Bijoy Selina 2025

Bijoy Selina 2025 Like Comment Share and Follow My Page
(1)

22/09/2025

আল্লাহু বলেন আমার নবীর আদর্শের ভিতর আমি লুকায়িত আছি,আমার নবীর আদর্শেই রয়েছে পথের আলো…

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন—
নিশ্চয়ই রাসূলুল্লাহ ﷺ এর জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ।"* (সূরা আহযাব ৩৩:২১)

আমি যখন বিভ্রান্ত হই, হারিয়ে ফেলি পথ,
তখন আল্লাহর পক্ষ থেকেই নবীজির ছিরত আমার সামনে আলো হয়ে আসে। আমি কোনো আলাদা পরিচয়ে গর্ব করি না। আমার পরিচয়, আমার আত্মা, আমার পথচলা—
সবকিছুই লুকিয়ে আছে আমার নবী হযরত মুহাম্মদ ﷺ এর আদর্শে। তাঁর দয়া, ক্ষমা, বিনয়, সাহস ও সত্যবাদিতাই আমার জন্য জীবনের পাথেয়। আমি জানি, এই যাত্রায় ভুল করবো, পড়ে যাবো… তবুও আমি নবীজির আদর্শকে আঁকড়ে ধরেই উঠে দাঁড়াবো, কারণ আমি আমার নবীর আদর্শেই বাঁচতে চাই, মরতেও চাই। আমার চিন্তা, আমার নীতি, আমার জীবনচর্চা — সবকিছুর মাঝে আমি নবীজির আদর্শকে স্থান দিই,কারণ আমি জানি, *আল্লাহর সন্তুষ্টির পথ লুকিয়ে আছে সেই আদর্শেই।

#নবীজিরআদর্শ #আল্লাহরবাণী
#সুন্নাহরপথ


#আলোরপথ #বাংলা_ইসলামিক_পোস্ট

20/09/2025

এই উম্মত তো একটা নেকি দিয়েই জান্নাতে যাবে – ছিরত মানেই আদর্শ, নবীজির ﷺ মধ্যে রয়েছে মানবতার সর্বোত্তম আদর্শ"*

২৫ বছরের এই ছোট্ট জীবনে অনেক কিছুই দেখেছি, কিন্তু একটা বিষয় গভীরভাবে উপলব্ধি করেছি —
নবীজির ﷺ আদর্শই এই উম্মতের আসল শক্তি।

একটি ছোট্ট নেকি, একটি ভালো কাজ, একজন মানুষকে সাহায্য করাই হতে পারে জান্নাতের কারণ।
এই উম্মতের সৌভাগ্য হলো, তারা এমন একজন নবীর অনুসারী, যাঁর আদর্শ ছুঁয়ে দিলে জীবন বদলে যায়।

ছিরত মানেই আদর্শ, আর সেই আদর্শই হতে পারে আমার-আপনার জান্নাতের চাবিকাঠি।
আসুন, ভালো কাজ করি, সুন্নাহ অনুসরণ করি, এবং নিজেদের বদলাতে শুরু করি আজ থেকেই।

#নেকি #জান্নাতেরপথ #নবীজিরআদর্শ #ছিরত
#২৫বছরেরভাবনা #ইসলামিকভয়েস

19/09/2025

স্বামীর হাতে গরুর মাংস: শুধু তেলেই দারুণ স্বাদ!

আজকের স্পেশাল রান্না: গরুর মাংস, কোনো পানি নয় — শুধুই তেলে রান্না!
স্বামীর হাতে এই ঘরোয়া রান্নায় ছিলো আলাদা এক স্বাদ, মশলার ঘ্রাণ আর তেলে ভাজা সেই মাংস যেন একেবারে মুখে লেগে থাকার মতো!
বাসার পরিবেশেই রেস্টুরেন্টের স্বাদ, সত্যিই অসাধারণ।
আপনিও ট্রাই করে দেখতে পারেন এই স্টাইলে — সহজ, মজাদার আর একেবারে পারফেক্ট ।
#স্বামীর_রান্না #গরুর_মাংস #তেলে_রান্না #বাংলা_রান্না
#হোমমেড_ডেলিশ

18/09/2025

কিছু করলেও দোষ, না করলেও দোষ — সমাজের চোখে সবাই অপরাধী!"

