19/09/2025
গতকাল অফিস থেকে বাসায় ফেরার পথে ইসিবি চত্তর থেকে একটি পাবলিক বাসে উঠি। যারা পাবলিক বাসে যাতায়াত করে তারা জানে এই সময় বাসের যে কি ভায়ানক অবস্থা থাকে। আমি ও আমার সাথে এক মধ্য বয়স্ক ভদ্র মহিলা, রীতিমতো সিট এর অভাবে দুজনি দাড়িয়ে আছি, পাস থেকে এক ভদ্র লোক বলে উঠলো খালা কথায় যাবেন? কিন্তু আমার পাসে দাঁড়ানো মধ্য বয়স্ক মহিলাটা কোন উত্তর দিল না। পাশের লোকটি সেম কাজ আবার করল। এবার আমার পাশে দাঁড়ানো ভদ্র মহিলাটি রেগে গিয়ে বলে উঠলো এই কাকে খালা খালা করছেন?
এবার আসল ঘটনায় আসি, যে ভদ্র লোকটি আমার পাশে দাঁড়ানো মহিলাটি কে খালা বলে সম্বোধন করছে, সে নিজেও একজন মধ্য বয়স্ক ভদ্র লোক। চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে। যদিও লোকটি সিট থেকে উঠার আগে আমি তাকে দেখতে পাই নি। এখন কথা হোল কোন সেন্স থেকে এই বুড় লোকটি আমার পাশে দাঁড়ানো ভদ্র মহিলাটিকে পাবলিক বাসে খালা বলে সম্বোধন করলো। কিছুই বুজে উঠতে পারলাম না।
ব্যাটা মানুষ বুড়ো হলে তাদরে আক্কেল জ্ঞান কি কমে যায়, নাকি বুড়ো বয়সে ভীমরতি ধরার ট্রাই করে?
🤔🤔🤔