Irani's Angels

  • Home
  • Irani's Angels

Irani's Angels আসসালামু আলাইকুম সবাইকে। আমার ছোট পেজে স্বাগতম আমার মেয়েদের জন্য দোয়া করবেন�
আমার ভিডিও গুলো দেখার অনুরোধ রইলো।
(15)

শুভ রাত্রি রাতে করা আয়োজন ট্যাংরা মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে, সাথে আমার বড় মেয়ের হাতে করা আলু ভর্তা খুবই স্পেশাল নিজেই ...
15/07/2025

শুভ রাত্রি
রাতে করা আয়োজন
ট্যাংরা মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে, সাথে আমার বড় মেয়ের হাতে করা আলু ভর্তা খুবই স্পেশাল নিজেই সব করেছে আলু সেদ্ধ থেকে শুরু করে কাওকে মাখাতে ও দেয়নি।। আলহামদুলিল্লাহ

#আলুভর্তা

আলহামদুলিল্লাহ শুভ দুপুর সবাইকে আজকের বৃস্টির দিনের রান্না বান্না। ডাটা দিয়ে মাছের ঝোল,চিচিঙ্গা নারকেল দিয়ে ভাজি,মাছ ভাজ...
15/07/2025

আলহামদুলিল্লাহ
শুভ দুপুর সবাইকে
আজকের বৃস্টির দিনের রান্না বান্না। ডাটা দিয়ে মাছের ঝোল,চিচিঙ্গা নারকেল দিয়ে ভাজি,মাছ ভাজা মেয়েদের জন্য।
অনেক কাজ গুছিয়ে রান্নাটা সেরে ফেললাম।
কার কোন আইটেম পছন্দ?

14/07/2025

শুভ সকাল।
দিনটা সুন্দর কাটুক আপনার আমার।

সদ্য ফোটা বেলী ফুল🌸সন্ধ্যায় ও ফোটেনি মিনিট ৫ আগে ফুটেছে ঘ্রানে বারান্দা মো মো করছে। মাশাল্লাহ
13/07/2025

সদ্য ফোটা বেলী ফুল🌸
সন্ধ্যায় ও ফোটেনি মিনিট ৫ আগে ফুটেছে ঘ্রানে বারান্দা মো মো করছে।
মাশাল্লাহ

আমার শ্বাশুড়ি বাসায় আসলে আমার চুল একদিন ও আচড়াতে হয় না। তিনি ডেকে ডেকে মাথায় তেল দিয়ে দেন আর সুন্দর করে আচড়ায়ে বেনী করে ...
13/07/2025

আমার শ্বাশুড়ি বাসায় আসলে আমার চুল একদিন ও আচড়াতে হয় না।
তিনি ডেকে ডেকে মাথায় তেল দিয়ে দেন আর সুন্দর করে আচড়ায়ে বেনী করে দেন।
এর পর পালাক্রমে আমি ও দেই আলহামদুলিল্লাহ।।
আজ ও আছরের পর বারান্দায় সেই গল্প গুজব আর চুল নিয়ে সময় কাটানোর পর হাতের তাসবীহ খুজে পাচ্ছে না এ ঘর সে ঘর করে খুজা চলছে মেয়েরা ও খুজছে।
আমার কি জন্য যেন মনে হলো বারান্দায় থাকতে পারে এসে দেখি সুন্দর ভাবে বেধে রেখে কাজ করেছিলো সেইভাবেই আছে।
মুরুব্বি মানুষের সাথে কাটানো সময় গুলো অনেক বরকতময় হয়। অনেক কথা জানা যায় অনেক কিছু শেখা যায়।
আল্লাহ আমার শ্বাশুড়ি কে নেক হায়াত দান করুন৷ আমিন

Irani's Angels

🐟 কাতল মাছের মাথা ও মুগডাল দিয়ে মুড়িঘণ্ট রেসিপি---✅ উপকরণ:কাতল মাছের মাথা – ১টি (বড় সাইজের, পরিষ্কার করে ২-৩ টুকরো করে ক...
13/07/2025

🐟 কাতল মাছের মাথা ও মুগডাল দিয়ে মুড়িঘণ্ট রেসিপি

---

✅ উপকরণ:

কাতল মাছের মাথা – ১টি (বড় সাইজের, পরিষ্কার করে ২-৩ টুকরো করে কাটা)

মুগ ডাল – ১ কাপ (শুকনো কড়াইয়ে ভেজে নেওয়া)

আলু – ২টি (কিউব করে কাটা)

পেঁয়াজ – ২টি (পাতলা কুচি)

আদা বাটা – ১ চা চামচ

রসুন বাটা – ১/২ চা চামচ

টমেটো – ১টি (মিহি কুচি)

কাঁচা লঙ্কা – ৪-৫টি (ফাটা)

হলুদ গুঁড়ো – ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ

জিরে গুঁড়ো – ১/২ চা চামচ

গরম মসলা গুঁড়ো – ১/২ চা চামচ

তেজপাতা – ১টি

শুকনো লঙ্কা – ১টি

চিনি – ১/২ চা চামচ

লবণ – স্বাদ অনুযায়ী

সরিষার তেল – পরিমাণমতো

ঘি (ঐচ্ছিক) – ১ চা চামচ

---

🍳 প্রস্তুত প্রণালী:

🐟 ১. মাছের মাথা ভাজা:

কাতল মাছের মাথা ভালোভাবে ধুয়ে লবণ ও হলুদ মেখে রাখতে হবে ১০ মিনিট।

কড়াইয়ে সরিষার তেল গরম করে মাথা ভালো করে দু'পিঠ ভেজে তুলে রাখুন।

🥣 ২. মুগডাল সেদ্ধ:

