Eid Mubarak! 🎉Wishing You a Joyous and Prosperous Eid!As a digital marketer, we understand the power of connection and...
18/06/2024

🎉 Eid Mubarak! 🎉
Wishing You a Joyous and Prosperous Eid!

As a digital marketer, we understand the power of connection and community. This Eid, let’s harness the spirit of togetherness to create meaningful connections and drive impactful results.

Special Eid Offers:
✨ Eid Campaign Boost: Elevate your brand with a tailored Eid marketing campaign. Reach your target audience with precision and flair.

📈 Exclusive Discounts: Enjoy up to 30% off on our premium digital marketing services. Now is the perfect time to optimize your social media presence, boost your SEO, or launch a new ad campaign.

🤝 Free Consultation: Book a free strategy session with our experts to explore how we can help you achieve your marketing goals during this festive season.

7 digital marketing tips for small businesses• Research your competitors.• Define Your Target Audience.• Optimize Your W...
24/05/2024

7 digital marketing tips for small businesses
• Research your competitors.
• Define Your Target Audience.
• Optimize Your Website for SEO.
• Create High-Quality Content.
• Invest in Paid Advertising.
• Use Email Marketing.
• Stay Updated with Trends.

11/05/2024

সম্মানিত উদ্দোক্তা
কি আগের মত সেল হচ্ছেনা?
আর কত লস দিবেন?
সাধারণ প্রক্রিয়ায় ফেসবুক বুস্ট কি এখনো যথেষ্ট?
আপনি কি জানেন? আপনার ফেইসবুক বুস্ট এর ৮০-৯০% অপচয় করছেন??
সাধারণ প্রক্রিয়া ফেসবুক বুস্ট থেকে ১০-১৫% সেলও জেনারেট হয়না
কিন্ত এডভান্স ফেসবুক মার্কেটিং স্ট্র‍্যাটেজি ফলো করে এড ক্যাম্পেইন ও অডিয়েন্স রিটার্গেটিং এর মাধ্যমে আপনার ব্যবসার ৮০ - ৯০% এরও বেশী সেল জেনারেট করা সম্ভব।
আমরা দেশের অন্যতম সফল মার্কেটিং এজেন্সি দিচ্ছি ভেরিফাইড এড ম্যানেজার এর মাধ্যমে শতভাগ ঝামেলাহীন নিরাপদ বুস্টিং সুবিধা ও আপনার বিজনেসকে প্রসারিত করার জন্য প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত নন স্টপ বুস্টিং সার্ভিস সহ সকল সার্ভিস দিতে প্রস্তুত আমাদের ব্লুস্পেস আইটি'র এক্সপার্ট টিম।
তাই আর দেড়ি না করে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কন্সালটেন্সি পেতে এখনই কল / ইনবক্স করুন

একটি বিনামূল্যে পরামর্শের জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন!

Call now to connect with business.

✅ ব্যবসায় সাফল্য পেতে আপনার টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখান এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অধিক মানুষের কাছে আপনার প...
11/05/2024

✅ ব্যবসায় সাফল্য পেতে আপনার টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখান এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অধিক মানুষের কাছে আপনার প্রোডাক্টের পরিচিতি বাড়ান!
📣ফেইসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনার পণ্য বা সেবা গুলোকে সবার মাঝে ছড়িয়ে দিন খুব সহজেই এবং পৌঁছে যান আপনার কাঙ্খিত লক্ষ্যে।
📌আপনার ফেইসবুক পেইজের লাইক ও আপনার অনলাইন বিজনেসের দ্রুত আগ্রগতির জন্যে আমরা আছি আপনার পাশে ।✋

✅ব্যক্তিগত এবং ব্যাবসায়িক যে কোন ধরনের পেইজ এর কাজ করা হয়।
✅আমাদের সাথে যোগাযোগ করার জন্য এক্ষুনি ইনবক্সে 💬 মেসেজ করুন,অথবা কল করুন
◼️আমরা আপনাকে দিচ্ছি আপনার সাধ্যমত খরচে ফেসবুকে পেইড বিজ্ঞাপন দেয়ার সুবিধা।
👉ঠিক যেমনি আপনি আমাদের পেয়েছেন, ঠিক এভাবেই আপনার কাস্টমার আপনাকেও পেতে পারে!

তুলনামূলক কম খরচে আর সহজেই সবার কাছে আপনার পেইজ পৌঁছানো আমাদের দায়িত্ব।☑️

সার্ভিসসমূহঃ

✅Page Promote (পেইজ লাইক বাড়ানো)
✅Post Promote (পোস্টসমূহে লাইক/রিয়্যাক্ট বাড়ানো)
✅ Post boost ( বিক্রয় বৃদ্ধির জন্য)
✅ Targeted Audience (আপনার পেইজ এর সাথে মিল রেখে ১০০% টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা)
✅ Targeted Location (লোকেশন অনুযায়ী এড দেওয়ার সুবিধা)
✅ Targeted Age,Sex,Category (বয়স, লিঙ্গ, ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা)
✅ Post Engagement (পোস্টের Likes, Comments, Shares বাড়ানো)
✅ Messenger Ads (Potential Customers থেকে মেসেজ পাবেন)
✅ Brand Awareness (আপনার ব্যবসায়ের ব্যাপারে অনেক মানুষ জানতে পারবে)
✅ Post Reach (আপনার দেওয়া পোস্ট সমূহ অনেক মানুষ দেখতে পাবে)
✅ Video Views
✅ Website Traffic
✅Video Boost
✅ Event Boost
✅Live Boost
_____________________________________________
📢কেন করবেন ফেসবুক মার্কেটিং📢
✪পণ্যের দ্রুত প্রসার
✪সর্বোচ্চ পরিমাণ প্রোডাক্ট ভিউ
✪ক্রেতার দৃষ্টি আকর্ষণ
✪সহজ মার্কেটিং
✪দ্রুত কাস্টমার রেসপন্স
✪দ্রুত ফিডব্যাক প্রাপ্তি
⭕️কাস্টমস প্যাকেজ। (আপনার সুবিধামত বাজেট সাজান)

