Rashida Akter

Rashida Akter Brand building and strategic development, with expertise in crafting impactful ATL and BTL campaigns as well as driving results through digital marketing.

My focus is on creating integrated marketing strategies that enhance brand visibility and growth

19/09/2025

গতকাল অফিস থেকে বাসায় ফেরার পথে ইসিবি চত্তর থেকে একটি পাবলিক বাসে উঠি। যারা পাবলিক বাসে যাতায়াত করে তারা জানে এই সময় বাসের যে কি ভায়ানক অবস্থা থাকে। আমি ও আমার সাথে এক মধ্য বয়স্ক ভদ্র মহিলা, রীতিমতো সিট এর অভাবে দুজনি দাড়িয়ে আছি, পাস থেকে এক ভদ্র লোক বলে উঠলো খালা কথায় যাবেন? কিন্তু আমার পাসে দাঁড়ানো মধ্য বয়স্ক মহিলাটা কোন উত্তর দিল না। পাশের লোকটি সেম কাজ আবার করল। এবার আমার পাশে দাঁড়ানো ভদ্র মহিলাটি রেগে গিয়ে বলে উঠলো এই কাকে খালা খালা করছেন?

এবার আসল ঘটনায় আসি, যে ভদ্র লোকটি আমার পাশে দাঁড়ানো মহিলাটি কে খালা বলে সম্বোধন করছে, সে নিজেও একজন মধ্য বয়স্ক ভদ্র লোক। চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে। যদিও লোকটি সিট থেকে উঠার আগে আমি তাকে দেখতে পাই নি। এখন কথা হোল কোন সেন্স থেকে এই বুড় লোকটি আমার পাশে দাঁড়ানো ভদ্র মহিলাটিকে পাবলিক বাসে খালা বলে সম্বোধন করলো। কিছুই বুজে উঠতে পারলাম না।

ব্যাটা মানুষ বুড়ো হলে তাদরে আক্কেল জ্ঞান কি কমে যায়, নাকি বুড়ো বয়সে ভীমরতি ধরার ট্রাই করে?
🤔🤔🤔

"Keep your good mindset to achieve your dreams." What's your dream today? Share in the comments!
06/08/2025

"Keep your good mindset to achieve your dreams." What's your dream today? Share in the comments!



হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা  ছাত্রীদের উদ্দেশে বলেছেনঃ                                               "চোখে ...
26/07/2025

হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা ছাত্রীদের উদ্দেশে বলেছেনঃ
"চোখে চোখ রেখে কথা বলবে, eye contact is very important "
"আমি যেন কখনই না দেখি তোমাদের ভারী ব্যাগের বোঝা বাবা মাকে দিয়েছ, নিজের ব্যাগের ভাড় নিজেই বহন করবে। ঠিক তেমনি নিজের জীবনের ভাড় নিজেই বহন করবে"

"ইতিবাচক বেহায়া হও, নেতিবাচক বেহায়া হবে না"

"Sometimes you cant find out your beauty, someone else can find it out. So never think you are useless"

"মেয়েরা তোমাদের বয়সী ছেলেগুলা তোমাদের জন্য নয়,তারা ঐ পাশের স্কুলের ছোট বোনদের জন্য৷ "
"সমবয়সী ছেলের সাথে প্রেম করবে না,পরে দেখা যাবে ছোটবোনকে বিয়ে করে নিয়ে এসে পায়ে সালাম করে জিজ্ঞাস করবে,আপা ভাল আছেন? ”

"কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেনো জীবনকে নয়?"

"মেয়েরা, জীবন কখনও সরলরেখায় চলে না, চলবেও না।"
"মেয়েরা, 'না' বলতে শিখবে।"

"তোমার কষ্টকে তুমি খাবে, তোমার কষ্ট তোমাকে খাবে না"

"the world is burning and someone is pouring petrol in it"

"সব ছেলেরাই সষ্ট্রার সৃষ্টি, তাহলে তোমরা কিভাবে ভাবো কেউ একটু আলাদা হবে? ”

" নারী হলো ঈশ্বরের সবচেয়ে যত্নে তৈরি করা সৃষ্টি৷ নারী হলো ঈশ্বরের ছুটির দিনে বাড়ির কাজের মতো পরম যত্নে তৈরী জিনিস, প্রতিটি নারী তার নিজস্ব স্বকীয়তায় সুন্দর।"

"এই পৃথিবীতে ঘটে যাওয়া অপরাধ গুলোর কারণ মূলত তিনটি, 'Money', 'Power', 'S*x' ।"

"মেয়েরা, কখনো কেউ তোমাকে ধোঁকা দিলে, নিজেকে তৈরি করবে, জীবনে সফলতা অর্জন করবে... যেদিন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, সেদিন এক জোড়া হাই হিল আর একটা শাড়ি কিনবে। তারপর সেই জুতো আর শাড়ি পরে তার আঁচল ছেড়ে যে তোমাকে আঘাত করেছিল তার সামনে দিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের মহিমায় হেঁটে যাবে..... সেদিন সে তোমার সফলতা দেখে নিজেই অনুতপ্ত হবে।"

"কঠিন প্রশিক্ষন, সহজ পরীক্ষা"

"পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ হলো, আমাকে আমি করে তোলা"

"sit straight, back straight"

"dont waste your tears for silly reasons, they are precious like you"
"Hope for the best, prepare for the worst"

"মেয়েরা ক্রস লেগ এ বসবে না, পা গুটিয়ে বসো। সোজা হয়ে বসো"
"আমার মেয়েরা বস্তিতেও ফিট, রেডিসনেও হিট"

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধ...
22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।

ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।
কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।

21/07/2025

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা মীর গ্রুপ পরিবার গভীরভাবে শোকাহত।

নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Ready to boost your self-confidence? ✨ This image shares some fantastic ways to build that inner strength! From thinking...
21/07/2025

Ready to boost your self-confidence? ✨ This image shares some fantastic ways to build that inner strength! From thinking positive to mindfulness, which tip are you going to try first? Let me know in the comments! 👇



A father is more than just a name — he is our shelter, our strength, like a great tree that stands tall through every st...
15/06/2025

A father is more than just a name — he is our shelter, our strength, like a great tree that stands tall through every storm.
Wishing a heartfelt Happy Father’s Day to all the amazing dads.



𝕎𝕖 𝕛𝕠𝕪𝕗𝕦𝕝𝕝𝕪 𝕔𝕖𝕝𝕖𝕓𝕣𝕒𝕥𝕖 𝕒𝕟𝕕 𝕨𝕖𝕝𝕔𝕠𝕞𝕖 𝔹𝕒𝕤𝕙𝕠𝕟𝕥𝕠 𝟙𝟜𝟛𝟙!🎀 সাজুক ভুবন বাসন্তী সাজে❢ 🎀
17/02/2025

𝕎𝕖 𝕛𝕠𝕪𝕗𝕦𝕝𝕝𝕪 𝕔𝕖𝕝𝕖𝕓𝕣𝕒𝕥𝕖 𝕒𝕟𝕕 𝕨𝕖𝕝𝕔𝕠𝕞𝕖 𝔹𝕒𝕤𝕙𝕠𝕟𝕥𝕠 𝟙𝟜𝟛𝟙!

🎀 সাজুক ভুবন বাসন্তী সাজে❢ 🎀



27/01/2025

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashida Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rashida Akter:

Share