Ivy Bindu

Ivy Bindu একজন গর্বিত বাংলাদেশি।

ধৈর্য মানুষকে ঠকায় না, 🌼বরং, উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়।🌼✨ 𝓢𝓪𝓻𝓮𝓮 || India✨𝓒𝓪𝓶𝓮𝓻𝓪 || Nishtha
25/04/2025

ধৈর্য মানুষকে ঠকায় না, 🌼

বরং, উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়।🌼

✨ 𝓢𝓪𝓻𝓮𝓮 || India

✨𝓒𝓪𝓶𝓮𝓻𝓪 || Nishtha

💐 A beautiful evening well spent! ✨ After breaking our fast, we enjoyed a relaxing coffee at a renowned hotel rooftop ne...
24/03/2025

💐 A beautiful evening well spent! ✨
After breaking our fast, we enjoyed a relaxing coffee at a renowned hotel rooftop near Cox’s Bazar sea beach. The view, the breeze, and the company made it truly special. While there, I came across this stunning couple’s dinner setup—so romantic! Though it wasn’t ours, I couldn’t resist capturing its beauty. Just sharing this beautiful moment that caught my eye! ✨
❤️🌊☕








16/03/2025

Cox's Bazar, get ready to celebrate 🥳
Aarong is now in Cox’s Bazar ✨

~টক্সিক মানুষ চিনেন?আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দি...
26/02/2025

~টক্সিক মানুষ চিনেন?
আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে।

~টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো টের পাবেন না,
কিন্তু একটা সময় মনে হবে-আপনার চারপাশটা ভারী,
মনটা ক্লান্ত। হঠাৎ একটা দিন বুঝবেন,এই ভারটা আসলে মানুষেরই তৈরি।

কিন্তু কীভাবে বুঝবেন যে কেউ টক্সিক?▫️
এমন কিছু আচরণ আছে,যেগুলো যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক। চলুন, টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি।

১. সবকিছুতে খুঁত ধরার অভ্যাস।▫️
টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে,যেন আপনি কিছুই জানেন না,পারেন না। আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো,এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়। বরং,তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে।

২. কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে।▫️
তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধামতো পরিস্থিতি গড়ে তোলে। সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রীড়নক হয়ে গেছেন।

৩. আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা।▫️▫️
তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে। হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে,কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে।

৪. তাদের সমস্যার জন্য আপনি দায়ী!▫️
তারা সবসময় ভিকটিম। সব সমস্যার দায় তাদের না,
বরং পৃথিবীর! তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না,বরং আপনাকেই দায়ী করবে। আপনি সবসময় অপরাধবোধে ভুগবেন।

৫. কথায় কথায় অভিযোগ।▫️
তাদের চারপাশে সবকিছুই যেন খারাপ। সবকিছুতে তারা অভিযোগ করে। এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে।

৬. আপনার অনুভূতি নিয়ে খেলা।▫️
তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না। আপনার কষ্ট,আপনার সুখ-কিছুতেই তাদের কিছু যায় আসে না। এমনকি যখন তারা আপনাকে আঘাত করে,
তখনও তাদের মনের কোণায় বিন্দুমাত্র মায়া জন্মায় না।

৭. আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা।▫️▫️
আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না। বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখা,ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায়।

৮. আচরণে একধরনের দ্বিচারিতা।▫️
একদিন তারা খুব মিষ্টি,আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার। এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে। আপনি বুঝতেই পারবেন না,কখন কীভাবে তাদের সঙ্গে মিশতে হবে।

৯. শুধু নেওয়ার অভ্যাস, কিছুই না দেওয়া।▫️▫️
টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া। তারা আপনাকে ব্যবহার করবে,আপনাকে থেকে সুবিধা নেবে,কিন্তু বিনিময়ে কিছু দেবে না।

১০. আপনার "না"কে গুরুত্ব না দেওয়া।▫️▫️
তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না। আপনার সময়,মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই।

টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয়,কিন্তু এটা অত্যন্ত জরুরি। জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন।

মনে রাখবেন,যারা আপনাকে ভালোবাসে,তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না।।

---- সৎ সঙ্গে স্বর্গ বাস,অসৎ সঙ্গে সর্বনাশ ----
©️

“Don't make yourself small.Not for anyone.If someone tells youyou're too much...too loud, too sensitive,too fierce, too ...
11/10/2024

“Don't make yourself small.
Not for anyone.
If someone tells you
you're too much...
too loud, too sensitive,
too fierce, too caring,
too intellectual, too optimistic,
too realistic, too logical, too emotional...
just smile and move on, my friend.
Clearly, they aren't enough for you.”
― L.R. Knost

28/08/2024

রূপ এবং গুণ এই দুইয়ের সংমিশ্রণে একটি নারী স্বয়ংসম্পূর্ণ ভাবে আত্মপ্রকাশ করতে পারে। মানুষের জন্য কিছু করতে পারা বরাবর আমার পছন্দের সেটা ক্ষুদ্র কিংবা বড় যে পরিসরেই হউক না কেন।
💐


🇧🇩

আমাদের সবার মনেই এরকম বাসনা যুগ যুগ ধরে চলছে 🇧🇩✨️স্বাধীন বাংলাদেশ এভাবেই গড়তে চাই ✊🏼আমরা দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ থাকলে...
11/08/2024

আমাদের সবার মনেই এরকম বাসনা যুগ যুগ ধরে চলছে 🇧🇩✨️
স্বাধীন বাংলাদেশ এভাবেই গড়তে চাই ✊🏼

আমরা দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ থাকলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে খুব বেশি সময় লাগবে না ☝️

Created By : Rubab Al Islam Sami 🌸

Address

DOHS Mirpur, Dhaka
Mirpur
1216

Telephone

+8801713087949

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ivy Bindu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ivy Bindu:

Share