💥সঠিক পদ্বতিতে বুস্ট করে ব্যবসার বিক্রয় বৃদ্ধি করুন।
কম টাকা না খুজে অভিজ্ঞতার আলোকে ও প্রফেশনালভাবে বুস্ট করে দেখুন।
আমরা দিচ্ছি এ্যাডভান্স লেভেল বুস্ট/প্রমোট

নোটঃমনে রাখবেন, বুস্ট করলে সেল হওয়ার গ্যারান্টি কেউ দিতে পারবে না, কারণ সেটা নির্ভর করবে আপনার ছবি/ভিডিও, কনটেন্ট ও প্রোডাক্টের কোয়ালিটি, দাম, বাজেট এবং টার্গেটিং এর উপর। কিন্তু বুস্ট করে আপনি এটা নিশ্চিত করতে পারবেন যে আপনার বুস্টটি সঠিক মানুষদের কাছে যাচ্ছে।

01/05/2024

বুষ্টিং তো সবাই করে! কিন্তু বিজনেস এনালাইসিস করে, সঠিক অডিয়েন্স টার্গেট করে এবং এক্সপার্ট টিম দিয়ে কাজ করে কয়জন?
❤️ Digi-AD Marketing নিয়ে এলো এক্সপার্ট টিম এর মাধ্যমে আপনার বিজনেস এনালাইসিস করে সঠিক মার্কেট/অডিয়েন্স টার্গেট করে সেই অডিয়েন্স এর কাছে আপনার পণ্যের বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার সার্ভিস ।
আমাদের আছেঃ
✅ দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মার্কেটিং টিম 🙂
✅ অরিজিনাল কার্ড/ অথোরাইজড একাউন্ট দিয়ে বুস্টিং সুবিধা 😎
✅ পেইজের রিচ, ইম্প্রেশন ও কোয়ালিটি বৃদ্ধির নিশ্চয়তা ❤️
তাই দেরি না করে বিস্তারিত জানতে অথবা সার্ভিসটি পেতে ইনবক্স করুন।
👉👉আমাদের সেবা :
১)পেজ সেটআপ।
২)পোস্ট বুস্টিং।
৩)ভিডিং বুস্টিং।
৪)পেজ প্রোমোশন
৫) পেজ রেস্ট্রিক্টেড সমাধান।
৬)পেজ মনিটাইজেশন।
৭)লোগো/কভার ডিজাইন।
একটি কোম্পনীর পরিপূর্ণ মার্কেটিং এর জন্য যোগাযোগ করুন


01/05/2024

ফেইসবুকে আপনার বিজনেস এর সেল বাড়াতে পাশে আছে
Digi-AD Marketing
সঠিক উপায়ে কাঙ্খিত অডিয়েন্স টার্গেট করে প্রোপারলি একটি ক্যাম্পেইন পরিচালনায় কাজ করবে আমাদের দক্ষ এবং অভিজ্ঞ মার্কেটিং টিম ।
যেহেতু শুধুমাত্র টার্গেটিং কিংবা দক্ষ টিম দিয়ে কাজ করলেই ভালো ফলাফল আসে না তাই আমাদের অভিজ্ঞ মার্কেটিং টিম আপনাকে আপনার কন্টেন্ট এর বিষয়ে পুরোপুরি হেল্প করবে । কীভাবে আপনার কন্টেন্ট এর মান উন্নয়ন করে সেলস এর গ্রোথ নিশ্চিত করা যায় সে বিষয়টি নিয়ে কাজ করবো আমরা ।
তাই শুধু শুধু ডলার নষ্ট না করে বুষ্টিং সার্ভিসটি নিন
Digi-AD Marketing থেকে 😎
👉আমাদের অন্যান্য সেবা সমূহ-
✅ ফেইসবুক বিজনেস পেইজ অপ্টিমাইজেশন
✅ ফেইসবুক মার্কেটিং
✅ গ্রাফিক ডিজাইন
✅ ওয়েবসাইট ডেভেলপমেন্ট
✅ ওয়েবভিউ অ্যান্ড্রয়েড অ্যাপস ডিজাইন
সার্ভিসটি পেতে কিংবা আরও বিস্তারিত জানতে সরাসরি মেসেজ করুন

01/05/2024

✡ ফেইসবুক বুস্টিং :
সঠিক অডিয়েন্স টার্গেট করে রিয়েল ডলার দিয়ে বুস্ট করতে আমরা আছি আপনার পাশে।
✍ আমরা কি কি সুবিধা প্রদান করি?
● টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
● লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেওয়ার সুবিধা।
● বয়স, লিঙ্গ, কাস্টমারের আগ্রহ ও বিহেভিয়ার সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
● বিজ্ঞাপন ক্যাম্পেইন শেষে বিজ্ঞাপনের রিপোর্ট দেখার সুবিধা।
● আমরা বুস্ট এক্টিভ হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত মনিটরিং করে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি।
🔖 প্রতি ডলার ১৪০ টাকা।
🔖 সর্বনিম্ন ৫ ডলার বুস্ট করা হয়।
🔖 পেমেন্ট মাধ্যম: বিকাশ/নগদ/রকেট/ব্যাংক
🔖 এড চালু হওয়ার ১০ মিনিটের ভিতর টাকা পেমেন্ট করতে হবে।

Address

House 02, Road 02
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Digi-AD Marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digi-AD Marketing:

Share