
06/08/2025
আর মাত্র এক মাস পরে দেখা যাবে এক বিরল পূর্ণ চন্দ্রগ্রহণ! সেপ্টেম্বারের ৭ তারিখ রাতে দেখা যাবে এই দুর্লভ ঘটনা। গ্রহন শুরু হবে রাত ৯ টা ২৮ মিনিটে আর শেষ হবে রাত ২ টা ৫৫ মিনিটে। পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে রাত ১১ টা ৪৭ মিনিটে। এই সময় চাঁদ মাথার উপর থাকবে আর একদম লাল দেখা যাবে কারণ সূর্যের আলো আমাদের বায়ুমণ্ডল ভেত করে চাঁদের উপর পরবে। যেহেতু আমাদের বায়ুমণ্ডল নীল আলো শোষণ করে তাই লাল আলোই চাঁদকে রক্তিম করে দিবে। এর জন্য এই ঘটনাকে ব্লাড-মুন ও ডাকা হয়। পূর্ণ চন্দ্রগ্রহণ প্রায় দের ঘণ্টা ধরে দেখা যাবে! হ্যাঁ, এটি বাংলাদেশ থেকেই দেখতে পারবেন আপনি!
চন্দ্রগ্রহণ হয় তখনি যখন চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করে। আমি এই ছবিটি ২০২২ সালের ৮ই নভেম্বারে তুলেছিলাম। এখানে দেখতে পারছি চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া।
আশা করি ৭ তারিখ এই দুর্লভ ঘটনা আমরা সবাই দেখতে পারব। পরিষ্কার আকাশের কামনা রইল!