একজন লোক তার স্ত্রীকে নিয়ে গাধার পিঠে চড়ে পথ চলছিল। হঠাৎ কিছু মানুষ দেখে বলল, “দেখ, লোকটা গাধাটাকে কত কষ্ট দিচ্ছে!”
লোকটি গাধা থেকে নেমে স্ত্রীকে বসাল, তখন আবার কেউ বলল, “দেখ, স্ত্রী বসে আছে আর স্বামী হেঁটে যাচ্ছে!”
লোকটি এবার স্ত্রীকে নামিয়ে নিজে চড়ল। তখনও কেউ থামলো না— “কি স্বার্থপর লোক, নিজে আরামে আর বউ হেঁটে যাচ্ছে!”
শেষে দুজনেই হাঁটতে শুরু করল, তখনও কথা— “দেখ, গাধা ফাঁকা যাচ্ছে, অথচ ওরা হেঁটে যাচ্ছে!”

*এই গল্প আমাদের শেখায়:*

যাই করো না কেন, সবাই কিছু না কিছু বলবেই। তাই নিজের বিবেক আর সত্যকে অনুসরণ করো— কারণ সবাইকে খুশি করা যায় না।

#সত্যিকাহিনী #জীবনেরগল্প #সমাজেরচোখে #বিচারকসবারি #মনমানসিকতা #আপনাআপনপথে #বাংলাগল্প

15/09/2025

একটি পরিবারের টিকে থাকার গল্প – দুঃসময়ের ছায়া থেকে আশার আলোয়"

দুই ভাই, দুই বোন আর এক মা—ছোট্ট এই পরিবার এক সময় ছিল স্বপ্নে ভরা। কিন্তু হঠাৎ এক মহা দুঃসময় এসে সবকিছু ওলট-পালট করে দেয়। বাবার অকাল মৃত্যু, আর্থিক টানাপোড়েন, সমাজের চাপ—সব মিলিয়ে যেন অন্ধকারে ডুবে যাচ্ছিল পরিবারটি।
তবুও হাল ছাড়েনি কেউ। বোনেরা মায়ের পাশে দাঁড়িয়ে হাতে তুলে নেয় কাপড়ের বিজনেস
তাদের এই লড়াই শুধু বেঁচে থাকার নয়—এই গল্প এক অদম্য সাহসের, এক নিঃস্ব পরিবার থেকে ঘুরে দাঁড়ানোর।

#পরিবারেরগল্প
#দুঃসময়েরস্মৃতি
#ভাইবোনেরভালোবাসা
#একটিসত্যঘটনা
#সংগ্রাম_থেকে_সফলতা




14/09/2025

সহায়তা করেও বদলানো গেল না অভ্যাস – অসহায় এক নারীর বাস্তব গল্প!"

একজন অসহায় দরিদ্র নারীকে সহানুভূতির জায়গা থেকে টাকা ও ভালো কাপড় দিয়ে বলা হয়েছিল, যেন তিনি আর ভিক্ষা না করেন। কিছুদিন ভালোভাবে চললেও, পরে দেখা গেল তিনি আবার আগের অভ্যাসে ফিরে গেছেন। কারণ জানতে চাইলে বললেন, “আপনার দেওয়া কাপড় পড়ে কেউ আমাকে ভিক্ষা দিতে চায় না।”
এই বিষয় টি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, শুধু সাহায্য করলেই হয় না—চিন্তা-ভাবনা ও মানসিকতা পরিবর্তন করাটাই সবচেয়ে কঠিন কাজ।

#বাস্তবঘটনা #সহানুভূতি #ভিক্ষাবৃত্তি #অসহায় #মানসিকতারপরিবর্তন #ভালোবাসা #সাহায্য #জীবনেরগল্প #বাংলাভিডিও #মানবিকতা

আধুনিক থ্রিডি ফিগার: বাস্তব থেকে কল্পনায় এক নতুন যাত্রাএই থ্রিডি ফিগারটি জীবনের প্রতিটি ছোট-বড় ডিটেইল ফুটিয়ে তুলেছে ব...
13/09/2025

