29/08/2025
স্লোগান গুলো ছড়িয়ে দিন।
১ . বুয়েট রুয়েট বন্ধ কর,
অটো নিয়ে গর্ব কর
২. ১০ম দাবী পরে কর,
আগে কোটার সংজ্ঞা পর।
৩. ৯ম থাকতে ১০ম চাস
৯ম -এ কি ভয় পাস?
৪. র্যাংকিংয়ে নাই ভার্সিটি,
বাংলাদেশে জ্যাঠামি
৫. গবেষণার নাম নাই,
১০ম গ্রেডে চাকরি চাই।
৬. বুয়েট রুয়েট দরকার নাই
দশম গ্রেডে চাকরি চায়।
৭. কে বলে তুই মেধাবী,
৯ম -এ ক্যান ভয় পাবি।
৮. SSC পাশ ছোট ভাই,
ডিপ্লোমাতে চলে আয়।
৯. বুয়েট রুয়েট ১০ম চায়
ডিপ্লোমাতে চলে আয়।
১০. ডিপ্লোমা ইঞ্জিনিয়ার
দেশ গড়ার হাতিয়ার।
১১. কথায় কথায় ১০ম চায়
ডিপ্লোমা করে আয়।
কথায় কথায় ১০ম চায়
সার্টিফিকেট নিয়ে আয়।
১৩. [BSc] আর ডিপ্লোমা,
এক না এক না।
১৪. ১০ম গ্রেড ক্যান চাইবি?
কে বলে তুই মেধাবী?
১৫. অটো পাশ মেধাবী,
আর কতকাল জ্বালাবি?
১৬. অটোপাশ ইঞ্জিনিয়ার,
প্রকৌশলের ক্যান্সার।
১৭. প্রকৌশলের ক্যান্সার
অটোপাশ ইঞ্জিনিয়ার।
১৮. একটি ব্যাচ অটোপাশ
প্রকৌশলের সর্বনাশ
১৯. এক ব্যাচ অটোপাশ
প্রকৌশলের সর্বনাশ
২০. ১০ম গ্রেডে চাকরি চায়,
পলিটেকনিক পড়ে আয়।
২১. ১০ম গ্রেডে চাকরি চায়
ডিপ্লোমা করে আয়।
২২. অটো বানায় অটোপাশ
প্রকৌশলের সর্বনাশ!
২৩. দেশের টাকায় বুয়েট পড়ে,
দশম গ্রেড দাবী করে।
কোটি টাকা নষ্ট করে
১০ম গ্রেড দাবী করে।
২৪. ১০ম গ্রেডেই যদি যাবি
বুয়েটে কেন ভর্তি হবি?
২৫. বুয়েট চুয়েট পাশ করে
অটো বানায় গর্ব করে
সংগৃহিত