শুকনো কড়াইয়ে মুগডাল হালকা সোনালি করে ভেজে নিন।

এরপর ২ কাপ গরম পানিতে অর্ধসিদ্ধ করে নিন (খেয়াল রাখবেন ডাল যেন একেবারে গলে না যায়)।

🥔 ৩. আলু ভাজা:

আলু লবণ ও সামান্য হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রাখুন।

🧅 ৪. মসলা কষানো:

কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন।

এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন বাদামি রঙ হওয়া পর্যন্ত।

আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা ও জিরে গুঁড়ো দিয়ে কষান।

টমেটো ও চিনি দিয়ে দিন, মসলা তেল ছাড়লে বুঝবেন হয়ে গেছে।

🍲 ৫. সব একত্র করা:

এবার কষানো মসলায় সেদ্ধ ডাল, ভাজা আলু ও মাছের মাথা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

প্রয়োজনে ১ কাপ গরম জল দিন। ঢাকা দিয়ে ৮-১০ মিনিট রান্না করুন।

🌿 ৬. শেষ টাচ:

রান্না শেষে গরম মসলা গুঁড়ো ও ফাটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন।

ঘি দিতে চাইলে এক চামচ দিয়ে দিন অতিরিক্ত স্বাদের জন্য।

ঢেকে রাখুন ২ মিনিট।

---

🍽️ পরিবেশন:

গরম ভাত আর একটা লেবুর টুকরো – আর কিছুই লাগে না!
একেবারে ঘরের স্বাদ, মায়ের হাতের মতো ভালোবাসা!

---
Irani's Angels

আজ আমাদের ঘন্ট দিবস🤣মুড়ি ঘন্ট আর কচু ঘন্ট 💕🤣কে কোনটা খাবেন চলে আসুন✅💕ভালোবাসা রইলো সবার জন্য
13/07/2025

আজ আমাদের ঘন্ট দিবস🤣
মুড়ি ঘন্ট আর কচু ঘন্ট 💕🤣
কে কোনটা খাবেন চলে আসুন✅💕
ভালোবাসা রইলো সবার জন্য

🌼 সকাল থেকেই দিনটা হোক সুন্দর 🌼নতুন দিনের আলোয় জেগে উঠুক নতুন আশার আলো।সকালটা হোক হাসিমুখে, আর পুরো দিনটা হোক শান্তি, সু...
12/07/2025

🌼 সকাল থেকেই দিনটা হোক সুন্দর 🌼
নতুন দিনের আলোয় জেগে উঠুক নতুন আশার আলো।
সকালটা হোক হাসিমুখে, আর পুরো দিনটা হোক শান্তি, সুখ আর ভালোবাসায় ভরা।
সবার জন্য রইলো শুভকামনা — আজকের দিনটা হোক বিশেষ কিছু দিয়ে ভরপুর।

☀️ শুভ সকাল! ☕💛

২৫ বছর বয়সী টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গু-লি করে হ-ত্যা করেন তার নিজের বাবা...কারণ?প্রতিবেশীরা বলেছিল, “মেয়ের টাকায...
11/07/2025

২৫ বছর বয়সী টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গু-লি করে হ-ত্যা করেন তার নিজের বাবা...

কারণ?
প্রতিবেশীরা বলেছিল, “মেয়ের টাকায় সংসার চলে!” আর তিনি সেটা মেনে নিতে পারেননি। শুধু তাই না, বলা হচ্ছে মেয়ে রিল বানায়, এটাতেও নাখোশ ছিলেন বাবা।

রাধিকা নিজের ট্যালেন্টে সংসার চালাতেন, একটি টেনিস একাডেমি পরিচালনা করতেন। কিন্তু প্রতিবেশীদের ক-টূ মন্তব্য আর সমাজের চাপ তার বাবাকে এতটাই তাড়িত করে যে তিনি নিজেই মেয়েকে গু-লি করেন।

৫টি গু-লি চালান। অপরাধ স্বীকার করেছেন। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে।

এই সমাজে অনেক প্রতিবেশী আছেন যারা অন্যের ভালো স-হ্য করতে পারেন না। তারা স-মা-লো-চ-না করে, অ-প-মা-ন করে, এবং অন্যের ক-ষ্টে অদ্ভুত এক আনন্দ খুঁজে পায়।

এই ঘটনার পেছনে ছিল বি-ষা-ক্ত ইগো, এবং সমাজের চোখ রক্ষার নামে নিজের সন্তানের জীবন ধ্বং-স করে ফেলার নি-ষ্ঠু-র-তা।

তিনি একজন বাবা হিসেবে ব্য’র্থ।
যার কাছে নিজের মেয়ের জীবন থেকেও প্রতিবেশীদের মতামত বেশি মূল্যবান ছিল 🙂
সংগৃহীত

চটপট ক্ষুধার ঝটপট সমাধান। আমরা এইটাকে হাত রুটি বলি।শুভ বিকাল 💕💕
11/07/2025

চটপট ক্ষুধার ঝটপট সমাধান।
আমরা এইটাকে হাত রুটি বলি।
শুভ বিকাল 💕💕

জুম্মা মোবারক ঝাল ঝাল খাসির মাংস রান্না আর কাঠালের বিচি বাটা ভর্তা আলহামদুলিল্লাহ
11/07/2025

জুম্মা মোবারক
ঝাল ঝাল খাসির মাংস রান্না
আর কাঠালের বিচি বাটা ভর্তা
আলহামদুলিল্লাহ

Address

Dhaka Mirpur

Telephone

+8801987905005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Irani's Angels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Irani's Angels:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share