আধুনিক থ্রিডি ফিগার: বাস্তব থেকে কল্পনায় এক নতুন যাত্রা

এই থ্রিডি ফিগারটি জীবনের প্রতিটি ছোট-বড় ডিটেইল ফুটিয়ে তুলেছে বাস্তবতার কাছাকাছি। আধুনিক সফটওয়্যার ও প্রফেশনাল লাইটিং এর সাহায্যে তৈরি, যা প্রযুক্তি ও শিল্পের অনন্য সংমিশ্রণ। কম্পিউটার স্ক্রিনে মডেলিং প্রক্রিয়া চলাকালে, আমরা দেখতে পাই কিভাবে একটি জীবন্ত ছবি থ্রিডি মডেলে রূপান্তরিত হয়।
এটি শুধু একটি ফিগার নয়, এটি আধুনিক ডিজিটাল আর্টের একটি উদাহরণ, যা ব্যক্তিত্বকে নতুন মাত্রায় তুলে ধরে।

* *

08/09/2025

সবাই জ্বরে কাহিল, তাই রুচি জাগানো ভর্তার আয়োজন! 🍚💛*

স্বামী, সন্তান — সবাই জ্বরে কাবু। মুখে কিছুই রুচছে না।
তাই আজ স্নেহ দিয়ে বানালাম আলু ভর্তা, ডাল ভর্তা, আর মাছ ভর্তা। রুচিশীল, সহজপাচ্য, মন আর শরীর দুটোই একটু হালকা করে এমন কিছু খাবারেরই প্রয়োজন ছিল আজ। আল্লাহ সবাইকে শেফা দান করুন। 🤲

#রুচিরখাবার #ভর্তা #মায়েরহাতেররান্না #জ্বরেরদিনেরখাবার
#আলুভর্তা #ডালভর্তা #মাছভর্তা #ঘরোয়ারান্না #স্নেহেরছোঁয়া

07/09/2025

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভালোবাসার এক ছোট উদ্যোগ!"*

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) — আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র জন্মদিন।
এই দিনটির গুরুত্ব শুধু উৎসবে নয়, বরং মানবতার, দানশীলতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়াতে।

আমার পরিবার থেকে এক ছোট্ট প্রচেষ্টা —
ঘরে বিরিয়ানি রান্না করে কিছু অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি।
রাসূল (সা.) আমাদের শিখিয়েছেন দান করা, ভালোবাসা ছড়ানো, মানুষের পাশে দাঁড়ানো।

আল্লাহ যেন এই ক্ষুদ্র আমল কবুল করেন।
সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা ও দোয়া।**

#ঈদে_মিলাদুন্নবী #ভালোবাসারআয়োজন #মানবতা

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) — শান্তির বার্তা নিয়ে প্রিয় নবীর আগমন দিবস* ﷺ ( সৃষ্টিগুলার শ্রেষ্ঠ ঈদ দয়াল নবীজির জন...
05/09/2025

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) — শান্তির বার্তা নিয়ে প্রিয় নবীর আগমন দিবস* ﷺ

( সৃষ্টিগুলার শ্রেষ্ঠ ঈদ দয়াল নবীজির জন্ম ঈদ )

আজ ১২ই রবিউল আউয়াল — পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)। এই মহিমান্বিত দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ, শান্তি, ক্ষমা, ভ্রাতৃত্ব ও ন্যায়বিচারের প্রতীক।

মক্কার বনি হাশিম গোত্রে জন্ম নেয়া এই মহামানবের প্রেরিত বাণী আজও বিশ্ববাসীকে আলো দেখায়।
চলুন, তাঁর জীবনের আদর্শকে ধারণ করি, এবং নিজেকে সত্যিকার মুসলমান হিসেবে গড়ে তুলি।

#ঈদেমিলাদুন্নবী #নবীজীরজীবনী

#প্রিয়নবী #ইসলামেরআলো
Jalal Hoseen Bijoy

05/02/2024

Welcome
Bijoy Selina 88590
Like comment share and follow my page

Address

Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Bijoy Selina 2025 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bijoy Selina 2025:

Share