Jannat bithi vlogs

Jannat bithi vlogs আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। আমার সবচেয়ে পছন্দের কাজ ঘুরতে যাওয়া। দেশের বিভিন্ন এলাকা ঘুরে দেখতে চাই।

Thik
14/06/2025

Thik

মানুষ কখনও পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি। কিন্তু ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, যে কারণে প্রায়ই আমরা ইট পাথরে পা হড়কে পড়ে যাই।

জীবনের মতোই, সম্পর্কের পথও এরকমই। একটি সম্পর্ক – সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন – কখনোই বড় কোনো ইস্যুতে ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট, কিংবা সময়মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়ত তেমন একটা গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। একটা সময়ে গিয়ে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না, বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান।

আমরা অনেক সময় ভাবি, “এতো ছোট একটা বিষয়, ও এতটা রাগ করল কেন?” কিন্তু ওই ছোট্ট বিষয়টাই হয়ত তার কাছে বড় ছিল। হয়ত সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিল, হয়ত ও একটুখানি বেশি সময় চেয়েছিল, হয়ত আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না, ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে।

তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার।

সময়মতো একটি মেসেজ, ক্লান্ত দিনে এক কাপ চা, কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি, কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলো শোনা — এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আজীবনের বন্ধন গড়ে তোলে।

সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা। তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা। একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, একটুখানি গুরুত্ব দেওয়া, একটুখানি সহানুভূতি — এগুলোই একটি সম্পর্কের মেরুদণ্ড।

মনে রাখবেন, সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই তা শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা, জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে ওই ছোট ছোট খুঁটিনাটিতেই!

তুমি বরং আমার মানসিক শান্তি হও,আমার ভরসার হাত হও,বিশ্বস্ত একটা মানুষ হও।আমার পাশে থাকো যুগের পর যুগ।মান-অভিমান ভাঙ্গানোর...
07/05/2025

তুমি বরং আমার মানসিক শান্তি হও,
আমার ভরসার হাত হও,বিশ্বস্ত একটা মানুষ হও।

আমার পাশে থাকো যুগের পর যুগ।

মান-অভিমান ভাঙ্গানোর একটা মানুষ হও,ভুল বুঝার থেকে নিখুঁত ভাবে বুঝার একজন সঙ্গী হও।

প্রচন্ড মন খারাপের দিনে,পাশে থাকার একমাত্র মানুষ শুধু তুমিই হও....

আমার আদরের বায়না রাখার একটা নির্ভরযোগ্য মানুষ হও,সারাজীবন পাশে থাকার একটা উপলক্ষ্য হও।

ভালো ভাবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হও।

মানুষ বলে;
খুব কাছাকাছি এলে নাকি আগ্রহ কমে যায়!তাই আমি না হয় ঠিক ততটাই দূরত্বে থাকি,যতটা দূরত্বে থাকলে আগ্রহ কমে না বরং আরো দ্বিগুণ বাড়ে!

*সংগৃহীত

18/03/2025

Good night 🌙

15/03/2025

শুভ সকাল ❤️

14/03/2025

শুভ রাত্রি 🤍

বাচ্চার বাবা মা দের সাবধান হওয়া জরুরি।  চট্টগ্রামে 2নং মাইলের মাথা আলি মাঝির পাড়া ১৪/০৩/২৫ জুম্মার নামাজের সময় ছাদ থেক...
14/03/2025

বাচ্চার বাবা মা দের সাবধান হওয়া জরুরি। চট্টগ্রামে 2নং মাইলের মাথা আলি মাঝির পাড়া ১৪/০৩/২৫ জুম্মার নামাজের সময় ছাদ থেকে শিশুটি পড়ে মারা যায়।৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওকে জান্নাত বাসী করুক আমিন।😢

13/03/2025

Good night 😴😴

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Jannat bithi vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannat bithi vlogs:

Share