Bela Obela

Bela Obela don't want to build any walls between each other!

02/11/2025

পুরুষের চোখের জল ভয়ানক কষ্টে ঝরে!

With Zarah Nathan Reyes – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉
26/10/2025

With Zarah Nathan Reyes – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉

26/10/2025

Good Night

তোমার মন খারাপ হলে যার অন্তর কাচের টুকরোর মতো চৌচির হয়ে যায়,তোমার অনুপস্থিতিতে যার মনে হতাশার ঝড় বয়ে যায়,সে–ই আসলে তোমার...
27/09/2025

তোমার মন খারাপ হলে যার অন্তর কাচের টুকরোর মতো চৌচির হয়ে যায়,
তোমার অনুপস্থিতিতে যার মনে হতাশার ঝড় বয়ে যায়,
সে–ই আসলে তোমার মানুষ…
যে তোমার জীবনে সুখ নয়, বরং কষ্টকেও আপন করে নিতে পাগল।
#মনখারাপ #ভালোবাসা #অনুভূতি #অন্তরস্পর্শী #অপেক্ষা #হতাশা #তুমিইআমার #ভালোবাসারকষ্ট #মনেরকথা #চিরন্তনভালোবাসা

22/09/2025

এই সমাজ—
কখনো আয়নার মতো,
আবার কখনো আঁধারের মতো অচেনা।

মানুষের ভিড়ের ভেতরেও
মানুষকে খুঁজে পাওয়া যায় না—
চোখে চোখ রাখলে শুধু
মুখোশের প্রতিচ্ছবি দেখা যায়।

অন্যায়ে প্রতিবাদ করলে
তুমি বিদ্রোহী,
চুপ থাকলে
তুমি কাপুরুষ।
তবুও জীবন কাটাতে হয়
এই সমাজের নিয়মে,
যেখানে সত্য বলা
সবচেয়ে বড় অপরাধ।

কেউ কান্না লুকিয়ে হাসে,
কেউ ক্ষুধা চেপে মুখোশ পরে,
কেউ আবার স্বপ্নের দম বন্ধ করে
মিথ্যার সিঁড়ি বেয়ে ওঠে।

এই সমাজে মানুষ
মানুষকে বোঝে না,
শুধু বিচার করে—
তুমি কতটা ধনী,
তুমি কতটা ক্ষমতাবান,
তুমি কতটা প্রভাবশালী।

তবুও স্বপ্ন দেখি—
একদিন এই সমাজে
মানুষ মানুষকে ভালোবাসবে,
অন্যায়ের বিরুদ্ধে এক হবে,
মুখোশ খুলে আসল মুখে
হাসবে আলোর মতো নির্মল হাসি।

23/07/2025

Good Noon everyone

23/06/2025

"স্বপ্ন বড় হওয়া উচিত, কিন্তু পা মাটিতেই রাখো।"

22/06/2025

অনেকে জীবনে অনেকের সঙ্গে পরিচিত হয়, কিন্তু সবসময় আপন মানুষদের সঙ্গে যোগাযোগ রাখা হয় না—এটা বাস্তবতা। ব্যস্ততা, সময়ের অভাব, দূরত্ব, মানসিক চাপ—এইসব কারণে সম্পর্কগুলো আস্তে আস্তে দূরে সরে যায়। কিন্তু যারা সত্যিকারের আপন, তারা দূরে থেকেও মনের কাছেই থাকে।

21/06/2025

"জীবনে কিছু মানুষ আসে শেখাতে, আর কিছু মানুষ আসে থেকে যেতে।
কিন্তু কষ্টটা তখনই বেশি লাগে, যখন যার জন্য তুমি সব কিছু করো,
সে একদিন তোমাকেই ভুলে যেতে শেখে।
সময় সব শিখায় — কারো জন্য অন্ধ না হতে,
আর নিজের ভালোবাসাকে মূল্য দিতে শিখায়।

29/05/2025

ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে, জাগায় মেঘলা সকাল,
নরম হাওয়ায় ভেসে আসে মন ছোঁয়া আলো-ছায়ার খেয়াল।
চুপিচুপি শহর জাগে, সুরে সুরে ভিজে যায় কাল।

Address

Dhaka
Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Bela Obela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share