NoorCart

NoorCart আমার সপ্ন পুরণের মাধ্যম।
সবার দোয়া ও সাফট চাই 👇🥰😍
(2)

আল্লাহু আকবার,  আলহামদুলিল্লাহ আমি মুসলিম আমি এখুন ও সুস্থ আছি,  আল্লাহু আকবার
12/09/2025

আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আমি মুসলিম আমি এখুন ও সুস্থ আছি, আল্লাহু আকবার

কম্ফোর্ট সেট অফার প্রাইজ ২৯৯৯ টাকা
12/09/2025

কম্ফোর্ট সেট অফার প্রাইজ ২৯৯৯ টাকা

12/09/2025
10/09/2025
"নিজেকে যখন অনেক বড় মনে করবেন তখন বুঝে নেবেন সূর্য ডুবে যাচ্ছে।"এক গ্রামে তিনটা ছাগল ছিল। দিনভর তারা মাঠে ঘাস খেত, খেলত...
10/09/2025

"নিজেকে যখন অনেক বড় মনে করবেন তখন বুঝে নেবেন সূর্য ডুবে যাচ্ছে।"
এক গ্রামে তিনটা ছাগল ছিল। দিনভর তারা মাঠে ঘাস খেত, খেলত আর শান্তিতে ঘুরত। এক বিকেলে সূর্য যখন ডোবার দিকে, তাদের ছায়া লম্বা হয়ে উঠল—অদ্ভুতভাবে জিরাফের মতো।

ছাগলগুলো নিজেদের ছায়া দেখে চমকে উঠল।
"দেখো! আমরা কত বড়! আর কেউ আমাদের কাছে ছুটবে না," তারা বলল।

তারা অহংকারে ভরে গেল। কিন্তু রাত এলো—সূর্য ডুবল, ছায়া মিলিয়ে গেল। পরদিন সকালে তারা আবার ঠিক আগের ছোট ছাগলই ছিল। তখনই বুঝল, যে বড় দেখায় তা কেবল আলো-ছায়ার খেলা; বাস্তব রূপ তো যে ছিল সেটাই রয়ে গেছে।

শিক্ষা: বড় হওয়ার অভিনয় যতদিন থাকুক, সত্যিকারের মূল্য আসল নম্রতায়।

--- কল টু অ্যাকশন ---
আপনি কী ভাবছেন? নিচে কমেন্টে বলুন — কখন আপনারাও এমন কোনো মুহূর্ত দেখেছেন যেটা বড় দেখিয়েছিল কিন্তু পরে বাস্তবটাই প্রকাশ পেয়েছিল? 👇

--- হ্যাশট্যাগ ---
#ছোট্টকথা #জীবনের_শিক্ষা #অহংকার #নম্রতা

নারীকে আটকায় না বাঁধন,সে তো স্রোতের মতন।  নারীকে আটকায় কিসে?সে তো আকাশের পাখি।  নারীকে আটকানো কঠিন,সে তো রঙধনুর মতো।   #...
10/09/2025

নারীকে আটকায় না বাঁধন,
সে তো স্রোতের মতন।

নারীকে আটকায় কিসে?
সে তো আকাশের পাখি।

নারীকে আটকানো কঠিন,
সে তো রঙধনুর মতো।

#নারী #নারীরশক্তি #নারীরস্বপ্ন

জীবন মানে লড়াই, স্বপ্নের সাথে যুদ্ধ,  হাল ছাড়লে হার, ধৈর্যে গড়ে ভবিষ্যৎ। 🌿💪   #জীবন  #বাস্তবতা  #ধৈর্য  #প্রেরণা
10/09/2025

জীবন মানে লড়াই, স্বপ্নের সাথে যুদ্ধ,
হাল ছাড়লে হার, ধৈর্যে গড়ে ভবিষ্যৎ। 🌿💪

#জীবন #বাস্তবতা #ধৈর্য #প্রেরণা

10/09/2025
রাইট এটাই পুরুষ
10/09/2025

রাইট এটাই পুরুষ

09/09/2025

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when NoorCart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share