Rukhu's Canvas

Rukhu's Canvas Rukhu’s World | Your go-to for personal stories, everyday adventures, and reflections. This is my blog, my journey, authentically shared.

25/07/2025
13/10/2024

Discrimination is a disease

ধরুন আপনার বাসায় আজ মেহমান আসবে। নানা পদের মজার মজার খাবার রান্না হবে। সেদিন আপনার কিচেনের অবস্থাটা দেখবেন। এতোগুলো হাঁড়...
04/10/2024

ধরুন আপনার বাসায় আজ মেহমান আসবে। নানা পদের মজার মজার খাবার রান্না হবে। সেদিন আপনার কিচেনের অবস্থাটা দেখবেন। এতোগুলো হাঁড়ি-পাতিল-কড়াই-ডেকচি, কিচেনে পা রাখার অবস্থা নেই। রান্নার সময় এখানে একটু তেল পড়েছে, বাড়াবাড়ির সময় ওখানে একটু ঝোল পড়েছে। হাঁড়ির তলাটা কালো হয়েছে, মশলার দাগ দেখা যায় কোথাও কোথাও, হয়তো হাতে একটু তেল ছিটকে এসে লেগেছে। কেমন অবিন্যস্ত, এলোমেলো, অনাকর্ষণীয়, মেসি সবকিছু।

আজ রাতে আপনার খুব আলসেমি পেয়েছে। পাউরুটি আছে বাসায়, শুধু একটা ডিম সেদ্ধ করবেন ভাবছেন। সেদিন দেখবেন খাওয়াদাওয়ার পরেও কিচেনটা এতো সুন্দর, এতো সাজানো--মন চাইবে আজ রাতে কিচেনেই ঘুমিয়ে পড়ি।

স্কুল জীবনের কথা মনে করুন। গণিত বইটি এতো বেশি ব্যবহৃত হয়ে এমন ম্যাড়ম্যাড়ে হয়েছে যে দুচারটা পৃষ্ঠা হারিয়ে যাবার জোগাড় ছমাস না পেরুতেই। অন্যদিকে কৃষিশিক্ষা বইটি ঝা তকতকে বছরশেষেও।

মানুষও তো ঠিক তেমনই। যে মানুষ যতো পরিশ্রম, যতো সাধনা, যতো চ্যালেঞ্জ, যতো গভীর চিন্তা, যতো দহন, যতো ঝামেলার মধ্য দিয়ে গিয়েছে তার জীবনেও এখানে-সেখানে তেল-ঝোল লেগে আছে, ততো বেশি ক্ষয়ে গেছে সে, ততো বেশি ক্লান্তির ছাপ তার মুখাবয়বে, ততোটা অবিন্যস্ত-এলোমেলো সে। যার জীবন অতোটা চর্চিত হয়নি, বিকশিত হয়নি, চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি--সে যেন শুধু ডিম সেদ্ধ করা রান্নাঘর, সে যেন স্কুলজীবনের কৃষিশিক্ষা বই।

আপনার জীবনের তেল-ঝোলকে ঘৃণা করবেন না। ঐ ছেঁড়া পৃষ্ঠা প্রমাণ করে আপনি একটা পূর্ণাঙ্গ জীবন বয়ে বেড়াচ্ছেন। জীবনের ওজন কি কম, বলুন?

ডা. মারুফ রায়হান খান

বন্যায় মানুষের পাশে দাড়াতে (আস-সুন্নাহ ফাউন্ডেশনের) ওয়েবসাইটে বা বিকাশে গিয়ে অনুদান দিতে পারেন। আপনার অনুদান সঠিক মানুষে...
22/08/2024

বন্যায় মানুষের পাশে দাড়াতে
(আস-সুন্নাহ ফাউন্ডেশনের) ওয়েবসাইটে বা বিকাশে গিয়ে অনুদান দিতে পারেন। আপনার অনুদান সঠিক মানুষের হাতে যাবে ইনশাআল্লাহ।
আপনিও দিন এবং অপরকে উৎসাহিত করুন।

19/08/2024

09/08/2024

এই স্বাধীনতা কি চেয়েছিলেন??

নানি তো দাম না কমিয়ে বিকল্প ধরিয় দিতো।

বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত দ্রব্য মূল্যের তালিকা-
বাংলাদেশের বাজার মূল্য তালিকা
তারিখ:-০৮/০৮/২০২৪

আলু-৪০ টাকা
পেঁয়াজ -৭০ টাকা
লবণ মোটা প্যাকেট -৩০ টাকা
সয়াবিন তেল বোতল লিটার -১৪০ টাকা
পেট্রোল -১২৫ টাকা
গরু মাংস -৬৫০ টাকা
খাসির মাংস -৮০০ টাকা
বয়লার -১৪০ টাকা
দেশি মুরগি -৪০০ টাকা।
দুধ -শহর ৬০ টাকা । গ্রামে -৫০ টাকা।

বেশি চাইলে সেনাবাহিনীকে কল দিবেন অথবা নিকটস্থ ছাত্র-ছাত্রী জনতার সাথে যোগাযোগ করবেন।

ক্যাপ্টেন হিমেল (বাংলাদেশ সেনাবাহিনী)
01766-162077

#নতুন_বাংলাদেশ
#দ্রব্যমূল্য
যদি কোন স্থানে মূল্য এর থেকে বেশি নেয় তাহলে অবশ্যই জানাবেন ধন্যবাদ এবং চেষ্টা করবেন নিজের থেকেও প্রতিবাদ করার।

দেশে গান-গজল থাকবে, বোরকা থাকবে, সিঁদুর থাকবে, দাড়ি -টুপি থাকবে, মসজিদ, মন্দির সব থাকবে। থাকবেনা শুধু স্বৈরাচার আর ব্যক্...
06/08/2024

দেশে গান-গজল থাকবে, বোরকা থাকবে, সিঁদুর থাকবে, দাড়ি -টুপি থাকবে, মসজিদ, মন্দির সব থাকবে। থাকবেনা শুধু স্বৈরাচার আর ব্যক্তি পূজা।

05/08/2024

দেশটা যেমন কারোর বাপের না,
দেশটা কোনো এক ধর্মেরও না।

Very Loud and Clear 🔴

এই দেশটা সব ধর্মের সবাই মিলে স্বাধীন করেছি। দেশ সবার দেশ সবার দেশ সবার সবাই সবার ধর্মীয় উপাসানলয় পাহাড়া দিন। সবাই সবাইকে...
05/08/2024

এই দেশটা সব ধর্মের সবাই মিলে স্বাধীন করেছি।
দেশ সবার
দেশ সবার
দেশ সবার
সবাই সবার ধর্মীয় উপাসানলয় পাহাড়া দিন। সবাই সবাইকে সাহায্য করুন।

05/08/2024

People are still being martyred. We will announce a celebration date when everyone can feel safe in this country. Now is not the time for celebration. We must stay focused on our national interest and the unity of our nation.

পোলাপান বলসে পরিবর্তন চাই, এরা ভাবসে তাদের চাইতেছে।সুবিধা পার্টিরা সুজোগ নিতে আসছে
02/08/2024

পোলাপান বলসে পরিবর্তন চাই, এরা ভাবসে তাদের চাইতেছে।

সুবিধা পার্টিরা সুজোগ নিতে আসছে

Address

Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801611935712

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rukhu's Canvas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rukhu's Canvas:

Share